ETV Bharat / sports

Diego Maradona Death : মারাদোনার মৃত্য়ুর জন্য দায়ি চিকিৎসকরা !

author img

By

Published : Jun 17, 2021, 10:44 AM IST

Updated : Jun 17, 2021, 10:57 AM IST

Maradona
Maradona

মারাদোনাকে হত্যার অভিযোগে 7 জনের বিরুদ্ধে তদন্ত চলছে ৷ তাঁদের মধ্যে 36 বছরের পরিচারক দানিয়া গেসিলা মাদ্রিদ অন্যতম ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ মারাদোনার অস্ত্রপচারের পর দীর্ঘ সময় তাঁর সঠিকভাবে যত্ন করা হয়নি ৷

বুয়েনস এয়ারস (আর্জেন্তিনা), 17 জুন : ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনার মৃত্যুর জন্য দায়ি কে ? পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ ৷ তবে এবার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল মারাদোনার চিকিৎসকদের বিরুদ্ধে ৷ মারাদোনার পরিচারকের আইনজীবীর দাবি চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে কিংবদন্তি এই ফুটবলরারের ৷

বিচারক মারাদোনার মৃত্যু নিয়ে পরিচারক দানিয়া গেসিলা মাদ্রিদ জিজ্ঞাসাবাদ করনে ৷ তখন তাঁর আইনজীবী রডলফ বাকে অভিযোগ করেন, ‘‘ওরা দিয়াগোকে হত্যা করেছে ৷’’ মাথায় জমাট বাঁধা রক্ত বের করার জন্য মস্তিকে অস্ত্রপচার করা হয় মারাদোনার ৷ তাঁর এক সপ্তাহের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷

মারাদোনারকে হত্যার অভিযোগে 7 জনের বিরুদ্ধে তদন্ত চলছে ৷ তাঁদের মধ্যে 36 বছরের পরিচারক দানিয়া গেসিলা মাদ্রিদ অন্যতম ৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ মারাদোনার অস্ত্রপচারের পর দীর্ঘ সময় তাঁর সঠিক ভাবে যত্ন করা হয়নি ৷

বাকে দাবি করেন, মারাদোনার অস্ত্রপচারের পর চিকিৎসকরার তাঁর যত্ন নিচ্ছিলেন ৷ তাঁর পরিচারক মাদ্রিদ নন ৷ তাঁর আরও দাবি, মারাদোনার হৃদরোগের চিকিৎসা চলছিল ৷ কিন্তু সেই সময় তাঁকে মানসিক রোগের ওষুধ দেওয়া হয়৷ যা তাঁর হৃদস্পন্দন বাড়িয়ে দেয় ৷

পরিচারকের আইনজীবীর আরও দাবি, হাসপাতালে থাকাকালীন একবার পড়ে যান মারাদোনা ৷ তখন তাঁর পরিচারক সিএটি স্ক্যানের কথা জিজ্ঞাসা করায়, এক সহায়ক তা প্রত্যাখ্যান করেন ৷ বলেন বিষয়টি সংবাদ মাধ্যমে এলে সেটি খারাপ হবে ৷

বাকে বলেন, ‘‘শেষ দিকে অনেক ইঙ্গিত দেখে বোঝা যাচ্ছিল মারাদোনা মৃত্যুর দিকে যাচ্ছেন ৷ কিন্তু কোনও চিকিৎসকই এটি সারানোর কোনও ব্যবস্থা গ্রহণ করেননি ৷’’

আরও পড়ুন : Euro 2020 : ম্যাচের 10 মিনিটে হঠাৎ বন্ধ করা হবে খেলা, এরিকসনকে শ্রদ্ধা জানাতে নয়া পন্থা লুকাকুর

মাদ্রিদ ছিলেন মারাদোনার দিনের বেলার পরিচারক ৷ এবং তিনিই সম্ভবত শেষ ব্যক্তি যিনি মারাদোনাকে জীবিত দেখেছিলেন ৷ তবে মারাদোনার পাঁচ সন্তানের মধ্যে দু’জন নিউরো সার্জেন লিওপোল্ডো লুকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন ৷

Last Updated :Jun 17, 2021, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.