ETV Bharat / sports

Asian Games 2023: হাঁটুর চোটে নাম প্রত্যাহার প্রধান প্রতিদ্বন্দ্বীর, নীরজের খেতাব ধরে রাখা আরও সহজ হল

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 10:38 PM IST

Updated : Oct 3, 2023, 10:58 PM IST

বুধবার সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামছেন নীরজ চোপড়া ৷ প্রতিযোগিতা শুরু ঠিক আগেই নিজের নাম তুলে নিলেন পাক তারকা আরশাদ নাদিম ৷ হাঁটুর চোটের কারণে লড়াই থেকে সরে দাঁড়ালেন তিনি ৷

Asian Games 2023
সরে গেলেন পাক তারকা আরশাদ

হ্যাংঝাউ, 3 অক্টোবর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ বুধবার এশিয়াডে ফের সোনা জয়ের লক্ষ্যে বর্শা হাতে মাঠে নামতে চলেছেন নীরজ চোপড়া ৷ ভারতের 'সোনার ছেলে'র থেকে আরও একবার ম্য়াজিক দেখার অপেক্ষায় এখন দিন গুনছেন অনুরাগীরা ৷ বুধবার কি মাঠে তৈরি হবে সেই ম্যাজিক? উত্তর রয়েছে সময়ের গর্ভে ৷ তবে লড়াইটা আরও কিছুটা সহজ হয়ে গেল ভারতীয় অ্যাথলিটের জন্য ৷ কারণ হাঁটুর চোটের কারণে এশিয়ান গেমসের এই লড়াই থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানি তারকা আরশাদ নাদিম ৷ যদিও নীরজ প্রতিবারই সম্মুখ সমরে আরশাদকে পিছনে ফেলে লড়াই জিতে নিতে সক্ষম হয়েছেন ৷ এমনকী এশিয়ান গেমসেও 2018 সালে ব্রোঞ্জের মেডেল গলায় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল পাক তারকাকে ৷ সেখানে সোনা জিতেছিলেন নীরজ ৷

তবে এবার সেই লড়াই আর দেখা যাবে না ৷ পাকিস্তানের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, "চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর আরশাদ নাদিম ঠিক করেছেন তিনি এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন না ৷" এই মুহূর্তে কোনও খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে আগামিদিনে হয়তো প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করাও তাঁর জন্য মুশকিল হয়ে পড়বে ৷ অলিম্পিকের প্রস্তুতির ক্ষেত্রেও সমস্যা সৃ্ষ্টি হতে পারে ৷ তাই এই মুহূর্তে লড়াই থেকে সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিয়েছেন আরশাদ ৷

স্থানীয় হাসপাতালে তাঁর একটি এমআরআইও করা হয়েছে ৷ রিপোর্ট বলছে, বেশ অনেকদিন ধরেই তিনি চোটের সমস্যায় ভুগছিলেন ৷ আর সেই চোটের জেরেই আবারও বিপদে পড়তে হল তাঁকে ৷ আরশাদ নীরজের বিরুদ্ধে সম্মুখ সমরে জয় তুলে নিতে পারেননি একথা ঠিক ৷ কিন্তু পাকিস্তানি এই অ্যাথলিটের বর্শা 90 মিটার দূরত্ব অতিক্রম করেছে ৷ এইক্ষেত্রে নীরজের থেকে এগিয়ে তিনি ৷

আরও পড়ুন: মেরঠের দুই কন্যের পরপর সোনা! জ্যাভলিনে পদক আনলেন অন্নু; 'সোনার মেয়ে' দেখালেন নীরজের ঝলক

তবে 2016 সালে সাউথ এশিয়ান গেমস থেকে হিসেব করলে এখনও পর্যন্ত 9বার একসঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন নীরজ-আরশাদ ৷ সাউথ এশিয়ান গেমসে থেকে আরশাদ ফিরেছিলেন ব্রোঞ্জ নিয়ে ৷ এরপর 2018 এশিয়ান গেমসেও তিনি তৃতীয় স্থান অধিকার করেন ৷ অন্য়দিকে সোনা জিতে নেন নীরজ ৷ একই বছর কমনওয়েলথ গেমসে নীরজ আবার সোনা জেতেন আর আরশাদ হন অষ্টম ৷ টোকিয়ো অলিম্পিকসও ভালো যায়নি আরশাদের জন্য় ৷ তিনি শেষ করেন পঞ্চম স্থানে ৷ পক্ষান্তরে তাঁর বর্শা দিয়ে সোনা গাঁথেন ভারতীয় অ্য়াথলিট ৷ 2022 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও নীরজ জিতে নেন রূপোর পদক ৷ এবারও আরশাদ শেষ করেন পঞ্চম স্থানে ৷ তবে খেলা বদলে যেতে পারতো যে কোনও সময়ই ৷ তাই আরশাদের না-থাকা যে স্বস্তির কারণ হবে নীরজের জন্য় তা বলাই বাহুল্য ৷

Last Updated :Oct 3, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.