ETV Bharat / sports

IPL Second Qualifier : পতিদারের ব্যাটেই মুখরক্ষা, ফাইনালের ওঠার লক্ষ্যে কোনওক্রমে দেড়শো টপকাল আরসিবি

author img

By

Published : May 27, 2022, 9:39 PM IST

Updated : May 28, 2022, 6:12 AM IST

IPL Second Qualifier
পতিদারের ব্যাটেই মুখরক্ষা

কোহলি, ডু'প্লেসি, ম্যাক্সওয়েল-সহ দলের ব্যাটিং-অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন পতিদার ৷ ফাইনালে গুজরাত টাইটান্সের মুখোমুখি হতে রাজস্থান রয়্যালসকে করতে হবে 158 রান (RR need 158 runs to qualify for the IPL final) ৷

আমেদাবাদ, 27 মে : এলিমিনেটরে তাঁর শতরানে এখনও বুঁদ কলকাতাবাসী ৷ 48 ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় কোয়ালিফায়ারে আবারও জ্বলে উঠল তাঁর ব্যাট ৷ শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই রজত পতিদারের অর্ধশতরানেই প্রথমে ব্যাট করে কোনওক্রমে দেড়শো পার করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ কোহলি, ডু'প্লেসি, ম্যাক্সওয়েল-সহ দলের ব্যাটিং-অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন সেই পতিদার ৷ ফাইনালে গুজরাত টাইটান্সের মুখোমুখি হতে রাজস্থান রয়্যালসকে করতে হবে 158 রান (RR need 158 runs to qualify for the IPL final) ৷

রয়্যালসদের হয়ে বল হাতে দুরন্ত ট্রেন্ট বোল্ট, ওবেড ম্যাকয় এবং প্রসিদ্ধ কৃষ্ণা মাথায় চড়তে দেননি আরসিবি ব্যাটারদের ৷ শুরুতে কোহলিকে 7 রানে ফেরান কৃষ্ণা ৷ দ্বিতীয় উইকেটে অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি এবং রজত পতিদারের 70 রানের জুটি দলকে বড় রানের লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে আর বড় কোনও জুটি তৈরি হয়নি আরসিবি-র ৷ ডু'প্লেসি ফেরেন 25 রানে ৷ ম্যাক্সওয়েল করেন 13 বলে 24 রান ৷ অর্ধশতরান পূর্ণ করে লম্বা হয়নি পতিদারের ইনিংস ৷

42 বলে 58 রান (4টি চার, 3টি ছয়) করে এলিমিনেটরের নায়ক যখন আউট হন, তখন দলের রান 15.3 ওভারে 130 (Rajat Patidar scores 58 runs from 42 balls) ৷ লোয়ার মিডল-অর্ডার সক্রিয় হলে রানটা 170 অতিক্রম করতেই পারত ৷ কিন্তু রয়্যালস বোলাররা সেটা হতে দেননি ৷ কার্তিক ফেরেন 7 বলে 6 রান করে ৷ 20 ওভারে 8 উইকেট হারিয়ে 157 রানে আটকে যায় আরসিবি ৷

আরও পড়ুন : ইডেনের 'বিরাট' হতাশা ঘুচল পতিদারের শতরানে, এলিমিনেটরে রানের পাহাড়ে আরসিবি

প্রসিদ্ধ কৃষ্ণা এবং ওবেড ম্যাকয় 4 ওভারে যথাক্রমে 22 এবং 23 রান খরচ করে নেন 3টি করে উইকেট ৷ বোল্ট 28 রান দিয়ে এবং রবি অশ্বিন 31 রান দিয়ে নেন 1 উইকেট ৷ বাটলার-সঞ্জু সমৃদ্ধ রয়্যালস ব্যাটিং লাইন-আপের সামনে আরসিবি-র ফাইনাল ভাগ্য এখন বোলারদের হাতে ৷

Last Updated :May 28, 2022, 6:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.