ETV Bharat / sports

IPL Eliminator at Eden : ইডেনের 'বিরাট' হতাশা ঘুচল পতিদারের শতরানে, এলিমিনেটরে রানের পাহাড়ে আরসিবি

author img

By

Published : May 25, 2022, 10:09 PM IST

Updated : May 25, 2022, 10:34 PM IST

ইডেনে বিরাটের মঞ্চে নায়ক হলেন রজত পতিদার ৷ আগামীর এই তারকার ব্যাটে 'বিরাট' হতাশা ঘুচল বৃষ্টিবিঘ্নিত ইডেনের ৷ পতিদারের অপরাজিত শতরানে এলিমিনেটরে রানের পাহাড়ে ব্যাঙ্গালোর ৷ কেএল রাহুলের দলের জয়ের জন্য প্রয়োজন 208 রান (Rajat Patidar hits century at Eden as LSG need 208 runs to win in eliminator) ৷

IPL Eliminator at Eden
এলিমিনেটরে রানের পাহাড়ে আরসিবি

কলকাতা, 25 মে : দু'দলের ডাগ-আউটে আজ উপস্থিত এমন দু'জন, যাঁদের কাছে পয়মন্ত মাঠ ইডেন গার্ডেন্স ৷ একজন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর তো আরেকজন অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরাট কোহলি ৷ আজ অবধি আইপিএল থেকে শাহরুখের দল যেটুকু মণিমানিক্য কুড়িয়েছে, তা প্রথমজনের দৌলতে ৷ আর বিরাটের ব্যাটে কেরিয়ারের প্রথম এবং এখনও পর্যন্ত শেষ আন্তর্জাতিক শতরান এসেছে ক্রিকেটের স্বর্গোদ্যানেই ৷ সেই ইডেনেই ফের রাজার মত শতরান ফিরুক 'চিকু', আকুতি ছিল শহরের ক্রিকেট অনুরাগীদের ৷ কিন্তু বিরাটের মঞ্চে নায়ক হলেন রজত পতিদার ৷ আগামীর এই তারকার ব্যাটে 'বিরাট' হতাশা ঘুচল বৃষ্টিবিঘ্নিত ইডেনের ৷ পতিদারের অপরাজিত শতরানে এলিমিনেটরে রানের পাহাড়ে ব্যাঙ্গালোর ৷ কেএল রাহুলের দলের জয়ের জন্য প্রয়োজন 208 রান (Rajat Patidar hits century at Eden as LSG need 208 runs to win in eliminator) ৷

কালবৈশাখীর জেরে এদিন ম্যাচ শুরুর সময় খানিকটা পিছিয়ে যায় ৷ তারপরে 25 রানে বিরাট কোহলির ফিরে যাওয়া ৷ গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন মাত্র 9 রানে ৷ হতাশায় মুখ ঢাকছিল 'মায়াবী' ইডেন ৷ তবে বিরাট-ম্যাক্সি ফিরতেই রজত পতিদার বুঝিয়ে দিতে থাকেন পিচে কোনও জুজু নেই ৷ দুষ্মন্ত চামিরা, আবেশ খান, রবি বিষ্ণোইদের বেধড়ক পিটিয়ে 49 বলে শতরান পূর্ণ করেন পতিদার ৷ শেষদিকে পতিদারকে যোগ্য সঙ্গত নাইটদের আরেক প্রাক্তনী দীনেশ কার্তিকের ৷ 5টি চার এবং একটি ছয়ে 23 বলে 37 রান আসে ডিকে-র ব্যাটে ৷

আরও পড়ুন : সঞ্চালনায় আমির, আইপিএল ফাইনালের মাঝেই 'লাল সিং চাড্ডা'-র ট্রেলার মুক্তি

12টি চার এবং 7টি ছক্কা হাঁকিয়ে 54 বলে 112 রানে নট-আউট থেকে যান আরসিবি'র নতুন তারা পতিদার ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 207 রান তোলে আরসিবি ৷ 4 ওভারে 54 রান খরচ করেন চামিরা ৷ যথাক্রমে 44 এবং 45 রান খরচ করেন আবেশ এবং বিষ্ণোই ৷

Last Updated : May 25, 2022, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.