ETV Bharat / sports

ICC World Cup 2023: পিছিয়ে পড়লেন ডি'কক, লিগ পর্বের শেষে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 8:39 PM IST

Virat Kohli's CC Cricket World Cup Performance: ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে লিগপর্ব শেষ করল ভারত ৷ আর সেই দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার হলেন বিরাট কোহলি ৷ সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

বেঙ্গালুরু, 12 নভেম্বর: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামকে বিরাট কোহলির ঘরের মাঠ বললেও কম বলা হয় না ৷ বছরের পর বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্সে খেলার সুবাদে চিন্নাস্বামীর প্রতিটি ঘাস তালুর মত চেনা তাঁর ৷ সেই ঘরের মাঠে বিশ্বকাপে লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রান-মেশিন ৷ আর পছন্দের মাঠে কোনও কীর্তি অর্জন করবেন না, তা কখনও হয় নাকি ! লিগের পর্বের শেষে এসে বিশ্বকাপে এখনও সর্বোচ্চ রানের মালিক হলেন বিরাট ৷ কুইন্টন ডি’কক এবং রাচিন রবীন্দ্রকে পিছনে ফেলে 9 ম্যাচে 594 রান হয়ে গেল তাঁর ৷ দু’নম্বরে থাকা ডি’কক 9 ম্যাচে 591 রান করেছেন এবং তৃতীয়স্থানে রাচিনের নামে 9 ম্যাচে 565 রান ৷

2023 আইসিসি ক্রিকেট বিশ্বকাপ যদি কোনও ক্রিকেটারের জন্য খুবই বিশেষ হয়, তবে তা বিরাট কোহলি ৷ ‘চেজ মাস্টারে’র সম্ভাব্য শেষ বিশ্বকাপ এটি ৷ তাই এই টুর্নামেন্টে শুধু জেতাই স্বপ্ন নয় তাঁর ৷ দলের জয়ে নিজের ব্যাটেও অবদান রাখতে মরিয়া তিনি ৷ আর তা টুর্নামেন্টেরে শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন ভারতের মাত্র 2 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল, সেই পরিস্থিতিতে ধৈর্যশীল 85 রানের ইনিংস খেলে ভারতকে হারের মুখ থেকে জিতিয়েছিলেন ৷

সেখান থেকে আজ লিগের শেষ ম্যাচ পর্যন্ত নিজের ফর্ম জারি রেখেছেন বিরাট ৷ 9 ম্যাচে 5টি হাফ-সেঞ্চুরি এবং 2টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামে ৷ মাঝে শুধু পাকিস্তানের বিরুদ্ধে (16) এবং ইংল্যান্ডের বিরুদ্ধে (0) রান পাননি ৷ বাকি সাত ম্যাচে দাপটের সঙ্গে পারফর্ম করেছেন তিনি ৷ আফগানিস্তানের বিরুদ্ধে 55 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ সেখানেই বাংলাদেশের বিরুদ্ধে 103 রানের অপরাজিত ইনিংস আসে পুণের মাঠে ৷ ফর্ম জারি ছিল ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ৷ 95 রানে আউট হওয়ার আগে দলের জয় সুনিশ্চিত করেন বিরাট ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইংল্যান্ডের বিরুদ্ধে রান না-পেলেও, তাতে খুব একটা বিচলিত হননি গত দেড় বছরে বদলে যাওয়ার বিরাট ৷ মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে 88 রান করেন তিনি ৷ আর কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে ওয়ান-ডে কেরিয়ারের 49 তম সেঞ্চুরি করে মহান সচিন তেন্ডুলকরের সঙ্গে একসারিতে চলে এসেছেন ‘মর্ডান-ডে গ্রেট’ ৷ আর আজকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে 56 বলে 51 রানের ইনিংস খেললেন ৷ সেই সঙ্গে লিগ পর্ব শেষ হওয়ার সময় সবার উপরে বিরাট কোহলি ৷ আগামী বুধবার সেমিফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ ওয়াংখেড়ের মাঠে ফের 'বিরাট' গর্জনের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব ৷

আরও পড়ুন:

  1. জোড়া শতরানে অনুরাগীদের দীপাবলির উপহার শ্রেয়স-রাহুলের, ডাচদের বিরুদ্ধে চারশো পার করল ভারত
  2. এই ভারতীয় দল আমার দেখা সেরা, মত ফারুক ইঞ্জিনিয়ারের
  3. শনি-রাতে দীপাবলি উদযাপন! আলোর উৎসবে সামিল রোহিত-বিরাট-শামিরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.