ETV Bharat / sports

Asian Games 2023: ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে দঙ্গল লড়বেন বজরং-ভিনেশ

author img

By

Published : Jul 18, 2023, 9:42 PM IST

আখড়া থেকে বেশ কিছুদিন দূরে থেকে প্রতিবাদে সামিল ছিলেন বজরং পুনিয়া ও ভিনেশ ফোগতরা ৷ এগিয়ে আসছিল এশিয়ান গেমস। ফলে কুস্তিগীররা জানিয়েছিলেন, তাঁদের ট্রায়ালে যেন ছাড় দেওয়া হয়। সেটা মেনে নিয়েই বজরং, ভিনেশকে সরাসরি এশিয়ান গেমসে সুযোগ করে দিল অ্যাড হক কমিটি ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

Asian Games 2023
বজরং পুনিয়া ও ভিনেশ ফোগত

নয়াদিল্লি, 18 জুলাই: ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর পুরস্কার কি পেলেন দেশের প্রথমসারির দুই কুস্তিগীর? বজরং পুনিয়া ও ভিনেশ ফোগতকে সরাসরি এশিয়াডে যাওয়ার ছাড়পত্র দিল অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা অ্যাডহক কমিটি। প্রতিবাদে সামিল হওয়ার কারণে তাঁরা যে ফিট ছিলেন না, আগেই জানিয়েছিলেন বজরং-ভিনেশ ৷ কমিটিকে তাঁরা জানিয়েছিলেন, ট্রায়াল না-করে তাঁদের যেন সরাসরি সুযোগ দেওয়া হয় এশিয়ান গেমসে ৷ শেষমেশ তাঁদের কথামতোই ট্রায়াল ছাড়া এশিয়াডে যাওয়ার ছাড়পত্র দেওয়া হল ৷ এহেন সিদ্ধান্তে কুস্তিগীরদের একটা অংশ পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের অভিযোগ করছে।

সবচেয়ে অবাক করা বিষয় হল, বজরং পুনিয়া ও ভিনেশ ফোগতকে ট্রায়াল থেকে ছাড় দেওয়ার বিষয়ে জাতীয় কোচের মতামতটুকুও নেয়নি অ্যাডহক কমিটি। 22 ও 23 জুলাই দিল্লিতে এশিয়ান গেমসের জন্য কুস্তির ট্রায়াল হওয়ার কথা। তার ঠিক চার দিন আগে দুই কুস্তিগীরের নাম জানিয়েছে কমিটি। অ্যাডহক কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, এশিয়ান গেমসে পুরুষদের 65 কেজি ও মহিলাদের 53 কেজি বিভাগে দুই কুস্তিগীরকে নির্বাচন করা হয়েছে। সেই বিবৃতিতে তাঁদের নাম উল্লেখ না-থাকলেও কমিটির সদস্য অশোক গর্গ সংবাদ সংস্থা পিটিআই'কে বজরং ও ভিনেশের নাম জানিয়েছেন।

জাকার্তা এশিয়ান গেমসে বজরং পুনিয়া 65 কেজি বিভাগে ও ভিনেশ ফোগত 50 কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। দু'জনেই সোনা জিতেছিলেন। তাঁদের ছাড় দেওয়া হলেও বাকি কুস্তিগীরদের কেন ছাড় দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাক্ষী মালিক, সত্যওয়ার্ত কাদিয়ান, সঙ্গীতা ফোগতকেও কেন সরাসরি গেমসে সুযোগ দেওয়া হল না, তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

  • Wrestlers Bajrang Punia and Vinesh Phogat likely to go to the Asian Games directly without appearing for trials after the Ad-hoc committee gives them exemption: Sources

    (file photos) pic.twitter.com/Pr9X4VwDrC

    — ANI (@ANI) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, ট্রায়াল যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয় সেজন্য সর্বভারতীয় অলিম্পিকস সংস্থা (আইওএ), স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিয়েছিলেন কয়েকজন মহিলা কুস্তিগীর। তাঁদের আশঙ্কা ছিল কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদে সামিল দেশের প্রথম সারির ছয় কুস্তিগীরকে বাড়তি সুবিধা দেওয়া হতে পারে। শেষপর্যন্ত তাঁদের আশঙ্কাই সত্যি হল ৷

আরও পড়ুন: ব্রিজভূষণের অন্তর্বর্তী জামিন মঞ্জুর দিল্লির আদালতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.