ETV Bharat / sports

পুড়ে ছাই উয়াড়ি ক্লাব তাঁবু; "ইতিহাস শেষ" বলছেন সচিব

author img

By

Published : Apr 1, 2019, 11:42 AM IST

Updated : Apr 1, 2019, 12:50 PM IST

দাউদাউ করে জ্বলছে ক্লাব

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব। 121 বছরের পুরানো ক্লাবটি ময়দানের একমাত্র ক্লাব, যারা ক্রিকেট, ফুটবল, হকি তিনটে খেলাই খেলে। ক্লাব সচিব বলছেন, "একটা ইতিহাস শেষ হয়ে গেল।"

কলকাতা, 1 এপ্রিল : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব। 121বছরের পুরানো ক্লাবটি ময়দানের একমাত্র ক্লাব, যারা ক্রিকেট, ফুটবল, হকি তিনটে খেলাই খেলে। আজ ভোর পাঁচটা নাগাদ ফ্রিজে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ক্লাব তাঁবুতে সেসময় ছিলেন মালি রবীন্দ্র বল। তিনি আগুনে জখম হন। ইতিমধ্যে দমকলের চারটে ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগায় ক্লাবের সমস্ত পুরোনো নথি ও খেলোয়াড়দের খেলার সরঞ্জাম পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে উয়াড়ি ক্লাবের কর্তা ব্যক্তিরা ছুটে আসেন।

সচিব প্রবীর চক্রবর্তী বলেছেন, একটা ইতিহাস শেষ হয়ে গেল। উয়াড়ি ক্লাব ময়দানের আঁতুড়ঘর। সাম্প্রতিকালের প্রীতম কোটাল এই ক্লাব থেকেই উঠে এসেছেন। অতীতের ফুটবলারদের মধ্যে কিংবদন্তী কোচ বাঘা সোমের দুই পুত্র অসীম ও তাপস সোম, পরিমল দে, অসীম মৌলিক, শান্ত মিত্রের প্রথম জীবনের ক্লাব উয়াড়ি। জয়ন্ত সেনও এই ক্লাব থেকেই পরিচিত হয়েছিলেন। সচিব প্রবীর চক্রবর্তী জানিয়েছেন, আড়াই লাখ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না বলে জানিয়েছেন তিনি।

দাউদাউ করে জ্বলছে ক্লাব

উয়াড়ি ক্লাব পুড়ে যাওয়ায় বিরাট ক্ষতি হল ইয়ং বেঙ্গল ক্লাবের। তাদের খেলার যাবতীয় সরঞ্জাম থাকত উয়াড়ি ক্লাব তাঁবুতে। পরশুদিন ক্রিকেট লিগের খেলাও রয়েছে। দ্বিতীয় ডিভিশন ক্লাবটি চিন্তায়, কীভাবে এই ক্ষতি তারা সামলাবে।

সচিব প্রবীর চক্রবর্তীর বক্তব্য
sample description
Last Updated :Apr 1, 2019, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.