ETV Bharat / sports

Maradona Assets go Unsold : মারাদোনার ব্যবহৃত জিনিস কেনার লোক নেই, বাড়ানো হল নিলামের সময়সীমা

author img

By

Published : Dec 21, 2021, 1:05 PM IST

Maradona
ফুটবল আইকন দিয়েগো মারাডোনার

মারাদোনার ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার মতো ক্রেতা খুঁজে পাওয়া গেল না (Maradona Assets Found No Takers In Auction) ৷ ফলে পিছিয়ে দেওয়া হল বিড জমা দেওয়ার সময়সীমা ৷

বুয়েন্স আইরেস, 21 ডিসেম্বর : প্রয়াত ফুটবল আইকন দিয়েগো মারাডোনার মালিকানাধীন প্রায় 90টি সামগ্রী বিক্রি করে তাঁর ঋণ শোধ করার নির্দেশ দিয়েছে আদালত ৷ রবিবার অনলাইনের মাধ্যমে সেই নিলাম হয় ৷ যার পোশাকি নাম ছিল ‘টেন অকশন’ ৷ নির্দিষ্ট সময়ে নিলাম শুরু হলেও ক্রেতার অভাবে কার্যত ভেস্তে গেল নিলাম (Maradona Assets Found No Takers In Auction) ৷ অবিক্রিত থেকে গেল বেশিরভাগ জিনিস ৷

কিন্তু মারাদোনার ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার মতো ক্রেতা খুঁজে পাওয়া গেল না ৷ শুনতে আশ্চর্য লাগলেই এই ঘটনাই ঘটেছে রবিবার ৷ দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বেশিরভাগ জিনিস অবিক্রিত থাকায় বিড জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে । মাত্র 26 ডলারের জিনিস বিক্রি হয় ৷ রবিবারের ভার্চুয়াল নিলামে সর্বোচ্চ দাম ওঠে শিল্পী লু সেডোভার প্রাক্তন বিশ্বকাপ বিজয়ীর একটি পেইন্টিং ‘বিটুইন ফিওরিটো অ্যান্ড দ্য স্কাই’ (Between Fiorito and the Sky) এর ৷ 2,150 ডলারে বিক্রি হয় ছবিটি ৷ প্রয়াত কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে মারাডোনার একটি ছবির দাম ওঠে 1,600 ডলার।

আরও পড়ুন : মারাদোনার ঘড়ি উদ্ধারে নেমে বিতর্কে অসম পুলিশ

আশ্চর্যজনকভাবে অবিক্রিত রয়ে গিয়েছে 390,000 ডলারের দুটি বিএমডব্লিউ গাড়ি, এবং 65,000 ডলার মূল্যের মার দেল প্লাটার সমুদ্রতীরবর্তী অ্যাপার্টমেন্ট । ফলে বাধ্য হয়ে নিলাম সংস্থা আদ্রিয়ান মের্কাডো গ্রুপ বিডের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । অবশিষ্ট সামগ্রীগুলির নিলামের জন্য আরও 10 দিন সময় পাওয়া যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.