ETV Bharat / sports

ICC World Cup 2023: ডাচদের বিরুদ্ধে অলআউট বাবরবাহিনী, প্রাপ্তি রিজওয়ান-শাকিলের হাফসেঞ্চুরি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 6:27 PM IST

Poor Batting Performance by Pakistan Top-order in Cricket World Cup: অতিরিক্ত বাবর নির্ভরতার ফল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভুগতে হল পাকিস্তানকে ৷ তবে, দলটা আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশ হওয়ায়, আঘাতটা গুরুতর মনে নাও হতে পারে ৷ কিন্তু, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সেটাই প্রকট হতে পারে বাবর আজমদের জন্য ৷

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 6 অক্টোবর: বিশ্বকাপের নিজের প্রথম ম্যাচেই অতিরিক্ত বাবর নির্ভরতার ফল ভুগতে হল পাকিস্তানকে ৷ কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করা নেদারল্যান্ডসের বিরুদ্ধে অল-আউট হয়ে গেল বাবরের বাহিনী ৷ 49 ওভারে 286 রানে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ৷ নেদারল্যান্ডসের সামনে 287 রানের টার্গেট ৷ এ দিন পাকিস্তানের হয়ে 52 বলে 68 রান করেন তরুণ সাউদ শাকিল ৷ মহম্মদ রিজওয়ান 75 বলে 68 রান করেছেন ৷ এই দু’জনের 120 রানের পার্টনারশিপের দৌলতে 286 রান তুলছে পাকিস্তান ৷

এ দিন প্রথম পাওয়ার-প্লে অর্থাৎ, 10 ওভারের মধ্যেই প্রথম 3 উইকেট পড়ে যায় পাকিস্তানের ৷ যেখানে অধিনায়ক বাবর আজম মাত্র 5 রানে ড্রেসিংরুমে ফেরেন ৷ বিশ্বকাপে নামার আগেই পাকিস্তানের ওপেনিং নিয়ে প্রশ্ন ছিল ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই প্রশ্নের জবাব পেল না পাকিস্তান ৷ দুই ওপেনার ফখর জামান (12) এবং ইমাম-উল-হক (15) ব্যর্থ ৷ অতিরিক্ত বাবর এবং রিজওয়ান নির্ভর পাকিস্তান ব্যাটিং তাই এ দিন ডাচদের সামনে আত্মসমর্পণ করে ৷

প্রথম 10 ওভারেই 3 উইকেট পড়ে যাওয়ায় রিজওয়ান নিজের স্বাভাবিক ক্রিকেট খেলতে পারেননি ৷ এ দিন তিনি তরুণ সাউদ শাকিলের সঙ্গে ইনিংস গড়ার কাজ করেন ৷ তবে, শাকিল 52 বলে আক্রমণাত্মক 65 রান করেছেন ৷ কিন্তু, এই দু’জন আউট হতেই, ফের ধস নামে পাকিস্তানের ইনিংসে ৷ ফলে তিনশোর আগেই গুটিয়ে যায় 'মেন ইন গ্রিন' ৷

আরও পড়ুন: 7 বছর পর ভারতে পাক দল, আগে খেলে গিয়েছেন স্কোয়াডের মাত্র দু’জন

নেদারল্যান্ডস বোলাররা দূরন্ত বল করেন ৷ বাস-দে লিড 9 ওভারে 62 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন ৷ অ্যাকারমান 2 উইকেট নিয়েছেন ৷ পাশাপাশি আর্য দত্ত, ভ্যান উইক, ভ্যান মিকেরান একটি করে উইকেট পান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.