ETV Bharat / sports

Sourav Ganguly at CAB: স্নেহাশিস-সৌরভ বৈঠক, 5 অগস্ট ইডেনে আইসিসি’র প্রতিনিধিরা

author img

By

Published : Jul 26, 2023, 11:01 PM IST

বিশ্বকাপের আয়োজন উপলক্ষে ইডেনজুড়ে এখন ব্যস্ততা । 30 সেপ্টেম্বর সিএবি-র বার্ষিক সাধারণ সভা । মিটিংয়ের আলোচ্যসূচি ঠিক না-হলেও আলোচনায় আসন্ন বিশ্বকাপ থাকবে বলাই বাহুল্য । তার আগেই এদিন প্রস্তুতি দেখতে ইডেনে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 26 জুলাই: 5 অগস্ট সিএবি-তে আইসিসির প্রতিনিধিরা পরিদর্শনে আসছেন । সঙ্গে থাকবেন বিসিসিআই-এর প্রতিনিধিরাও । তারা ইডেনের পরিকাঠামো খতিয়ে দেখবেন । পাকিস্তানের প্রতিনিধি দলেরও আসার কথা । তবে তারা কবে ভারতে এবং কলকাতায় আসবেন তা জানা যায়নি । বোর্ডের যুগ্ম-সচিব দেবজিৎ সইথিয়া বিশ্বকাপে কলকাতা, মুম্বই এবং তিরুঅন্তপুরমের দায়িত্বে রয়েছেন । তাই তিনিও ইডেনে বিশ্বকাপের প্রস্তুতি কেমন চলছে তা দেখতে 5 অগস্ট আসবেন । তবে এই ব্যাপারে সিএবির তরফে এখনও মুখ খোলা হয়নি ।

বিশ্বকাপের আয়োজন উপলক্ষে ইডেন জুড়ে এখন ব্যস্ততা । বুধবার সন্ধ্যায় ইডেনে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ দুই যুগ্ম-সচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি । বিশ্বকাপের কোনও আয়োজক কমিটিতে থাকতে রাজি নন । তবে তিনি সিএবিতে মাঝে মাঝে আসবেন এই ব্যাপারে কর্তাদের কথা দিয়ে গিয়েছেন । এদিকে 30 সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা । মিটিংয়ের আলোচ্যসূচি ঠিক না-হলেও আলোচনায় আসন্ন বিশ্বকাপ থাকবে বলাই বাহুল্য ।

বুধবার ইডেনের ইন্ডোরে অনুশীলনে নেমে পড়ল দিল্লি ক্যাপিটালস । আইপিএল এখনও দেরি আছে । তবে চলতি বছরের ব্যর্থতা শুধরে নিতে ক্রিকেট ডিরেক্টর সৌরভ নেমে পড়লেন মনীশ পাণ্ডেদের নিয়ে । এদিকে বুধবার বাংলা দল নিয়ে সৌরভের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হল কোচ লক্ষীরতন শুক্লারও । তিনি সৌরভের কাছে এসেছিলেন । বিষয়টি নিয়ে মুখ না খুললেও কিভাবে ঘরোয়া মরশুমে বাংলার ক্যাবিনেটে ট্রফি ঢোকে তা নিয়েই আলোচনা হয়েছে । সব মিলিয়ে ক্রিকেট এবং বিশ্বকাপের আয়োজনে পরোক্ষভাবে হলেও সৌরভ ভীষণভাবে রয়েছেন । পয়লা অগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস । ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সৌরভ আমন্ত্রিত । তবে ওই অনুষ্ঠানে সৌরভ থাকবেন না-বলে জানিয়েছেন । 13 অগস্ট দীপক জ্যোতি অনুষ্ঠানে থাকবেন । ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে নজর রাখছেন । ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলের পারফরম্যান্সে সৌরভ খুশি ।

আরও পড়ুন: নবরাত্রির জেরে বিশ্বকাপে বদলাতে পারে ভারত-পাক ম্যাচের সূচি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.