ETV Bharat / sports

Happy Birthday MSD: ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা উইম্বলডনের, রাঁচির বাড়ির সামনে ভক্তদের উন্মাদনা

author img

By

Published : Jul 7, 2023, 7:29 PM IST

Updated : Jul 7, 2023, 8:12 PM IST

মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে তাঁর দেখা পেতে উদগ্রীব হয়ে অপেক্ষা করলেন ভক্তরা ৷ রাঁচির বাড়ির সামনে অসংখ্য ভক্ত নিজেদের মতো করে মাহির জন্মদিন পালন করল ৷ উইম্বলডনের তরফেও তাদের সবচেয়ে বড় ফ্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হল ৷

Happy Birthday MSD ETV BHARAT
Happy Birthday MSD

ধোনির জন্মদিনে ভক্তদের উন্মাদনা

রাঁচি, 7 জুন: 42 পূর্ণ করলেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ মাহির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাল উইম্বলডন কর্তৃপক্ষ ৷ অল ইংল্যান্ড ক্লাবের তরফে ধোনিকে কিংবদন্তি এবং উইম্বলডনের সত্যিকারের অনুরাগী হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ তবে, ধোনির জন্মদিন আর তাঁর রাঁচির বাড়ির সামনে নিজের ঘরের অনুরাগীদের ভীড় হবে না, তা কি কখনও হয় ! মহেন্দ্র সিং ধোনির রাঁচির বাড়ির সামনে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷ মাহির দেখা পাওয়া না-গেলেও, নিজেদের মতো করে সেখানেই প্রাক্তন ভারত অধিনায়কের জন্মদিন উদযাপন করলেন তাঁর ভক্তরা ৷

ধোনি নিজে টেনিসের বড় ভক্ত ৷ বিশেষত, উইম্বলডন তাঁর সবচেয়ে পছন্দের গ্র্যান্ড স্ল্যাম ৷ ক্রিকেট সূচি না-থাকলে আগে হামেশাই উইম্বলডনের ম্যাচ দেখতে লন্ডন পৌঁছে যেতেন ৷ তাই উইম্বলডনের সবচেয়ে বড় ফ্যানকে জন্মদিনে শুভেচ্ছা জানাল কর্তৃপক্ষ ৷ উইম্বলডনের ফেসবুকে লেখা হয়েছে, ‘‘আসল কিংবদবন্তী এবং উইম্বলডনের সবচেয়ে বড় ফ্যানকে জানাই শুভ জন্মদিন !’’

Happy Birthday MSD
ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা উইম্বলডনের

অন্যদিকে, ধোনির রাঁচির বাড়ির সামনে এদিন সকাল থেকে ছিল তাঁর ভক্তদের ভিড় ৷ এদিন মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, কারও হাতে ছিল পোস্টার, তো কেউ নিজের হাতে আঁকা ধোনির ছবি নিয়ে উপস্থিত হয়েছিলেন ৷ অনেকে আবার এনেছেন কেক ৷ সকলের মধ্যেই ছিল একবার মহেন্দ্র সিং ধোনিকে দেখার একটা উৎসাহ ৷ সকলে উদগ্রীব ছিলেন ৷ তবে, তিনি মহেন্দ্র সিং ধোনি ৷ যিনি প্রচারের আলো যতটা পারেন এড়িয়ে চলেন ৷ তাই সিমলিয়ার ফার্ম হাউসে পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করলেন ৷ উল্লেখ্য, বাঁ-হাটুর অস্ত্রোপচারের পর সম্প্রতি মুম্বই থেকে রাঁচিতে ফিরেছেন তিনি ৷ বর্তমানে পুরোপুরি বিশ্রামে রয়েছেন মাহি ৷

আরও পড়ুন: জন্মদিনে আসছে বিশেষ ঘোষণা, রোহিতদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন সৌরভ

ধোনির এক ভক্ত জানিয়েছেন, তিনি প্রতি বছর 7 জুলাই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতে আসেন ৷ এখনও পর্যন্ত দেখা না-পেলেও তাঁর বিশ্বাস কোনও না কোনওদিন তিনি প্রিয় মাহির দেখা পাবেন ৷ তবে, হারমুর বাড়িতে থাকার সময় প্রতিবছর জন্মদিনে বাড়ির বারান্দায় আসতেন মাহি ৷ ধোনি জন্যই রাঁচি দেশের বাইরে আলাদা পরিচিতি পেয়েছে ৷ তাই তিনি রাঁচির বাসিন্দাদের কাছে ভগবান সমান, তা বলার অপেক্ষা রাখে না ৷

Last Updated : Jul 7, 2023, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.