ETV Bharat / sports

মহমেডানে চুলোভা, অগাস্টের শেষে কলকাতা লিগ শুরুর উদ্যোগ

author img

By

Published : Jun 26, 2021, 7:29 PM IST

lalram chullova
lalram chullova

অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র ।

কলকাতা, 26 জুন : চুলোভাকে সই করিয়ে শক্তিশালী দল গড়তে আরও এক ধাপ এগিয়ে গেল মহমেডান স্পোর্টিং । আইজল এফসি, ইস্টবেঙ্গল, মোহনবাগানের পরে এবার সাদা কালো শিবিরে গেলেন মিজোরামের লালরাম চুলোভা । আজ টুইট করে ক্লাবের তরফে এই খবর জানানো হয় ৷ ইতিমধ্যে তিন বছরের জন্য আজহারউদ্দিন মল্লিককে সই করিয়েছে সাদা কালো শিবির ৷ শুধু মহমেডান স্পোর্টিং নয়, লিগ শুরু হওয়ার সম্ভাবনা দেখে বাকি টিমগুলো দল গড়ার পরিকল্পনা সাজাতে শুরু করেছে ।

অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র । করোনা ভাইরাস ও লকডাউনের কারণে গত মরসুমে কলকাতা লিগ আয়োজন করা সম্ভব হয়নি । কিন্তু এই মরসুমে ঘরোয়া ফুটবল শুরু করতে মরিয়া রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা । সেই লক্ষ্যে ইতিমধ্যে ফুটবলের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে টিকাকরণের আওতায় নিয়ে আসা হয়েছে । আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, অগাস্টের তৃতীয় সপ্তাহ থেকে 14টি দল নিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে । এরই সঙ্গে পাঁচটি ডিভিশনের খেলা শুরু করার পরিকল্পনা সাজানো হয়েছে । ফুটবলের স্বার্থেই ঘরোয়া টুর্নামেন্ট শুরু করা জরুরি ।

তিনি আরও বলেন, "কলকাতা লিগের পর শিল্ড করার ভাবনা রয়েছে । তবে সবার আগে ময়দানের বল গড়ানোর কাজটা শুরু হোক ।" আগামী 2 জুলাই ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে আইএফএ । কবে এবং কীভাবে দলবদল হবে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে । বিদেশি ফুটবলার যাঁরা আসতে পারবেন তাঁদের নিয়েই লিগ শুরু হবে । তবে বিদেশি ফুটবলারদের কোভিড নেগেটিভ রিপোর্ট এবং টিকাকরণের প্রমাণ জমা দিতে হবে ।

আরও পড়ুন : Archery World Cup : জোড়া ফাইনালে দেশের তিরন্দাজরা, নজর অতনু-দীপিকার দিকে

ইতিমধ্যে রাজ্য সরকার দর্শকশূন্য স্টেডিয়ামে লিগ আয়োজনের অনুমতি দিয়েছে । কিন্তু করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব এখনও শেষ হয়নি । এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করছেন । তাই পরিকল্পনা সাজালেও ময়দানে আদৌ বল গড়াবে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.