ETV Bharat / sports

Diego Maradona's Death : মারাদোনার চিকিৎসক সহ 7 জনকে আজ জিজ্ঞাসাবাদ

author img

By

Published : Jun 14, 2021, 9:03 AM IST

today-doctor-and-six-others-to-be-questioned-about-death-of-diego-maradona
today-doctor-and-six-others-to-be-questioned-about-death-of-diego-maradona

গত বছর দিয়োগো মারাদোনার মৃত্যুর পর তা স্বাভাবিক বলে জানা গেলেও সম্প্রতি তাঁর দুই সন্তান অভিযোগ দায়ের করেন ৷ যেখানে অস্ত্রপচারের পর মারাদোনার স্বাস্থ্যের অবনতির কারণ হিসেবে ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুককে দায়ী করা হয় ৷

বুয়েনেস আইরেস (আর্জেন্টিনা), 14 জুন : দিয়োগো আরমান্দো মারাদোনার (Diego Maradona) ব্যক্তিগত চিকিৎসক এবং আরও ছয় জন, যাঁরা ফুটবল কিংবদন্তির শেষবেলায় দেখভালের দায়িত্বে ছিলেন, তাঁদের আজ জিজ্ঞাসাবাদ করবেন আর্জেন্টিনার সরকারি আইনজীবী ৷

গত বছর নভেম্বরের মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ষাট বছরের মারাদোনার ৷ এর এক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় আস্ত্রপচার হয় তাঁর ৷ মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক ও বাকি ছয় জনের (যাঁরাও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী) বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ঠিক মতো দেখভাল করেননি ফুটবল সম্রাটের ৷ অস্ত্রোপচারের পরে যন্ত্রণাদায়ক সময় পর্বে উপযুক্ত সেবা পাননি মারাদোনা ৷

গত বছর দিয়োগো মারাদোনার মৃত্যুর পর তা স্বাভাবিক বলে জানা গেলেও সম্প্রতি তাঁর দুই সন্তান অভিযোগ দায়ের করেন ৷ যেখানে অস্ত্রপচারের পর মারাদোনার স্বাস্থ্যের অবনতির কারণ হিসেবে ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুককে দায়ী করা হয় ৷ এরপরই নতুন করে বিশ্ব বিখ্যাত ফুটবলারের মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয় ৷

আরও পড়ুন: মারাদোনার ব্য়ক্তিগত চিকিৎসকের বাড়ি ও অফিসে তল্লাশি পুলিশের

আর্জেন্টিনার সরকারি আইনজীবী বলেন, গত মাসেই 20 জনের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছিল, মারাদোনার চিকিৎসায় গাফিলতি হয়েছে, তিনি উপযুক্ত সেবা পাননি ৷ তাঁকে কার্যত ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল ৷

এই কারণেই দিয়োগো মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক সহ বাকি ছয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আজ জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সদুত্তর দিতে হবে অভিযুক্তদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.