IND vs NZ Kanpur Test : শতরানের হাতছানি ল্যাথামের, চোট লাগায় ঋদ্ধির পরিবর্তে উইকেটের পিছনে ভরত

author img

By

Published : Nov 27, 2021, 12:06 PM IST

IND vs NZ Kanpur Test

বছর সাঁইত্রিশের ঋদ্ধির পরিবর্তে অন্ধ্রের উইকেটরক্ষককে মাঠে নামতে দেখে হকচকিয়ে যান অনুরাগীরা ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এ ব্যাপারে টুইট করে গোটা বিষয়টিতে স্বচ্ছতা আনে ৷ ঘাড়ের চোটের কারণে ঋদ্ধি মাঠে নামতে পারেননি বলে জানায় বিসিসিআই (Wriddhiman Saha has stiffness in his neck) ৷

কানপুর, 27 নভেম্বর : শ্রেয়সের শতরানের পরও দলের রান সাড়ে তিনশো পার হয়নি ৷ উপরন্তু দ্বিতীয়দিনের বাকি সময়টা মাথা কুটেও নিউজিল্য়ান্ডের ওপেনিং জুটি ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা ৷ ল্যাথাম-ইয়ং'য়ের শতাধিক রানের অবিভক্ত ওপেনিং পার্টনারশিপে কানপুর টেস্টর (IND vs NZ Kanpur Test) দ্বিতীয়দিনের শেষে ব্যাকফুটেই ছিল টিম ইন্ডিয়া ৷ শনিবার অর্থাৎ তৃতীয়দিন সকালে ভারতীয় শিবিরে আরও দুঃসংবাদ বয়ে আনল উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) চোট ৷ গ্রিনপার্কে এদিন মাঠেই নামতে পারলেন না বঙ্গ উইকেটরক্ষক ৷

ঋদ্ধির পরিবর্তে তৃতীয়দিন ভারতীয় দলে উইকেটরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন আনক্যাপড কেএস ভরত (KS Bharat) ৷ বছর সাঁইত্রিশের ঋদ্ধির পরিবর্তে অন্ধ্রের উইকেটরক্ষককে মাঠে নামতে দেখে হকচকিয়ে যান অনুরাগীরা ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এ ব্যাপারে টুইট করে গোটা বিষয়টিতে স্বচ্ছতা আনে ৷ ঘাড়ের চোটের কারণে ঋদ্ধি মাঠে নামতে পারেননি বলে জানায় বিসিসিআই (Wriddhiman Saha has stiffness in his neck) ৷ টুইটে তারা লেখে, "ঋদ্ধিমান সাহার ঘাড়ে একটা সমস্যা হয়েছে ৷ বিসিসিআই মেডিক্যাল টিম তাঁর দেখভাল করছে ৷ কেএস ভরত ঋদ্ধির পরিবর্তে উইকেট রক্ষা করবেন ৷"

ঋদ্ধির সমস্যা হয়তো গুরুতর নয়, তবে উদ্বেগ রয়েই যাচ্ছে শিবিরে ৷ কানপুরের পিচ যেভাবে ভাঙছে তাতে তৃতীয়দিন গোটা সময়টা কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হবে ভরতকে ৷ যদিও রবি অশ্বিনের (Ravichandran Ashwin) ডেলিভারিতে কিউয়ি ওপেনার উইল ইয়ংকে তালুবন্দি করলেন ভরতই ৷ চলতি সিরিজে দক্ষিণী উইকেটরক্ষকের অভিষেকের একটা সম্ভাবনা ছিল ৷ তবে প্রথম টেস্টে ঋদ্ধির অভিজ্ঞতাতেই আস্থা রাখে ম্যানেজমেন্ট ৷ রোটেশন পলিসিতে চলতি সিরিজে বিশ্রামে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ৷ তাই ঋদ্ধির পারফরম্যান্স বিবেচনা করে বা বঙ্গ উইকেটরক্ষকের আঘাত যদি গুরুতর হয়ে থাকে, তবে ওয়াংখেড়েতে প্রথম টেস্ট ক্যাপ পেয়ে যেতে পারেন ভরত ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test: গ্রিন পার্কে দ্বিতীয় দিনে কিউয়ি ওপেনারদের দাপট

পারফরম্যান্সের দিক দিয়ে শনিবার সকালে ভারতীয় বোলারদের মধ্যে আমূল কোনও পরিবর্তন দেখা যায়নি ৷ অশ্বিনের ডেলিভারিতে ঠকে গিয়ে নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন ইয়ং ৷ 89 রানে ফিরলেন তিনি ৷ ল্যাথাম-ইয়ং'য়ের ওপেনিং জুটিতে উঠল 151 রান ৷ মধ্যাহ্নভোজের ঠিক আগে অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেরালেন উমেশ যাদব ৷ তবে 82 রানে অপরাজিত আরেক ওপেনার ল্যাথাম ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে নিউজিল্যান্ড 2 উইকেট হারিয়ে 197 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.