ETV Bharat / sports

T-20I : 1 রানে জয়, সিরিজ়ে 2-1 -এ এগিয়ে গেলেন প্রোটিয়াজরা

author img

By

Published : Jun 30, 2021, 12:47 PM IST

তৃতীয় টি 20তে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করতে ডাকেন ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড ৷ সিরিজ়ের প্রথম দুটি ম্য়াচেও টস জেতে ওয়েস্ট ইন্ডিজ় ৷ প্রথম ম্যাচ 8 উইকেটে ম্যাচ জেতেন তাঁরা ৷ দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা 16 রানে জেতে ৷

সিরিজ়ে 2-1 -এ এগিয়ে গেল প্রোটিয়াজরা
সিরিজ়ে 2-1 -এ এগিয়ে গেল প্রোটিয়াজরা

সেন্ট জর্জেস, 30 জুন : শেষ বলের থ্রিলার ৷ ওয়েস্ট ইন্ডিজ়কে 1 রানে হারিয়ে পাঁচ ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ়ে 2-1 এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৷ দলের হয়ে সর্বাধিক 51 বলে 72 রান করলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কুইন্টন ডি কক ৷ নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 167 রান করে দক্ষিণ আফ্রিকা ৷ ব্যাটিংয়ে কুইন্টন ডি কক ও তাবরেজ সামসির দুরন্ত বোলিং প্রোটিয়াজদের জয় তুলে নিতে সাহায্য় করে ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের ব্য়াটিংয়ের শেষ ওভারে ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল 15 রান ৷ হাতে ছিল 3টি উইকেট ৷ ফুল লেন্থ ডেলিভারি বোলিং করছিলেন কাগিসো রাবাডা ৷ ফলে সেভাবে ফ্রি হয়ে খেলতে পারেননি ফ্যাবিয়ান অ্যালন ও ডোয়েন ব্রাভো ৷

তবে ওভারের শুরুটা ভাল হয়নি রাবাডার ৷ প্রথম বলই ওয়াইড করে বসেন তিনি ৷ পরের তিনটি বলের দুটি ব্যাটসম্যানের পায়ের ফাঁক দিয়ে চলে যায় ৷ আর একটি বল বাউন্ডারি হয় ৷ চতুর্থ বল থেকে ওয়েস্ট ইন্ডিজ় করে 2 রান ৷ পঞ্চম বলে রাবাডা একটি ইয়র্কার করেন ৷ ওই বলে কোনও রান করতে পারেননি ফ্যাবিয়ান অ্যালন ৷ শেষ বলে ছক্কা হাঁকালেও মাত্র এক রানের জন্য ম্য়াচ খোয়াতে হয় ওয়েস্ট ইন্ডিজ়কে ৷ 9 বলে 14 রান করেন ফ্যাবিয়ান ৷

‘‘সময়ে সময়ে আমরা এই ক্লোজ ম্যাচগুলির সম্মুখীন হচ্ছি ৷ কখনও জিতছি, কখনও হারছি ৷’’ ম্যাচের পর সহজ স্বীকারোক্তি ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক কাইরন পোলার্ডের ৷ তিনি আরও বলেন, ‘‘ শেষ সিরিজ়ে শ্রীলঙ্কার বিরুদ্ধেও আমাদের কয়েকটি লেন বাইটিং ফিনিশের সম্মুখীন হয়েছি ৷ তবে সেবার আমরা জিতেছিলাম ৷ আমাদের এর থেকে বেরনোর রাস্তা খুঁজতে হবে ৷’’

তৃতীয় টি 20তে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করতে ডাকেন ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড ৷ সিরিজ়ের প্রথম দুটি ম্য়াচেও টস জেতে ওয়েস্ট ইন্ডিজ় ৷ প্রথম ম্যাচ 8 উইকেটে ম্যাচ জেতে তাঁরা ৷ দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা 16 রানে জেতে ৷

দক্ষিণ আফ্রিকা শুরুটা ভাল করলেও সেভাবে 20 ওভারের শেষে স্কোর বোর্ডে সেভাবে রান তুলতে পারেনি ৷ দলের অধিনায়ক কুইন্টন ডি কক করেন 72 রান ৷ ভ্যান ডার দুঁশ করেন 32, মার্করমের সংগ্রহ 23 রান ৷

আরও পড়ুন : Wimbledon 2021 : পায়ে চোট, প্রথম রাউন্ডেই উইম্বলডনের দৌড় শেষ সেরেনার

অন্যদিকে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ়ও ৷ পাওয়ার প্লে-তে বিনা উইকেটে 48 রান করে তারা ৷ কিন্তু রানের গতি মিডল ওভারে ধরে রাখতে ব্যর্থ হয় ৷ কয়েকজন ব্যাটসম্যান ভাল শুরু করলেও প্রয়োজনীয় রান তুলতে পারেনি ক্যারিবিয়ানরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.