ETV Bharat / sports

CWG 2022: ফাইনালে উঠে সোনার স্বপ্ন সাক্ষীর, রূপোতেই সন্তুষ্ট অংশু

author img

By

Published : Aug 5, 2022, 10:45 PM IST

কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে দেশকে রুপো এনে দিলেন কুস্তিগীর অংশু মালিক ৷ অন্যদিকে প্রতিদ্বন্দীকে হারিয়ে কুস্তিগীর সাক্ষী মালিক ফাইনালে উঠেছেন ৷ সাক্ষীর লক্ষ্য অবার সোনা জয়ের ৷ তবে অল্পের জন্য সোনা হাতছাড়া হল অংশু মালিকের (Anshu Won Silver Medal Sakshi Hopes for Gold)।

CWG 2022
ফাইনালে উঠে সোনার স্বপ্ন সাক্ষীর, রূপোতেই সন্তুষ্ট অংশু

বার্মিংহ্যাম, 5 অগস্ট: চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দুর্ধর্ষ পারফরম্যান্স করছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ অনেক নাম রয়েছে চেনা আবার অনেক নাম রয়েছে অচেনা ৷ কমনওয়েলথ গেমসের আজ অষ্টম দিন ৷ প্রতিদিনই পদক আসছে ভারতের ঝুলিতে ৷ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কুস্তির হাত ধরে প্রথম পদক এল ভারতের ঝুলিতে ৷ কুস্তিগীর অংশু মালিক পেলেন রূপো (Anshu Won Silver Medal Sakshi Hopes for Gold) ৷

এদিন আরও এক কুস্তিগীর সাক্ষী মালিক এদিন ফাইনালে উঠেছেন ৷ সোনার লক্ষ্যে অবিচল ৷ সোনার পদক নেওয়ার তালিকা থেকে বাদ পড়লেন অংশু ৷ প্রথমবার কমনওয়েলথের মঞ্চে নেমেই মহিলাদের 57 কেজি বিভাগে রুপো ঘরে তোলেন তিনি।

  • 🥈 FOR BIRTHDAY GIRL 🥳🥳

    World C'ships Silver Medalist @OLyAnshu (W-57kg) 🤼‍♀️ displayed sheer dominance on the mat to win a 🥈 on her debut at #CommonwealthGames

    Making her way to the FINAL with back to back technical superiority wins, Anshu has left wrestling fans in awe 🤩🤩 pic.twitter.com/EISsZixCyD

    — SAI Media (@Media_SAI) August 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ইতিহাস গড়ে লং-জাম্পে রুপো আনলেন শ্রীশংকর, প্যারাপাওয়ারলিফটিং'য়ে সোনা সুধীরের

নাইজেরিয়ার প্রতিদ্বন্দীর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান অংশু। ফাইনাল বাউট শেষ হয় 4-8 এ। আর তাতেই এবারের মতো সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় তাঁর । মহিলাদের (62 কেজি) বিভাগে সাক্ষী এদিন ক্যামেরনের ইটানে এনগোলেকে পরাজিত করেছেন ৷ আশা এবার, কুস্তিতে এবারের কমনওয়েলথ গেমসের প্রথম সোনা ভারতের ঝুলিতে এল বদরং পুনিয়ার হাত ধরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.