ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়াডে মিক্সড ডাবলস স্কোয়াশে সোনা আনলেন দীপিকা-হরিন্দর জুটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 2:18 PM IST

এশিয়াডে স্কোয়াশের মিক্সড ডাবলস বিভাগে সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং ৷ তিরন্দাজিতেও সোনা পেয়েছে ভারতের তিন তিরন্দাজ জ্যোতি, অদিতি আর পরনীত ৷

ETV Bharat
এশিয়ান গেমসে স্কোয়াশে সোনা জিতল ভারতীয় জুটি

হ্যাংঝাউ, 5 অক্টোবর: মেয়েদের তিরন্দাজিতে সোনার পর স্কোয়াশে সোনা পেল ভারতীয় জুটি ৷ বৃহস্পতিবার এশিয়ান গেমসে মালয়েশিয়া জুটিকে পরাজিত করল দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং জুটি ৷ এই জয়ের কথা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছে ভারতের ক্রীড়া দফতর বা সাই ৷ ফাইনালে 2-0 পয়েন্টে মালয়েশিয়াকে হারিয়েছেন তাঁরা ৷ সৌরভ ঘোষাল পুরুষদের সিঙ্গল স্কোয়াশে হংকংয়ের চি হিন হেনরি লিয়াংকে হারিয়ে ফাইনালে উঠেছেন ৷

এদিন দীপিকা ও হরিন্দরের প্রতিপক্ষ ছিলেন মালয়েশিয়ার আইফা আজমান এবং মহম্মদ সিয়াফিক বিন মহম্মদ কামাল ৷ 35 মিনিটের এই লড়াইয়ে ভারতের ঝোড়ো 11-10 11-10 পয়েন্টের কাছে হার মানল মালয়েশিয়া জুটি ৷ মিক্সড ডাবলসের সেমিফাইনালে দীপিকা-হরিন্দর জুটির মুখোমুখি হয়েছিলেন হংকংয়ের লি কা ই এবং ওং চি হিম ৷ 2-1 পয়েন্টে হংকংকে হারিয়ে ফাইনালে পৌঁছয় ভারতীয় মিক্সড ডাবলস জুটি ৷

খেলার শুরুতে মালয়েশিয়ার দাপটে কিছুটা হলেও ফিকে হয়ে যাচ্ছিল ভারত ৷ খেলার মধ্যে একটা সময় মনে হচ্ছিল, ভারতীয় জুটি মনঃসংযোগ হারিয়ে ফেলেছেন ৷ এদিকে মালয়েশিয়া জুটি পরপর 7টি পয়েন্ট জিতে 3-9 থেকে 10-9 পয়েন্টে পৌঁছে যায় ৷ তবে শেষে 10-11 পয়েন্টে মোড় ঘুরিয়ে জয়ী হন ভারতীয় জুটি ৷ এই এশিয়ান গেমসে দীপিকার এর আগে ব্রোঞ্জ পেয়েছেন ৷ তিনি মেয়েদের স্কোয়াশে পদক পেয়েছেন ৷ আর আজ এই সোনা পেয়ে 32 বছরের দীপিকা মোট 6টি পদক পেলেন ৷

স্কোয়াশ ছাড়া তিরন্দাজিতেও আজ ভারত সোনা জিতেছে ৷ জ্যোতি সুরেখা, অদিতি স্বামী ও পরনীত কৌর- এই তিনজনের জুটি চিনের তিরন্দাজি দলকে হারিয়ে সোনার পদক ছিনিয়ে নিয়েছে ৷ তবে এশিয়াডে ব্যাডমিন্টন ভারতকে কিছুটা হতাশই করেছে ৷

দু'দুবারের অলিম্পিক্স জয়ী পিভি সিন্ধু চিনের বিংজিয়াওয়ের কাছে পরাজিত হয়েছেন ৷ তবে চিনের এই ব্যাডমিন্টন খেলোয়াড়কেই টোকিও অলিম্পিক্সে পরাজিত করেছিলেন সিন্ধু ৷ তাই এশিয়ান গেমসে হি তার শোধ নিল বলেই মনে করছে ক্রীড়া বিশেষজ্ঞ মহল ৷ এই মুহূর্তে বিশ্বে পিভি সিন্ধুর ব়্যাঙ্ক 15 ৷

আরও পড়ুন: চিনা-চ্যালেঞ্জ সামলানো সহজ ছিল না, শহরে ফিরে জানালেন ‘মুখার্জি অ্যান্ড মুখার্জি’ জুটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.