ETV Bharat / sports

বেহাল মাঠে আর্থারের গোলটাই ডায়মন্ড

author img

By

Published : Aug 30, 2019, 8:21 AM IST

জয়ের মুখ দেখল মহামেডান স্পোর্টিং ৷ আর্থার কোয়েসির জোড়া গোলে এবারের লিগে প্রথম জয় এল সাদা কালো শিবিরে ৷ টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস খেলার পর IFA সচিবকে ফোন করে বলেন, "সদস্য সমর্থকদের কথা ভেবে তারা কল্যাণীর বদলে কলকাতায় নিজেদের মাঠে খেলবেন ।"

মহামেডান স্পোর্টিং ক্লাব

কলকাতা, 30 অগাস্ট : কোনও পাড়ার ওয়ান ডে টুর্নামেন্ট নয় ৷ কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা চলছিল সেখানে ৷ মাঠের কোনও পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হয়নি ৷ বেহাল দশা খেলার মাঠের ৷ মহামেডান স্পোর্টিং এবং জর্জ টেলিগ্রাফ-এর ম্যাচ ছিল ৷ IFA- র কাছে কল্যাণীর মাঠ চাইলেও তা পায়নি মহামেডান ৷ নিউব্যারাকপুর রেইনবোর বিরুদ্ধেও এই রকমই মাঠে খেলতে হয়েছিল সাদা কালো ব্রিগেডকে ।

FIFA-র নিয়মে মাঠে জল জমে থাকলে খেলা শুরু করা যায় না । কিন্তু IFA সেই নিয়ম মেনে চলছে কি? খেলোয়াড়দের নিরাপত্তার কী হবে? সেটার দায়িত্ব নেবে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা? খারাপ মাঠে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল মহমেডান । IFA- র কাছে আবেদনও করেছিল তারা ।

তবু জয়ের মুখ দেখল তারা ৷ আর্থার কোয়েসির জোড়া গোলে এবারের লিগে প্রথম জয় এল সাদা কালো শিবিরে ৷ টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস খেলার পর IFA সচিবকে ফোন করে বলেন, "সদস্য সমর্থকদের কথা ভেবে তারা কল্যাণীর বদলে কলকাতায় নিজেদের মাঠে খেলবে ।"

জর্জ টেলিগ্রাফকে 2-1 গোলে হারিয়ে মহমেডান ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন ভালো জায়গায় । টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বলছেন অমল দত্তর প্রেসিং ফুটবলের কৌশল লিগে সাফল্যের ভরসা দিচ্ছে । 1997 সালে নতুন মুখের ওপর ভরসা করেই অমল দত্ত বাজি মাত করেছিলেন । সেই দলের সদস্য হওয়ায় ডাগ আউটে বসে গুরুমারা বিদ্যায় মহমেডানের বর্তমান দলকে খেলাতে চাইছেন । কিন্তু কাদা ভরা বেহাল মাঠে ডায়মন্ড সিস্টেমের প্রয়োগ?

Intro:বেহাল মাঠে দীপেন্দুর ছক নয়, আর্থারের গোলই ডায়মন্ড
কলকাতা,২৮অগস্টঃ ফুটবলারদের নিরাপত্তা না দর্শকদের আবেগ। কলকাতার তিন ঘেরা মাঠের বেহাল দশা হলেও এক অদ্ভুত জংশনে দাঁড়িয়ে বাংলার ফুটবল।
এযেন মাঠ নয় আস্ত একটা খাটাল। আর এই মাঠেই চলছে খেলা। না না কোনও পাড়ার ওয়ান ডে টুর্নামেন্ট নয় একেবারে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা তাও আবার কলকাতার অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং এর খেলা প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। এর আগে নিউব্যারাকপুর রেইনবোর বিরুদ্ধেও একই রকম মাঠে খেলতে হয়েছিল সাদা কালো ব্রিগেডকে। আইএফএ- এর কাছে কল্যানীর মাঠ চাইলেও তা পায়নি মহামেডান।
ফিফার নিয়ম কিন্তু বলছে মাঠে জল থাকলে সেই মাঠে খেলা শুরুই করা যায়না। কিন্তু কে বোঝাবে আইএফএ কে ? কবে বুঝবেন ক্লাব কর্তারা?খেলার মান নিয়ে প্রশ্ন না তোলাই ভাল। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা? সেটার দায়িত্বও কি নেবেনা বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা? প্রশ্ন থাকছেই। আইএফএ কে সাহস যোগাচ্ছে মহমেডানের অবস্থান বদলে কল্যাণীর বদলে ফের নিজেদের মাঠে খেলার সিদ্ধান্ত।
বেহাল মাঠে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল মহমেডান। আইএফএর কাছে আবেদন করেছিল তারা। কিন্তু আর্থার কোয়েসির জোড়া গোলে এবারের লিগে প্রথম জয় আসতেই সাদা কালো শিবিরের ভোলবদল। টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস খেলার পর আইএফএ সচিবকে ফোন করে জানান সদস্য সমর্থকদের কথা চিন্তা করে তারা কল্যাণী নয় কলকাতায় নিজেদের মাঠে খেলবেন।
জর্জ টেলিগ্রাফকে ২—১ গোলে হারিয়ে মহমেডান ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে মন্দের ভালো জায়গায়। টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বলছেন অমল দত্তর প্রেসিং ফুটবলের কৌশলে ভর দিয়ে তারা এবার লিগে সাফল্যের খোঁজে। ১৯৯৭ সালে নয়া মুখের ওপর ভরসা করেই দীপুর অমল স্যার বাজি মেরেছিলেন। সেই দলের সদস্য হওয়ায় ডাগ আউটে বসে গুরুমারা বিদ্যায় মহমেডানের বর্তমান দলকে খেলাতে চাইছেন।
কিন্তু কাদা ভরা বেহাল মাঠে ডায়মন্ড সিস্টেমের প্রয়োগ?
এক্ষেত্রে সাহসী দীপেন্দুর ভরসা বিদায়ী টিডি সুব্রত ভট্টাচার্যের প্রিসিজন ট্রেনিং। ফিটনেস নিয়ে ভালো কাজ সুব্রত ভট্টাচার্য করেছেন বলে কৃতজ্ঞতা জানাচ্ছেন মহমেডান টিডি।
ড্র এর হ্যাটট্রিকের পরে জয়ের আলো। নতুন স্বপ্ন দীপেন্দু ও তার দলের। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকে ভালো ফুটবল ছাড়া মহমেডানের পারফরম্যান্স বিবর্ণ। ৬৬ মিনিটে চ্যান্টের সেন্টারে শরীর ছুড়ে আর্থার কোয়েসির বিশ্বমানের গোল। দীপেন্দুর ছক নয়,আর্থারের গোলটাই ডায়মন্ড। কয়েক মিনিট পরে পেনাল্টি থেকে ফের গোল আর্থার কোয়েসির। ৭৫ মিনিটে কর্নার থেকে জর্জ টেলিগ্রাফের ইচে ব্যবধান কমালেও ম্যাচের রাশ তুলে নিতে ব্যর্থ। কালো সাদা রক্ষনে করিম ওমোলোজার সঙ্গে অরিজিৎ সিং এর ভালো খেলা, আক্রমনে চ্যান্টে ও আর্থারের যুগলবন্দী দীপেন্দুর মুখে হাসি ফোটালো। কিন্তু ডায়মন্ড ছকে কাদা মাঠে জয়ের কৌশল,দীপেন্দু সাহসী।Body:MsConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.