ETV Bharat / sports

কম্পানি হলে কোনও ক্লাবকেই ছাড় নয়, বললেন ক্রীড়ামন্ত্রী

author img

By

Published : Sep 26, 2019, 4:33 AM IST

Updated : Sep 26, 2019, 8:22 AM IST

কম্পানি হলে কোনও ক্লাবকেই ছাড় নয় ৷ সে ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান ৷ জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।

ক্রীড়ামন্ত্রী

কলকাতা, 26 সেপ্টেম্বর : যুবভারতীতে খেলার জন্য যে কোনও ক্লাব দলকেই 15 হাজার টাকা দিতে হবে ৷ কিন্তু, সেই ক্লাবের মালিকানা যদি কোনও কম্পানির হাতে যায় তবে সেটি কম্পানি দল হিসেবে বিবেচিত হবে ৷ সেক্ষেত্রে ভাড়া বাবদ ম্যাচ পিছু 15 লাখ টাকা দিতে হবে ৷ গতকাল একথা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।

2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময় সংস্কার হয়েছিল যুবভারতীর ৷ সেই সময় সরকারের তরফে জানানো হয়, যুবভারতীতে খেলার জন্য ইস্টবেঙ্গল, মোহনবাগানকে ম্যাচ পিছু 15 হাজার টাকা দিলেই হবে ৷ অন্যদিকে, ATK-এর মালিকানা একটি কম্পানির হাতে থাকায় তাদের ম্যাচপিছু 15 লাখ ভাড়া গুনতে হয় ৷ ইতিমধ্যে গত বছর ইস্টবেঙ্গলের মালিকানা যায় কোয়েসের হাতে ৷ যদিও গত বছর যুবভারতীতে খেলার জন্য ম্যাচ পিছু 15 হাজার টাকা করেই দিতে হয়েছিল ৷ এবার অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, কোয়েসের হাতে মালিকানা থাকায় কোনওরকম ছাড় পাবে না লাল-হলুদ ৷ যুবভারতীতে খেলার জন্য ATK-এর মতো 15 লাখ টাকা দিতে হবে তাদেরও ৷ বিপুল আর্থিক বোঝা এড়াতে ইস্টবেঙ্গলের বিনিয়োগ কোম্পানি যুবভারতী ক্রীড়াঙ্গনের আশা ছেড়ে কল্যাণীর দিকে ঝুঁকেছে ।

বিষয়টি নিয়ে ক্রীড়ামন্ত্রী বলছেন, ইস্টবেঙ্গল,মোহনবাগান, মহামেডান-সহ অন্য ক্লাব এখানে খেললে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য তাদের 15 হাজার দিতে হয় ৷ কিন্তু, সরকার কোনও কম্পানিকে ছাড় দিতে পারে না ৷ কোয়েস ইস্টবেঙ্গল হলে যে টাকা দিয়ে ATK খেলে সেই টাকা দিয়েই তাদের খেলতে হবে ৷ মোহনবাগানও যদি কম্পানি দল হয়, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োজ্য হবে ৷ কিন্তু, গত বছরই ইস্টবেঙ্গলের মালিকানা কোয়েসের হাতে গিয়েছিল ? তাহলে তখন কেন ম্যাচ পিছু 15 হাজার টাকা দিয়ে পার পেয়ে গেল লাল-হলুদ ? এবিষয়ে ক্রীড়ামন্ত্রী বলছেন, তাঁদের অফিসারদের হয়ত কোনও ভুল হয়েছিল ৷ তাঁরা তা না জেনে করেছিলেন ৷

ভিডিয়োয় শুনুন অরূপ বিশ্বাসের বক্তব্য

চলতি লিগে মিনি ডার্বির দর্শক সংখ্যা বেধে দিয়েছে IFA । আর তা বিধাননগর পুলিশের নির্দেশেই করা হয়েছে বলে IFA সচিব জয়দীপ মুখার্জির দাবি ৷ যদিও তা সম্পূর্ণ অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী । তাঁর দাবি, কত দর্শক আসবে তা ঠিক করছে IFA ৷ সেই অনুযায়ী পুলিশ নিরাপত্তার আয়োজন করছে ৷ তাঁর পালটা প্রশ্ন, সরকার কেন আসন সংখ্যা থাকা সত্ত্বেও দর্শক সংখ্যা বেঁধে দেবে ?

Intro:ইস্টবেঙ্গল ও মোহনবাগান কে সব ধরনের ছাড় দিতে রাজি আছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু দুই প্রধান কোম্পানি হয়ে গেলে তাদের পুরো টাকা দিয়েই যুবভারতী ক্রীড়াঙ্গন নিতে হবে। আসন্ন আই লিগে যুবভারতী ক্রীড়াঙ্গন কে হোমগ্রাউন্ড করার বদলে কল্যানী স্টেডিয়াম কে হোমগ্রাউন্ড করেছে ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গন কে হোমগ্রাউন্ড করতে হলে 15লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। বিপুল পরিমাণ আর্থিক ভার এড়াতে ইস্টবেঙ্গলের বিনিয়োগ কোম্পানি যুবভারতী ক্রীড়াঙ্গনের আশা ছেড়ে কল্যানী র পথে। অরূপ বিশ্বাস বলেছেন কোন ক্লাব সামাজিকতার অংশ। কিন্তু কোম্পানি বা বানিজ্যিক সংস্থা নয়। আজ ইস্টবেঙ্গলকে দিতে হচ্ছে। ভবিষ্যতে মোহনবাগান কোম্পানি হলে তাদেরও রেহাই হবে না।
চলতি লিগে মিনি ডার্বির দর্শক সংখ্যা বেধে দিয়েছে আইএফএ। এবং।সেটা তারা বিধাননগর পুলিশের নির্দেশে করা হয়েছে বলে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি জানিয়েছেন। ক্রীড়ামন্ত্রীর এই কথা সম্পূর্ণ অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন।


Body:আবেদন


Conclusion:
Last Updated : Sep 26, 2019, 8:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.