ETV Bharat / sports

Ronald Koeman: অ্যাটলেটিকোর বিরুদ্ধে হেরেও চাকরি যাচ্ছে না কোম্যানের

author img

By

Published : Oct 3, 2021, 6:14 PM IST

মনে করা হচ্ছিল অ্যাটলেটিকোর বিরুদ্ধে হারলেই চাকরি হারাতে পারেন বার্সা কোচ ৷ কিন্তু হেরেও এযাত্রায় রেহাই পেলেন রোনাল্ড কোম্যান ৷ শনিবার ম্যাচের আগেই ডাচ কোচের সঙ্গে আলোচনা করে চাকরি ইস্য়ুতে স্বচ্ছতা আনেন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ৷

Ronald Koeman
অ্যাটলেটিকোর বিরুদ্ধে হেরেও চাকরি যাচ্ছে না কোম্যানের

বার্সেলোনা: অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে চরম বিরক্তি প্রকাশ করেছিলেন ৷ কাতালোনিয়া ক্লাবে তাঁর ভবিষ্যৎ প্রশ্নে বেজায় ধন্দে ছিলেন রোনাল্ড কোম্যান ৷ কিন্তু শনিবার রাতে ম্যাচ শুরুর আগেই কোম্যানের কাঁধে হাত রেখে গোটা ইস্য়ুতে স্বচ্ছতা আনলেন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ৷ জানিয়ে দিলেন, ম্যাচের ফল যাই হোক না কেন, কোচের পদে এখনই চাকরি যাচ্ছে না কোম্যানের ৷ আর তাতেই একরাশ স্বস্তি ডাচ কোচের ৷

যদিও ম্যাচের ফলাফল মোটেই স্বস্তি দেবে না বার্সেলোনাকে ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর বিরুদ্ধে 0-2 গোলে হেরে লিগ টেবিলে আরও পিছিয়ে পড়ল বার্সেলোনা ৷ থমাস লেমারের পাশাপাশি পুরনো দলের বিরুদ্ধে এদিন গোল করলেন লুইস সুয়ারেজ ৷ ম্যাচে 71 শতাংশ বল পজেশন দখলে রেখেও গোলের খাতা খুলতে ব্যর্থ কাতালোনিয়া ক্লাবটি ৷ প্রথমার্ধেই এদিন ম্যাচ পকেটে পুড়ে নেয় দিয়েগো সিমোনের ছেলেরা ৷

তবে ম্যাচ হেরেও মেম্ফিস ডিপাইদের কোচের পদে টিকে যাচ্ছেন কোম্যান ৷ কারণ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে শনিবার ম্যাচ শুরুর ঠিক আগেই বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘‘বার্সেলোনা কোচের পদে থেকে যাচ্ছেন কোম্যান ৷ আশা করছি দলকে তিনি জয়ের সরণিতে ফিরিয়ে আনবেন ৷ আমি জানি উনি সেরাটা উজাড় করে দেবেন ৷’’

আরও পড়ুন: এভার্টনের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট, রোনাল্ডোকে বসানোয় আক্ষেপ নেই ওলের

ঘটনার সত্য়তা স্বীকার করে হারের পর কোম্যান জানান, লাপোর্তার সঙ্গে টেলিফোনে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে ৷ এমনকি অ্যাটলেটিকো ম্যাচের স্কোয়াড নিয়েও দু’জনের কথা হয় ৷ সবমিলিয়ে চাকরির প্রশ্নে স্বচ্ছতা আসায় খুশি ডাচ কোচ ৷ তবে ম্যাচ হেরে লিগ টেবিলে এদিন ন’য়ে নেমে গেল বার্সেলোনা ৷ 7 ম্যাচ খেলে তাদের সংগ্রহে 12 পয়েন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.