ETV Bharat / sports

AFC Cup: নিজাম 'বধ' করে এএফসি কাপের পরের পর্বে সবুজ-মেরুন

author img

By

Published : May 3, 2023, 10:58 PM IST

Etv Bharat
Etv Bharat

মোহনবাগান সুপার জায়ান্টস নামে নতুন মরশুমে নামছে গঙ্গাপাড়ের ক্লাব । তার আগে হায়দরাবাদ এফসিকে হারিয়ে পালে হাওয়া লাগিয়ে রাখলেন মেরিনার্সরা । এএফসি কাপের পরের পর্বে পৌঁছে গেল বাগান ।

কোঝিকোড়, 3 মে: এএফসি কাপের পরের পর্বে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে টাইব্রেকারে 3-1 গোলে জিতে পরের পর্বে যাওয়ার টিকিট সংগ্রহ করল জুয়ান ফেরান্দোর ছেলেরা । বুধবার ছিল এটিকে মোহনবাগানের মরশুমের শেষ ম্যাচ। তাই আইএসএল চ্যাম্পিয়নরা জয় দিয়ে মরশুমটা শেষ করতে চেয়েছিল । নতুন মরশুমে নতুন নামে শুরু করবে সবুজ-মেরুন । মোহনবাগান সুপার জায়ান্টস নামে নতুন যাত্রার সলতে পাকানোর কাজটা সেরে রাখলেন হুগো বুমোস, লিস্টন কোলাসোরা ।

দু'দলের ফুটবল যুদ্ধ সবসময়ই গোলা-বারুদে ঠাসা । আইএসএলের মাঠেও দেখা গিয়েছে সেই যুদ্ধ ৷ এএফসি কাপের মঞ্চও তার ব্যতিক্রম নয় । তবে শুরুটা দারুণভাবে করেছিল হায়দরাবাদ । কিন্তু একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ নিজামের শহর । বদলে খেলার গতির বিপরীতে 20 মিনিটে পেত্রাতোসের গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান । হুগো বুমোসের বাড়ানো বল থেকে গোলের পথ খুঁজে নেন পেত্রাতোস । পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ হানাতে থাকে হায়দরাবাদ । এই সময় প্রায় দূর্ভেদ্য হয়ে উঠেছিল সবুজ-মেরুন রক্ষণ । 42 মিনিটে ইয়াসিরের শট পোস্টে লেগে প্রতিহত হয় । শেষ পর্যন্ত 44 মিনিটে জোয়েল চিয়ানিসের গোলে সমতায় ফেরে নিজামের শহরের দলটি ।

বিরতির পর দু'দলই একের পর আক্রমণ শানালেও গোলমুখ খুলতে পারেনি । দু'দলই গোল করার মত পরিস্থিতি তৈরি করলেও কাজের কাজটি করতে ব্যর্থ । শুধু মাঠ নয়, মাঠের বাইরেও দু'দলের উত্তেজনা ছড়িয়ে পড়ে । হায়দরাবাদ কোচ মানলো মারকুয়েজকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান রেফারি । নির্ধারিত সময় শেষ হয় 1-1 গোলে । অতিরিক্ত সময়েও দু'দল গোল মুখ খুলতে ব্যর্থ । পেনাল্টি শুটআউটে 3-1 গোলে হারিয়ে এএফসি কাপ প্রিলিমিনারি রাউন্ডে যোগ্যতা অর্জন করল বাগান ।

আরও পড়ুন: কড়া শাস্তি! অনুমতি ছাড়া সৌদি সফরে যাওয়ায় মেসিকে সাসপেন্ড করল পিএসজি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.