ETV Bharat / sports

বিবর্ণ ফুটবলেও সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ

author img

By

Published : Sep 1, 2019, 7:23 PM IST

Updated : Sep 1, 2019, 8:36 PM IST

লিগ দৌড়ে পিছিয়ে পড়ছে লাল হলুদ । আলেয়ান্দ্রো তা সত্ত্বেও দাবি করছেন, দুটো দলই জিততে পারত । প্রথমার্ধে মোহনবাগান ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও বিরতির পরে ইস্টবেঙ্গল রাশ তুলে নিয়েছিল বলে দাবি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের ।

আলেয়ান্দ্রো

কলকাতা, 1 সেপ্টেম্বর : বিবর্ণ ফুটবলেও সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস । লিগ দৌড়ে পিছিয়ে পড়ছে লাল হলুদ । প্রথম ম্যাচে হারের পরে ডার্বিতে ড্র করায় পাঁচ পয়েন্ট নষ্ট করল তারা । আলেয়ান্দ্রো তা সত্ত্বেও দাবি করছেন, দুটো দলই জিততে পারত । প্রথমার্ধে মোহনবাগান ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও বিরতির পরে ইস্টবেঙ্গল রাশ তুলে নিয়েছিল বলে দাবি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের ।

কোলাডো এবং বিদ্যাসাগর সিংকে বাইরে রেখে প্রথম একাদশ গড়েছিল ইস্টবেঙ্গল । কোচের এই সিদ্ধান্ত সবাইকে অবাক করলেও আলেয়ান্দ্রো বলছেন, তাঁরা আরও একটি ম্যাচ গোল হজম না করে শেষ করতে পারায় খুশি । শক্তিশালী দলের বিরুদ্ধে শূন্য হাতে ফিরতে না হওয়াকে কৃতিত্ব মনে করছেন । ফুটবলারদের পারফরমেন্স খুশি করলেও বাড়তি তৃপ্তি আলেয়ান্দ্রো পেয়েছেন কমলপ্রীত সিংয়ের খেলায় । গত দুটো ডার্বিতে জয় পাওয়ায় ইস্টবেঙ্গল জনতা রবিবার দুপুরে বাড়তি উৎসাহ নিয়ে মাঠে ভিড় করেছিল । তাদের আশার কথা মাথায় রেখে আলেয়ান্দ্রো বলছেন, আই লিগে বিদেশি ফুটবলারের সংখ্যা বেশি থাকা ছাড়া এই ডার্বির কোনও তফাৎ ছিল না । একই সঙ্গে জানিয়েছেন, ডার্বি প্রায় শুরুতে খেলতে হল । তবে ম্যাচটি থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন । শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের যাচাই করার সুযোগ আদতে দলের বর্তমান অবস্থা বুঝতে সাহায্য করবে বলে মনে করছেন তিনি ।

ভিডিয়োয় শুনুন আলেয়ান্দ্রো-র বক্তব্য...

ডার্বিতে ইস্টবেঙ্গলের নবাগত স্প্যানিশ স্ট্রাইকার মার্কোসের দিকে নজর ছিল সবার । কোচ বলছেন মার্কোসের খেলায় তিনি খুশি । গোলের সুযোগ নষ্ট না করলে নায়ক হতে পারতেন । আগামী দিনে মার্কোস যে উন্নতি করবেন সেব্যাপারে আলেয়ান্দ্রো আশাবাদী ।

পাঁচ পয়েন্ট নষ্ট করায় খেতাব পুনরুদ্ধার কঠিন হয়ে যাচ্ছে । লাল হলুদ কোচ বলছেন, তিনি খেতাব নয় শুধুমাত্র পরের ম্যাচ নিয়ে চিন্তা করছেন ।

Intro:বিবর্ণ ফুটবলেও সন্তোষ ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রোর। লিগ দৌড়ে পিছিয়ে পড়ছে লাল হলুদ। প্রথম ম্যাচে হারের পরে ডার্বিতে ড্র করায় পাচ পয়েন্ট নষ্ট করল তারা। আলেয়ান্দ্রো তা সত্ত্বেও দাবি করছেন দুটো দলই জিততে পারত।প্রথমার্ধে মোহনবাগান ম্যাচের নিয়ন্ত্রণ করলেও বিরতির পরে ইস্টবেঙ্গল রাশ তুলে নিয়েছিল বলে, দাবি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের।
কোলাডো এবং বিদ্যাসাগর সিংকে বাইরে রেখে প্রথম একাদশ গড়েছিল ইস্টবেঙ্গল। কোচের এই সিদ্ধান্ত সবাই অবাক করলেও আলেয়ান্দ্রো বলছেন তারা আরও একটি ম্যাচ গোল হজম না করে শেষ করতে পারায় খুশি। শক্তিশালী দলের বিরুদ্ধে শূন্য হাতে ফিরতে না হওয়াকে কৃতিত্ব মনে করছেন। ফুটবলারদের পারফরম্যান্স খুশি করলেও বাড়তি তৃপ্তি আলেয়ান্দ্রো পেয়েছেন কমলপ্রীত সিংয়ের খেলায়। গত দুটো ডার্বিতে জয় পাওয়ায় ইস্টবেঙ্গল জনতা রবিবার দুপুরে বাড়তি উৎসাহ নিয়ে মাঠে ভিড় করে ছিলেন। তাদের আশার কথা মাথায় রেখে আলেয়ান্দ্রো বলছেন আই লিগে বিদেশি ফুটবলারের সংখ্যা বেশি থাকা ছাড়া এই ডার্বির কোনও তফাৎ ছিল না। একই সঙ্গে জানিয়েছেন ডার্বি প্রায় শুরুতে খেলতে হল। তবে ম্যাচটি থেকে তারা অনেক কিছু শিখেছেন। শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের যাচাই করার সুযোগ আদতে দলের বর্তমান অবস্থা বুঝতে সাহায্য করবে বলে মনে করেন।
ডার্বিতে ইস্টবেঙ্গলের নবাগত স্প্যানিশ স্ট্রাইকার মার্কোসের দিকে নজর ছিল সবার। কোচ বলছেন মার্কোসের খেলায় তিনি খুশি। গোলের সুযোগ নষ্ট না করলে নায়ক হতে পারতেন।আগামী দিনে মার্কোস যে উন্নতি করবে সেব্যাপারে আলেয়ান্দ্রো আশাবাদী।
পাচ পয়েন্ট নষ্ট করায় খেতাব পুনরুদ্ধার কঠিন হয়ে যাচ্ছে।লাল হলুদ কো বলছেন তিনি খেতাব নয় শুধু মাত্র পরের ম্যাচ নিয়ে চিন্তা করছেন।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
Last Updated : Sep 1, 2019, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.