ETV Bharat / sports

Sachin on Suryakumar: সূর্য টেস্ট ক্রিকেটের জন্য একেবারে যোগ্য, মন্তব্য সচিনের

author img

By

Published : Feb 8, 2023, 8:07 PM IST

টেস্ট ক্রিকেটের জন্য সূর্যকুমার যাদব আদৌ যোগ্য ? এই প্রশ্নে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল, তাঁর টেস্টের প্রাথমিক দলে সুযোগ পাওয়ার পর ৷ এবার সেই বিতর্কেই কার্যত ইতি টানলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin on Suryakumar) ৷

Sachin on Suryakumar ETV BHARAT
Sachin on Suryakumar

নাগপুর, 8 ফেব্রুয়ারি: টেস্ট ক্রিকেটের জন্য সূর্যকুমার যাদবকে দরাজ সার্টিফিকেট দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ কিংবদন্তি জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেট অন্যরকমের খেলা ৷ সূর্যকুমার যাদব তাঁর বৈচিত্র্যের কারণে ভারতের হয়ে ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ফরম্যাটে খেলার যোগ্য বলে মনে করেন মাস্টার ৷ তাঁর কথায়, ‘‘সূর্য ঐতিহ্যবাহী ফরম্যাটের জন্য ‘পুরোপুরি তৈরি’ রয়েছে (Suryakumar Yadav looks Perfectly Equipped) ৷’’

প্রসঙ্গত, আগামিকাল নাগপুরের জামথা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 টেস্টের বর্ডার-গাভাসকর সিরিজ খেলতে নামবে ভারত ৷ যে সিরিজে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ প্রথম 2 টেস্টের প্রাথমিক দলে রয়েছে ৷ সেখানেই ম্যাচের একদিন আগে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সচিন সূর্যকুমার যাদবকে টেস্ট ক্রিকেটে খেলার যোগ্য বলে মন্তব্য করলেন ৷ এমনকি তিনি টেস্ট ফরম্যাটে নিজের বৈচিত্র্যের কারণে পুরোপুরি তৈরি বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর ৷

সচিন বলেন, ‘‘টি-20 এবং একদিনের ক্রিকেটে আসাধারণ পারফর্ম করার পর এখন টেস্ট দলেও সুযোগ পেয়েছে ৷ সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটে এক অসাধারণ ছাপ তৈরি করেছে ৷ যাঁরাই ওকে ফলো করেন, তাঁরা ওর দক্ষতা এবং চিন্তাভাবনার কারণে ওকে ভালোবেসে ফেলে ৷’’

আর এসবের বাইরে সূর্যকুমারের ক্রিকেট নিয়ে সচিন বলেন, ‘‘কিন্তু টেস্ট ক্রিকেটে যাত্রা অন্যরকম হবে ৷ সূর্য পুরোপুরি টেস্ট ক্রিকেটের জন্য তৈরি ৷ কেএল রাহুল এবং শুভমন গিলের সঙ্গে তাঁর মতো একজন উচ্চমানের প্লেয়ারকেও টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়া উচিত ৷ ওরা তিনজনই যোগ্য খেলোয়াড় ৷ আর আমি এটা নিয়ে কোনও রায় এখানে দেব না ৷ কিন্তু, ওরা তিনজনেই দলের ঢোকার যোগ্য ৷’’

আরও পড়ুন: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে টার্নিং ট্র্যাক, ইঙ্গিত কেএল রাহুলের

চেতেশ্বর পূজারার মূল্য আমরা বুঝিনি

সূর্যকুমার যাদবকে যেমন টেস্ট ক্রিকেটের যোগ্য মনে করেন ৷ তেমনি চেতেশ্বর পূজারার মতো টেস্ট ক্রিকেটের একনিষ্ঠ শিষ্যের আসল গুরুত্ব ভারতীয় ক্রিকেট বোঝেনি বলে জানান সচিন ৷ তিনি বলেন, ‘‘পূজারা দেশের হয়েছে দুর্দান্ত খেলেছেন এবং ভারতীয় ক্রিকেট দল যত সাফল্য পেয়েছে, তাতে ওর অবদান অপরিসীম ৷’’ উল্লেখ্য, পূজারা যখন টেস্ট অভিষেকে হাফ সেঞ্চুরি করেন ৷ তখন উলটো দিকে ব্যাট হাতে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং সচিন নিজে ৷ সচিন আরও বলেন, ‘‘আমি মনে করি চেতেশ্বর পূজারা যা অর্জন করেছেন, তাঁর যথেষ্ঠ স্বীকৃতি আমরা দিতে পারিনি ৷ দলও তাঁর সঠিক মূল্যায়ন করতে পারেনি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.