ETV Bharat / sports

মোহনবাগানকে ভালো লাগেনি, ডার্বিতে এগিয়ে ইস্টবেঙ্গল :সুব্রত

author img

By

Published : Nov 25, 2020, 3:35 PM IST

Updated : Nov 25, 2020, 5:57 PM IST

মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য ৷ বরাবরই চাঁচাছোলা ভাষায় মনের ভাব প্রকাশ করেন তিনি ৷ তাই ময়দানের লোক তাঁকে ঠোঁট কাটা বাবলু বলেও চেনে ৷ এহেন সুব্রত ভট্টাচার্যেরও পছন্দ হয়নি মোহনবাগানের খেলা ৷
সুব্রত ভট্টাচার্য
সুব্রত ভট্টাচার্য

কলকাতা, 25 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের প্রথম কলকাতা ডার্বি ৷ বাংলার ময়দানের ইলিশ-চিংড়ির লড়াই এবার ISL এর মঞ্চে ৷ প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে খেলছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ 27 নভেম্বর চলতি ISL-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান ৷ অন্যদিকে ডার্বি দিয়েই ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করছে SC ইস্টবেঙ্গল ৷ আর এই ডার্বি ঘিরেই শহর কলকাতায় শীতের মধ্যেও বাড়ছে উত্তেজনার পারদ ৷

মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য ৷ বরাবরই চাঁচাছোলা ভাষায় মনের ভাব প্রকাশ করেন তিনি ৷ তাই ময়দানের লোক তাঁকে ঠোঁট কাটা বাবলু বলেও চেনে ৷ এহেন সুব্রত ভট্টাচার্যেরও পছন্দ হয়নি মোহনবাগানের খেলা ৷ তাঁর কথায় আসন্ন ডার্বিতে কিছুটা হলেও এগিয়ে লাল-হলুদ ব্রিগেড ৷ ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে সুব্রত ভট্টাচার্যের মুখে উঠে এল বিদেশি কোচের বিষয়টিও ৷

27 নভেম্বর মরশুমের প্রথম ডার্বি নিয়ে আপনার মতামত ?

সুব্রতঃ- খেলার মধ্যে সেই উত্তেজনা কম ৷ মানুষের মধ্যে সেই তাগিদটা নেই ৷ বাঙালি ছেলে নেই তো ৷ বাঙালি খেলোয়াড়রা থাকবে ৷ তবেই তো বিচার হবে কে ভালো কে খারাপ ৷ ক্লাবের মান সম্মান নিয়ে এরা যতটা ভাববে, বিদেশিরা ততটা ভাববে না ৷

জয় দিয়ে এটিকে মোহনবাগান ISL অভিযান শুরু করেছে ৷ ডার্বির আগে মোহনবাগানের খেলা কেমন লাগছে ?

সুব্রত :- আমার মোহনবাগানের খেলা পছন্দ হয়নি ৷ দলে প্রচুর খামতি আছে ৷ আমি বলতে শুরু করলে মুশকিলে পড়ে যাবে ৷ একক নৈপূন্যতা কম ৷ দলগত প্রচেষ্টা কম ৷ পাশিং পারফেকশন কম ৷ স্কোরিং অ্যাবিলিটি কম ৷

দলের মিডফিল্ডারদের খেলায় আপনি সন্তুষ্ট ?

সুব্রত :- ধুস ! মিডফিল্ডাররা বল বাড়াতেই জানে না ৷ মিডফিল্ডে যে বল পিন্টু চৌধুরি, গৌতম সরকার বাড়িয়েছে , সেই বল বাড়ানোর লোক কোথায় ? হাফেদের কাজ বল ধরে ফরোয়ার্ডদের বল বাড়িয়ে দেওয়া, সেসব কোথায় ?

মোহনবাগানের দ্বিতীয় ও ইস্টবেঙ্গলের প্রথম ম্য়াচই ডার্বি ৷ কে এগিয়ে ?

সুব্রত :-যে ম্যচটিকে বুঝে খেলতে নামবে সে জিতবে ৷ তবে আমার মতে ইস্টবেঙ্গল একটু এগিয়ে ৷

ডার্বি নিয়ে সুব্রত ভট্টাচার্যেচর প্রতিক্রিয়া

দুই দলের দুই বিদেশি কোচের মধ্যে কাকে ভালো লাগছে ?

সুব্রত :- আমার কাছে এই বিদেশি কোচেদের কোনও গুরুত্ব নেই ৷ ফিজিকাল ফিটনেস লেভেলে যেটা করা দরকার সেটা করতে পারেনি ৷ আমার কাছে এই সমস্ত বিদেশি কোচগুলোর খুব একটা গুরুত্ব নেই ৷ আমি 29 টা ট্রফি চ্যাম্পিয়ন করেছি ৷ ওরা কেউ করে দেখাক ৷

আপনার দেখা ভারতীয় ক্লাবে সেরা বিদেশি কোচ কাকে বাছবেন ?

সুব্রত :- গত 20 বছরে আমার দেখা সেরা কোচ মিলোভান ৷ তারপরে সেই লেভেলের আর কোনও কোচ আসেনি ৷

ববি ফাউলার, SC ইস্টবেঙ্গলের কোচ ৷ তাঁকে কেমন দেখছেন ?

সুব্রত :- ইংল্যান্ডে খেললেই কী কেউ বড় কোচ হয়ে যায় ? ওরমভাবে হয় না ৷ ফুটবল খেলতে হলে পরিবেশ, ফুটবলারদের মানসিকতা, গতি জানতে হবে ৷ কার কতটা চাহিদা তা জানতে হবে ৷

Last Updated :Nov 25, 2020, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.