ETV Bharat / sports

Asian Games 2023: চিনা-চ্যালেঞ্জ সামলানো সহজ ছিল না, শহরে ফিরে জানালেন ‘মুখার্জি অ্যান্ড মুখার্জি’ জুটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 10:46 PM IST

ETV BHARAT
ETV BHARAT

19th Asian Games Bronze Medalist Aihika Mukherjee and Sutirtha Mukherjee: এশিয়াডে প্রথম পদক জিতেছেন ঐহিকা মুখোপাধ্যায় এবং সুতীর্থা মুখোপাধ্যায় ৷ তা হোক না ব্রোঞ্জ ৷ বাংলার এই দুই টেবিল টেনিস খেলোয়াড় আজ চিনের হ্যাংঝাউ থেকে শহরে ফিরলেন ৷

কলকাতা, 4 অক্টোবর: উৎসুক মানুষের উকিঝুকি কিংবা অচেনা মানুষের আগ্রহী চোখের সামনে দিয়ে নয় ৷ ওঁরা দু’জন ফিরলেন চেনা মানুষের আন্তরিকতার ছোঁয়া মেখে ৷ এশিয়াডে টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ আর যাঁদের সুবাদে এই পদক ভারতে এসেছে, সেই ঐহিকা মুখোপাধ্যায় এবং সুতীর্থা মুখোপাধ্যায় আজ হ্যাংঝাউ থেকে শহরে ফিরলেন ৷ ছোট করে বললে, ইতিহাস মুখার্জি অ্যান্ড মুখার্জির ৷ বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, তাঁদের কোচ সৌম্যজিৎ রায় ও পৌলমী ঘটক এবং পরিবারের লোকজন ৷

সুতীর্থা এর আগেও এশিয়াডে অংশ নিয়েছেন ৷ কিন্তু শেষ আটের গণ্ডি পেরতে পারেননি ৷ এবার হ্যাংঝাউতে শেষ চারে পৌঁছেছিলেন ঐহিকার সঙ্গে জুটিতে ৷ বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে পরাস্ত করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করার কাজটা সহজ ছিল না তাঁদের পক্ষে ৷ সুতীর্থা বলেন, “চিনের মাটিতে চিনা প্রতিপক্ষকে হারানো সহজ ছিল না ৷ আমরা দু’জনেই ওদের বিরুদ্ধে খেলার সময় অন্য কিছু নিয়ে ভাবিনি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি মাত্র ৷ তাই এই তৃপ্তি দিলেও আত্মতুষ্ট হতে নারাজ আমরা ৷”

প্রায় একই সুর ঐহিকার গলায় ৷ তিনি বলেন, “আমরা যখন খেলছিলাম তখন ওদের হয়ে পুরো স্টেডিয়াম সমর্থন করছিল ৷ আমাদের দলের সমর্থন ছাড়া কিছু ছিল না ৷ তাই নিজেদের প্রমাণ করার জেদ চেপে গিয়েছিল ৷” সতীর্থের মুখ থেকে কথা কেড়ে নিয়ে সুতীর্থার যোগ করলেন, “আমরা মাত্র দু’বছর একসঙ্গে খেলছি ৷ আরও বড় সাফল্যের জন্য নিজেদের নিংড়ে দেব ভবিষ্যতে ৷”

আরও পড়ুন: জ্যাভলিনে খেতাব ধরে রাখলেন 'সোনার ছেলে', রুপোও এল ভারতের ঘরে; হ্যাংঝাউ মাতাল নীরজ-কিশোর জুটি

সেমি-ফাইনালে দৌড় থামল কেন ? চিনের বিরুদ্ধে জিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে হার ! শেষ চারের হারের আক্ষেপ দু’জনের গলায় ৷ অড রাবারের স্পিন, গতির সঙ্গে তাল মেলাতে না পারার কারণেই হার বলে প্রাথমিক ভাবে মনে হয়েছে দু’জনের ৷ তবে, হতাশ না হয়ে পদকের রং বদলের চেষ্টায় ফের ঝাপাতে চান তাঁরা ৷ সামনে প্যারিস অলিম্পিকসের টিকিট অর্জনের লক্ষ্য রয়েছে ৷ শহরে ফেরার পরে পৌলমী-সৌম্যজিতের অ্যাকাডেমিতে ছোট করে সংবর্ধনা দেওয়া হয় এ দিন তাঁদের ৷ যাঁদের সঙ্গে সারাবছর অনুশীলন করেছিলেন, তাদের কাছে সংবর্ধিত হওয়ার আনন্দ ওদের দু’জনের চোখেমুখে ছিল ৷ পাশাপাশি নতুন লক্ষ্যে পাড়ি দেওয়ার শপথ ‘মুখার্জি অ্যান্ড মুখার্জির’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.