ETV Bharat / sports

WPL Auction 2023: ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে পিছল ডব্লিউপিএল প্লেয়ার অকশন

author img

By

Published : Feb 1, 2023, 3:42 PM IST

পিছিয়ে গেল ডব্লিউপিএল প্লেয়ার অকশন (WPL Auction 2023) ৷ 6 ফেব্রুয়ারি অকশন হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে এমাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে করে দেওয়া হয়েছে ৷

WPL Auction 2023 ETV BHARAT
WPL Auction 2023

মুম্বই, 1 ফেব্রুয়ারি: পিছিয়ে গেল ওমেনস প্রিমিয়র লিগ বা ডব্লিউপিএল-এর প্লেয়ার অকশন (WPL Player Auction Postpon) ৷ 6 ফেব্রুয়ারি ডব্লিউপিএল এর প্রথম সিজনের প্লেয়ার অকশন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, বিসিসিআই এর একটি সূত্রের তরফে জানানো হয়েছে, অকশনের দিন পিছিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে ৷ তাই আগামী 11 ফেব্রুয়ারি অথবা 13 ফেব্রুয়ারি ডব্লিউপিএল এর প্লেয়ার অকশন হতে পারে বলে জানা গিয়েছে ৷ তবে, চূড়ান্ত দিন ও সময় এই সপ্তাহে ঠিক করা হবে বলে বিসিসিআই এর ওই সূত্র জানিয়েছে ৷

জানা গিয়েছে, 11 ফেব্রুয়ারি প্লেয়ার অকশন হলে, তা আয়োজিত হবে দিল্লিতে ৷ আর 13 ফেব্রুয়ারি হলে মুম্বইয়ের কোনও পাঁচতারা হোটেলে করা হবে ৷ তবে, দিন চূড়ান্ত না-হওয়ায় স্থানও চূড়ান্ত নয় ৷ তবে, কেন পিছিয়ে দেওয়া হল ডব্লিউপিএল এর অকশন ? যার জবাবে বিসিসিআই এর সূত্র জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলির অনুরোধেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মূলত, দু’টো কারণ রয়েছে এর পিছনে ৷

ডব্লিউপিএল পিছিয়ে যাওয়ার প্রথম কারণ

ওমেনস প্রিমিয়র লিগের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অধিকাংশের সংযুক্ত আরব আমিরশাহীর আইএল T-20 এবং দক্ষিণ আফ্রিকার এসএ20 লিগে দল রয়েছে ৷ আর এই দুই লিগের ফাইনাল হবে 11 ও 12 ফেব্রুয়ারি ৷ ডব্লিউপিএল এর কোনও না কোনও দল নকআউট পর্বে খেলছে ৷ এই পরিস্থিতিতে মালিক এবং সাপোর্ট স্টাফরা দলের সঙ্গে দুবাই অথবা দক্ষিণ আফ্রিকায় থাকবেন ৷ তাঁদের ডব্লিউপিএল এর অকশনেও অংশ নিতে হবে ৷ তাই একসময়ে দু’জায়গায় থাকা অসম্ভব ৷ সেই কারণে ডব্লিউপিএল এর প্লেয়ার অকশন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি ৷

আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়ন শেফালি-রিচাদের সংবর্ধনা দেবেন সচিন

ডব্লিউপিএল পিছিয়ে যাওয়ার দ্বিতীয় কারণ

ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের কোচিং টিম তৈরি করার জন্য সীমিত সময় পাচ্ছে ৷ আর প্লেয়ার অকশনে দল বাছাইয়ে কোচিং স্টাফরাই সবচেয়ে বড় ভূমিকা নেয় ৷ তাই বিসিসিআই এর সঙ্গে বোঝাপড়া করে 6 ফেব্রুয়ারি প্লেয়ার অকশন পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ 2023 সালের 4 মার্চ-24 মার্চের মধ্যে ডব্লিউপিএল এর আয়োজন করা হবে ৷ ম্যাচের ভেনু ঠিক করা হয়েছে মুম্বইয়ের ব্রেব্রোন স্টেডিয়াম, নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ৷ দু’টি স্টেডিয়ামে মোট 22টি ম্যাচ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.