ETV Bharat / sports

ATK Mohun Bagan Returns to Kolkata: দুপুরে কলকাতায় ফিরছে এটিকে মোহনবাগান, চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

author img

By

Published : Mar 19, 2023, 12:35 PM IST

ATK Mohun Bagan Returns to Kolkata ETV BHARAT
ATK Mohun Bagan Returns to Kolkata

দুপুরেই কলকাতায় ফিরছে এটিকে মোহনবাগান বা বলা যেতে পারে ভবিষ্যতে মোহনবাগান সুপার জায়েন্টস (ATK Mohun Bagan Returns to Kolkata) ৷ আইএসএল চ্যাম্পিয়ন দলকে আজ দুপুরে গোয়েঙ্কা হাউসে সংবর্ধনা দেওয়া হবে ৷

আইএসএল চ্যাম্পিয়ন হয়ে এবার জুয়ান ফেরান্দোর লক্ষ্য সুপার কাপ

কলকাতা, 19 মার্চ: মিশন আইএসএল শেষ হতেই সুপার কাপের ভাবনা কোচ জুয়ান ফেরান্দোর মাথায় ৷ তবে, তিনি এও জানিয়েছেন এখন কিছুদিন শান্তিতে ঘুমোতে চান ৷ প্রতিকূল পরিস্থিতিতে দলকে চ্যাম্পিয়ন করার চিন্তায় বহু রাত ঘুমোতে পারেননি ৷ তাই ঘুমোতে চান স্প্যানিশ কোচ ৷ পাশাপাশি, কলকাতায় ফেরার জন্য পুরো দলের মত তিনিও যে ছটপট করছেন সেটাও গোপন করেননি (ATK Mohun Bagan Felicitates at Goenka House) ৷ আজ দুপুরেই কলকাতায় ফিরছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants) (এটিকে মোহনবাগানের পরিবর্তিত নাম) ৷

রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামছে আইএসএল চ্যাম্পিয়নরা ৷ সেখান থেকে জাজসে কোর্টে গোয়েঙ্কা হাউসে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হবে ৷ এটিকে রিমুভ আন্দোলন সফল হয়েছে সমর্থকদের ৷ এ নিয়ে কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড অর্থাৎ, আরপিএসজি-র চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, গত দুই ম্যাচের পরেই জয় মোহনবাগান স্লোগান শোনা যাচ্ছিল ৷ তাই শনিবার সন্ধ্যেয় চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান সুপার জায়েন্টস নাম ঘোষণার সঠিক সময় ছিল ৷

শনিবার রাতভর উৎসব করেছেন মোহনবাগান ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা ৷ হোটেলে ফিরে ফুটবলাররা শ্যাম্পেনে স্নান করেছেন ৷ তবে, সেসবের মধ্যেই বেসুরো শুনিয়েছে হুগো বুমোসকে ৷ তাঁকে পরিবর্তিত হিসেবে খেলানোয় কোচের উপর অসন্তুষ্ট ৷ যা আনন্দের পরিবেশে বেমানান ছিল ৷ তবে, ছোটখাটো অভিমানকে পাত্তা দিচ্ছেন না জুয়ান ফেরান্দো ৷ তিনি বলেন, "আমি সমালোচনায় সেভাবে আমল দিইনি ৷ সোশাল মিডিয়ায় নানান সমালোচনা দেখেছি ৷ কিন্তু, তার জবাব দেওয়ার চেয়ে নিজের কাজ করতে চেয়েছিলাম ৷ এখন আইএসএল শেষ ৷ মিশন কমপ্লিট ৷ এবার আমার চোখ সুপার কাপে ৷"

আরও পড়ুন: এটিকে অতীত, মোহনবাগান সুপার জায়ান্টস নামে উচ্ছ্বসিত ক্লাব ভক্তরা

তবে, শনিবারের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি-র থেকে তাদের কৃতিত্বটাকে কেড়ে নিতে চাননি অধিনায়ক প্রীতম কোটাল ৷ তিনি জানালেন, আই লিগে যে বেঙ্গালুরু দলের বিরুদ্ধে তাঁরা খেলেছিলেন, তার তুলনায় বর্তমান দল অনেক বেশি শক্তিশালী ৷ অন্যদিকে, শহর থেকে জেলার মোহনবাগান পল্লিগুলিতে সারারাত উৎসব হয়েছে ৷ গোষ্ঠ পাল সরণিতে মোহনবাগান ক্লাবের সামনেও আলোর রোশনাই ও আতস বাজিতে রাতটা ছিল আনন্দময় ৷ এককথায় গোয়ার মান্ডভির সৈকত থেকে কলকাতার গঙ্গাপাড় পর্যন্ত এখন শুধুই সবুজ-মেরুন ৷ যার পোশাকি নাম মোহনবাগান সুপার জায়েন্টস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.