ETV Bharat / sports

ISL 2023-24: আবেগ সরিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য কুয়াদ্রাতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 7:26 PM IST

Image Courtesy: EB Twitter/X
সৌঃ টুইটার

Bengaluru FC vs East Bengal: দু'ম্যাচ হারা বেঙ্গালুরুর বিরুদ্ধেও সতর্ক কার্লেস কুয়াদ্রাত ৷ পুরনো ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে 3 পয়েন্টেই পাখির চোখ তাঁর ৷

বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য কুয়াদ্রাতের

কলকাতা, 3 অক্টোবর: পুরনো আবেগ সরিয়ে পেশাদারি মানসিকতায় কান্তিরাভায় বিপরীত ডাগ-আউটে বসবেন কার্লেস কুয়াদ্রাত ৷ বুধবার আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরু উড়ে গেল ইস্টবেঙ্গল ৷ ভারতীয় ক্লাব ফুটবলে লাল-হলুদ ড্রেসিং রুমে প্রবেশের আগে কার্লেস কুয়াদ্রাতের ঠিকানা ছিল বেঙ্গালুরু এফসি ৷ বাগিচা শহরের ক্লাবের হয়ে সাফল্য তাঁকে এই দেশের ফুটবলে পরিচিতি দিয়েছে ৷ ফলে তিনি যে আবেগতাড়িত, তা মানছেন ৷

এই ব্যাপারে তাঁর ফুটবলার জীবনে বার্সেলোনার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতার কথা নিয়ে এসেছেন ৷ 21 বছর আগে সেই পর্বে পেশাদারি মনোভাব সাহায্য করেছিল তাঁকে ৷ এবারও একই দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে সামলাচ্ছেন কার্লেস কুয়াদ্রাত ৷ শুধু তিনি নন, বর্তমান ইস্টবেঙ্গল দলে বেঙ্গালুরু এফসি'র প্রাক্তনী কম নেই। ক্লেইটন সিলভা, নিশু কুমার, হরমনজ্যোৎ সিং খাবরা রয়েছেন ৷ পুরনো দলের বিরুদ্ধে নামার আগে তাঁরাও আবেগ সরিয়ে পেশাদার মনোভাব নিয়ে জয়ের লক্ষ্যে চোখ রাখছেন ৷

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় পুরো দলকে তাতিয়ে দিয়েছে ৷ ক্লেইটন সিলভা প্রথমবার পুরো ম্যাচ শুধু খেলেছেন তা নয়, জোড়া গোলও করেন ৷ তবুও তিনি একশো শতাংশ ফিট কি না, সংশয় রয়েছে ৷ ইতিমধ্যে এশিয়াডে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার পর লাল-হলুদ শিবিরে যোগ দিয়েছেন লালচুংনুঙ্গা ৷ জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি মাহের অনুশীলন শুরু করেছেন ৷ দলের সঙ্গে এদিন বেঙ্গালুরু উড়েও গেলেন তিনি ৷

আন্তোনিও পার্দোকে পাশে নিয়ে কার্লেস কুয়াদ্রাত বলছেন, “বেঙ্গালুরু গত মরশুমের ফাইনালিস্ট দল ৷ তিনটে ফাইনাল খেলেছিল ৷ ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ৷ ওদের ঘরের মাঠে খেলা ৷ তাই আমাদের সতর্ক থাকতে হবে ৷ তবে, আমাদের চেয়ে ওদের উপর চাপ বেশি ৷” প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নরা গত দুই ম্যাচের পারফরম্যান্সের নিরিখে মোটেই স্বস্তিতে নেই ৷ সাইমন গ্রেসন তাঁর প্রথম দুই ম্যাচে পরাজিত ৷ শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে হারের চেয়েও বেশি সুরেশ সিং এবং মওরেম রোশন সিংয়ের লাল কার্ড দেখা সমস্যা বাড়িয়েছে ৷ সুনীল ছেত্রী এশিয়ান গেমস থেকে ফিরলেও তিনি অতীতের ছায়া ৷ গত মরশুমে পরিবর্ত হিসেবে নামতেন ৷ তবে, বর্তমান পরিস্থিতিতে তাঁকে কীভাবে ব্যবহার করা হবে ? তা সাইমন গ্রেসনের চিন্তার উপর নির্ভর করবে ৷

আরও পড়ুন: পেনাল্টি ‘মিস’ করা কামিংসই হিরো, শেষ মুহূর্তের গোলে মাজিয়া ‘বধ’ বাগানের

প্রতিপক্ষের সমস্যা নিয়ে আত্মতুষ্ট হওয়ার চেয়েও কার্লেস কুয়াদ্রাত নিজের দল নিয়ে চিন্তিত ৷ বলছেন, “বেঙ্গালুরু শক্তিশালী দল ৷ কয়েকবছর ধরে ওরা ভালো পারফর্ম করে আসছে ৷ আমাদের নিজেদের সেরাটা দিতে হবে ৷ আমি যখন ওখানে কাজ করেছি তখন সমর্থকদের উৎসাহ উদ্দীপনা দেখেছি ৷ আমাদের সবকিছু সামলে খেলতে হবে ৷ আইএসএলের প্রতিটি ম্যাচের ফলাফল খুব ছোট ব্যবধানে হচ্ছে ৷ আমাদেরও হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে ৷”

প্রায় একইসঙ্গে যোগ করেছেন, “আমাদের ধারাবাহিকতা দেখাতে হবে ৷ এখনও পর্যন্ত আটটি ম্যাচ চলতি মরশুমে খেলেছি ৷ প্রথমবার কলকাতার বাইরে খেলতে নামব ৷ তবে, অ্যাওয়ে ম্যাচ হলেও জয়ের ব্যাপারে আশাবাদী ৷ আমরা একটা নতুন পরিকল্পনা শুরু করেছি ৷ ক্লাবের কয়েকজন অনুর্ধ্ব-17 জাতীয় দলের হয়ে খেলতে যাবে ৷ ক্লাব ভবিষ্যতের জন্য কাজ করছে ৷ তার সাফল্যের জন্য সময় দরকার ৷ আমরা সঠিক পথেই রয়েছি ৷ প্রতিটি ম্যাচ ধরে আমরা এগোতে চাই ৷”

আরও পড়ুন: জোড়া গোলে নায়ক ক্লেইটন, পিছিয়ে পড়েও আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের

গত দুই ম্যাচের পারফরম্যান্সের প্রেক্ষিতে ইস্টবেঙ্গলের সেরা ডিফেন্ডার হয়েছেন পারদো ৷ এই স্বীকৃতিতে খুশি তিনি ৷ দলের প্রয়োজনে নিজের সেরাটা দেওয়া কথা বলছেন তিনি ৷ গতবছর বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে দু’টো ম্যাচেই জিতেছিল ইস্টবেঙ্গল ৷ বেঙ্গালুরুতে গোল করেছিলেন নাওরেম মহেশ সিং ৷ কলকাতায় অসাধারণ ফ্রিকিকে গুরপ্রীত সিংকে হার মানিয়েছিলেন ক্লেইটন সিলভাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.