ETV Bharat / sports

Virat Kohli : ইনস্টায় 200 মিলিয়ন ফলোয়ারের 'বিরাট' মাইলস্টোন কোহলির

author img

By

Published : Jun 8, 2022, 7:30 AM IST

Updated : Jun 8, 2022, 7:40 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার আবারও এক বড়সড় মাইলস্টোন গড়ে ফেললেন কোহলি । জনপ্রিয় ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দিল্লি ব্যাটারের ফলোয়ার সংখ্যা অতিক্রম করল 200 মিলিয়ন । যে কোনও ক্ষেত্রে প্রথম ভারতীয় হিসেবে এই বিরাট মাইলস্টোন গড়লেন কোহলি (Virat Kohli becomes the first Indian to reach 200 million followers on Instagram) ।

Kohli's Insta Milestone
ইনস্টায় ২০০ মিলিয়ন ফলোয়ারের 'বিরাট' মাইলস্টোন কোহলির

নয়াদিল্লি, 8 জুন : ব্যাটে রানের খরা । আন্তর্জাতিক ক্রিকেটে শেষ কবে শতরান এসেছে তাঁর ব্যাটে, ভুলতে বসেছেন ক্রিকেটপ্রেমীরা । তবু অনুরাগী মহলে তাঁকে নিয়ে উৎসাহে ভাটা তো পড়েইনি, বরং তা উত্তরোত্তর বাড়ছেই । কথা হচ্ছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির । যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার আবারও একটি মাইলস্টোন গড়ে ফেললেন । জনপ্রিয় ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দিল্লি ব্যাটারের ফলোয়ার সংখ্যা অতিক্রম করল 200 মিলিয়ন । যে কোনও ক্ষেত্রে প্রথম ভারতীয় হিসেবে এই বিরাট মাইলস্টোন গড়লেন কোহলি (Virat Kohli becomes the first Indian to reach 200 million followers on Instagram) ।

মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজেই সেই অ্যাচিভমেন্টের কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন 70টি আন্তর্জাতিক শতরানের মালিক । ইনস্টায় বিভিন্ন সময় পোস্ট করা বিভিন্ন ছবি এবং ভিডিয়োর কোলাজ বানিয়ে বিরাট লিখলেন, "200 মিলিয়নের শক্তি । তোমাদের সকল সহযোগিতার জন্য ধন্যবাদ ।" এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল যে, ক্রিকেটার হিসেবে বিশ্বে সর্বাধিক ইনস্টা ফলোয়ার কোহলির অ্যাকাউন্টেই । আর ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে ইনস্টায় বিশ্বে তৃতীয় সর্বাধিক ফলোয়ার বিরাটের । ভারতীয় এই ব্যাটারের আগে কেবল রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (450 মিলিয়ন) এবং লিওনেল মেসি (333 মিলিয়ন) ।

আরও পড়ুন : সচিনের রেকর্ড ভাঙতে পারেন রুট, দশ হাজারি ক্লাবের নয়া সদস্যকে দরাজ সার্টিফিকেট টেলরের

প্রসঙ্গত, 2021 আমিরশাহীতে কুড়ি-বিশের বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ভারতীয় এই ব্যাটার । এরপর ধাপে-ধাপে ওডিআই এবং টেস্টেও দলনায়কের পদ থেকে সরেছেন তিনি (ওডিআই থেকে যদিও সরানো হয়েছে) । অধিনায়কত্বের তাজ নামিয়ে রেখেও ব্যাটে রান নেই কোহলির । সদ্য-সমাপ্ত আইপিএলেও ছন্দে ছিলেন না টুর্নামেন্টের সর্বাধিক রানস্কোরার । আসন্ন ইংল্যান্ড সফরের আগে বৃহস্পতিবার শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছে কোহলিকে ।

Last Updated :Jun 8, 2022, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.