ETV Bharat / sports

FIFA World Cup 2026: দুর্নীতি, ম্যাচ ফিক্সিং এড়াতে 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ বিন্ন্যাস ও ফরম্যাটে বদল

author img

By

Published : Mar 15, 2023, 1:31 PM IST

FIFA World Cup 2026 ETV BHARAT
FIFA World Cup 2026

দুর্নীতি এড়াতে এবার 2026 ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফরম্যাটে রদবদল করা হল ৷ আগামী বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট 2017 সালে তৈরি করা হয়েছিল ৷ কিন্তু, তাতে বিস্তর গলদ ছিল ৷ তাই ফিফা কাউন্সিল সেই ফরম্যাটে আবারও পরিবর্তন এনেছে ৷

জুরিখ, 15 মার্চ: 2026 ফিফা বিশ্বকাপ 4টি করে দল নিয়ে 12টি গ্রুপে আয়োজিত হবে ৷ আগে 16টি গ্রুপে 3টি করে দল নিয়ে ফরম্যাট সাজানো হয়েছিল ৷ পাশাপাশি 64টির বদলে 104টি ম্যাচ খেলা হবে 2026 ফিফা বিশ্বকাপে ৷ উল্লেখ্য, 2017 সালে ফিফার বিশ্বকাপ ফরম্যাটে যে সংশোধন আনা হয়েছিল ৷ সেই মতো 2026 বিশ্বকাপে 48টি দেশ অংশ নিতে পারবে ৷ সেই ফরম্যাটে আবারও কিছু বদল আনা হয়েছে (Changes in FIFA World Cup 2026 Format to Avoid Corruption) ৷ মঙ্গলবার ফিফার তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷

নতুন ফরম্যাট:

1974 সাল থেকে চলা ফরম্যাট অনুযায়ী এতদিন কোনও দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে 7টি ম্যাচ খেলতে হত ৷ 2026 ফিফা বিশ্বকাপে সেই ফরম্যাট বদল করা হয়েছে ৷ এবার থেকে ফাইনালে ওঠা দু’টি দলকে মোট 8টি ম্যাচ খেলতে হবে ৷ গ্রুপ পর্যায়ে প্রথম দু'য়ে থাকা দলগুলি সরাসরি নক-আউট পর্বে কোয়ালিফাই করবে ৷ 12টি গ্রুপের তিন নম্বরে থাকা প্রথম আটটি দল (পয়েন্ট এবং গোল পার্থক্যের নিরিখে) নক-আউটে যাবে ৷ গ্রুপ পর্যায়ে অংশ নেওয়া 48টি দলের মধ্যে 32টি দল নক-আউটে যাবে ৷

আরও বেশি ম্যাচ:

ফরম্যাট বদল ও টিম সংখ্যা বাড়ার কারণে ম্যাচের সংখ্যাও বেড়েছে ৷ 2026 ফিফা বিশ্বকাপে 104টি ম্যাচ খেলা হবে ৷ 1998-2022 সাল পর্যন্ত ফিফা বিশ্বকাপে মোট 64 ম্যাচ হত ৷ এবার তা বেড়ে 104 হচ্ছে ৷ এর অর্থ টেলিভিশন ব্রডকাস্টারদের জন্য অনেক বেশি কনটেন্ট এবং ফিফা অনেক বেশি ম্যাচ টিকিট বিক্রি করতে পারবে ৷ আর যত বেশি ম্যাচ, তত বেশি অর্থ আসবে ফিফার কোষাগারে ৷

আরও পড়ুন: 48 দল নিয়ে পরবর্তী ফিফা বিশ্বকাপ, মঞ্চ মাতাবে আরও অনেক ‘ছোট দেশ’

কেন এই পরিবর্তন ?

ইউএস, মেক্সিকো এবং কানাডায় 2026 সালের টুর্নামেন্টের মূল ফরম্যাটটি ফিফা কাউন্সিল 2017 সালের জানুয়ারিতে তৈরি করেছিল ৷ সেই সময়ই 32 দেশের বদলে টুর্নামেন্ট 2026 সালে 48 দেশকে নিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই ফরম্যাট অনুযায়ী 3 দলের গ্রুপের শেষদিনের ম্যাচে 2 টি দল খেলবে ৷ আর একটি দলের সব ম্যাচ আগেই হয়ে যাবে ৷ এতে করে দুর্নীতি এবং ম্যাচ ফিক্সিংয়ের প্রবল সম্ভাবনা থাকবে ৷ তাই ফিফা কাউন্সিল 2026 ফিফা বিশ্বকাপের ফরম্যাট বদল করার সিদ্ধান্ত নিয়েছে ৷ কিন্তু, নতুন ফরম্যাট এবং গ্রুপ বিন্ন্যাস অনুযায়ী সব গ্রুপের ম্যাচ একই দিনে শুরু হবে ৷ আর প্রতিটি গ্রুপের 4টি দল তাদের শেষ ম্যাচ একইদিন এবং একসময়ে খেলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.