ETV Bharat / sports

Virat Kohli: প্রথম ব্যাটার হিসেবে 'বিরাট' মাইলস্টোন কোহলির

author img

By

Published : Nov 10, 2022, 3:05 PM IST

Updated : Nov 10, 2022, 3:35 PM IST

সেমিতে বিপদের মধ্যে অ্যাঙ্কর ইনিংস খেলে দলকে কেবল সাহারাই জোগালেন না, গড়ে ফেললেন এক অনন্য মাইলস্টোন ৷ প্রথম ব্যাটার হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে চার হাজার রান করে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli becomes first batter to score 4000 T20I runs) ৷

Etv Bharat
প্রথম ব্যাটার হিসেবে 'বিরাট' মাইলস্টোন কোহলির

অ্যাডিলেড, 10 নভেম্বর: আবারও মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি ৷ চলতি বিশ্বকাপে শুরু থেকেই ছন্দে বিরাজ করছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ ইংল্য়ান্ডের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে বিরাটকে সামনে রেখেই ঘুঁটি সাজিয়েছিল টিম ইন্ডিয়া ৷ ব্রিটিশ বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে সেই অর্থে সুবিধা করতে পারেননি ভারতের টপ-অর্ডার ব্যাটাররা ৷ ব্যতিক্রম কোহলি ৷ বিপদের মধ্যে অ্যাঙ্কর ইনিংস খেলে দলকে কেবল সাহারাই জোগালেন না, গড়ে ফেললেন এক অনন্য মাইলস্টোন ৷ প্রথম ব্যাটার হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে চার হাজার রান করে ফেললেন 'রানমেশিন' (Virat Kohli becomes first batter to score 4000 T20I runs) ৷

'বিরাট' নজিরে নাম লেখাতে এদিন 42 রান প্রয়োজন ছিল কোহলির ৷ তবে অ্যাডিলেডের বাইশ গজ এদিন উর্বর ছিল না ভারতীয় ব্যাটারদের জন্য ৷ তবু প্রতীক্ষা দীর্ঘ হয়নি ৷ ইনিংসের 15তম ওভারে আদিল রাশিদকে বাউন্ডারিতে পাঠিয়ে প্রথম ব্যাটার হিসেবে 4,000 টি-20 রান পূর্ণ করেন কোহলি ৷ চলটি টুর্নামেন্টে চতুর্থ অর্ধশতরানটিও এদিন তাঁর ব্যাট থেকে আসে ৷ 40 বলে 50 রান করে ক্রিস জর্ডানের শিকার হন তিনি (Virat Kohli scores 50 runs against England) ৷

তবে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটিতে ইংরেজদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে যান তিনি ৷ কোহলি-পান্ডিয়া চতুর্থ উইকেটে 61 রানের অবদান রাখেন ৷ চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক রান রয়েছে বিরাটের ঝুলিতেই ৷ রানের ফুলঝুরিতে মাহেলা জয়বর্ধনেকে টপকে টি-20 বিশ্বকাপে সর্বাধিক রানস্কোরারও হয়েছেন তিনি ৷ ভারতের হাতে দ্বিতীয়বার বিশ্বসেরার খেতাব উঠলে তৃতীয়বার কুড়ি-বিশের বিশ্বযুদ্ধে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়তো সময়ের অপেক্ষা বিরাটের জন্য ৷

আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সে বিরাটের ব্যাগে 'প্লেয়ার অফ দ্য মান্থ' শিরোপা

অ্যাডিলেডে বিরাটের পাশে এদিন ব্যাট হাতে উজ্জ্বল হার্দিক পান্ডিয়া ৷ 4টি চার এবং পাঁচ ছক্কায় তাঁর 33 বলে বিধ্বংসী 63 রান ভারতকে 168 রানে পৌঁছে দেয় (Hardik Pandya hits 63 runs) ৷

Last Updated : Nov 10, 2022, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.