ETV Bharat / sports

CM at Mohun Bagan Tent: 'মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই', সবুজ-মেরুনের নয়া তাঁবু উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

author img

By

Published : Aug 10, 2022, 10:19 PM IST

Updated : Aug 10, 2022, 11:03 PM IST

বুধবার বিকেল চারটে নাগাদ ক্লাবে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। নয়া তাঁবু উদ্বোধন করে গোষ্ঠ পাল সরণির ক্লাবকে আরও 50 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা (CM Mamata Banerjee inaugurates new Mohun Bagan tent)।

CM at Mohun Bagan Tent
সবুজ-মেরুনের নয়া তাঁবু উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 10 অগস্ট: নতুন ভাবে সেজে উঠেছে মোহনবাগান তাঁবু। আর সবুজ-মেরুনের সেই তাঁবু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, জ্যোতি বসুরা মোহনবাগান তাঁবুতে পা রেখেছেন। বিভিন্ন বিষয় কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের পাশে থাকলেও এর আগে তাঁবুতে আসা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার ক্লাব তাঁবুর উদ্বোধন করতে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সেই আবেদনে সাড়া দিয়েই মোহনবাগান তাঁবুতে এলেন মমতা। বিকেল চারটে নাগাদ ক্লাবে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। নয়া তাঁবু উদ্বোধন করে গোষ্ঠ পাল সরণির ক্লাবকে আরও 50 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা (CM Mamata Banerjee inaugurates new Mohun Bagan tent)।

ঢাকের তালে মুখ্যমন্ত্রীকে এদিন স্বাগত জানানো হয় বাগান তাঁবুতে। গোটা অনুষ্ঠানের তদারকি করতে দেখা যায় ক্লাব সচিব দেবাশিস দত্তকে। গতকাল থেকেই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাজো-সাজো রব ছিল ক্লাব চত্বরে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে সেদিকে কড়া নজরদারি করা হয়েছিল। বক্তব্য রাখতে গিয়ে এদিন নিজের ছোটবেলায় ফিরে যান মমতা। তিনি বলেন, "এই ক্লাবের ঐতিহ্য কেউ ভুলতে পারবে না। আমরা কেউ সেই ইতিহাস মুছতে পারব না।মোহনবাগানের কথা মনে পড়লেই আমার মায়ের কথা মনে পড়ে। পেলে এসেছিলেন কলকাতায় খেলতে। বিদেশ সেই ম্যাচে গোল করেছিল। মা কালীঘাটে পুজো দিতে চলে গিয়েছিলেন।

মমতা আরও বলেন, "1911 সালে খালি পায়ে মোহনবাগানের ফুটবলাররা ব্রিটিশদের হারিয়েছিলেন। তাঁরাই ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন। আমি স্যালুট জানাই তাদের যারা মোহনবাগান ক্লাব তৈরি করেছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই।" এদিন গোটা তাঁবু ঘুরে দেখেন তিনি। ঘুরে দেখেন ট্রফি ক্যাবিনেট, সচিবের ঘর। নতুনভাবে সেজে ওঠা তাঁবুর প্রশংসা করেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সচিব দেবাশিস দত্ত ও কর্তা সত্যজিৎ চট্টোপাধ্যায়। এরপর মঞ্চে ওঠেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, ক্লাব কর্তা বাবুন বন্দ্যোপাধ্যায়। তবে এদিনের অনুষ্ঠানে ছিলেন না সভাপতি টুটু বসু।

সবুজ-মেরুনের নয়া তাঁবু উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: নয়া মোহনবাগান তাঁবু উদ্বোধনে মুখ্যমন্ত্রী, আমন্ত্রণ পেয়েও নেই সঞ্জীব গোয়েঙ্কা

মুখ্যমন্ত্রীর গলায় সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, পুস্পস্তবক তুলে দেন প্রদীপ ভট্টাচার্য, লাইফ মেম্বারশিপ তুলে দেন সত্যজিৎ চট্টোপাধ্যায়, মমতার হাতে ফুটবল তুলে দেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ৷ সচিব দেবাশিস দত্ত বলেন, 'দিদি আজ আমাদের মধ্যে এসেছেন সকলের পক্ষ থেকে সবুজ-মেরুন শুভেচ্ছা। আমাদের ক্লাবে ফ্লাডলাইট, টেন্ট, সাজঘর তৈরি হয়েছে। বিশ্বমানের জিম হয়েছে। সবটাই দিদির জন্য। আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি মানসিকভাবেও সবসময় পাশে থেকেছেন। প্রথমবার দিদি ক্লাবে এলেন। তাঁর পায়ের ধুলো পড়ল আমাদের ক্লাবে। সকলে মিলে একটা স্পোর্টস কালচার তৈরি করতে চাই।''

Last Updated : Aug 10, 2022, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.