ETV Bharat / sports

Virat Kohli: টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু ধোনির মেসেজ পেয়েছেন, বিস্ফোরক কোহলি

author img

By

Published : Sep 5, 2022, 12:16 PM IST

Updated : Sep 5, 2022, 1:00 PM IST

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর একমাত্র ধোনি (MS Dhoni) তাঁকে মেসেজ করেছিলেন ৷ এমনটাই জানালেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ পাশাপাশি, ব্যাটে রান আসতেই সমালোচকদের একহাত নিলেন তিনি ৷

only-ms-dhoni-texted-me-after-i-left-test-captaincy-says-virat-kohli
only-ms-dhoni-texted-me-after-i-left-test-captaincy-says-virat-kohli

দুবাই, 5 সেপ্টেম্বর: টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর একমাত্র মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) তাঁকে মেসেজ করেছিলেন ৷ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ এশিয়া কাপে (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এ কথা বলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ জানালেন, তিনি আগে যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে কেবল ধোনির থেকেই মেসেজ পেয়েছিলেন কোহলি ৷ কিং কোহলির এই মন্তব্য ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে ।

রানে ফিরেছেন বিরাট কোহলি ৷ শুধু রানে নয়, ছন্দেও রয়েছেন রান মেশিন ৷ আর সেই সঙ্গে ফিরে এল তাঁর মাঠের বাইরের দাপটও ৷ পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচ হারলেও বিরাট কোহলির ব্যাটে ঝকঝকে 60 রান এসেছে রবিবার রাতে ৷ এর পরেই তাঁর খারাপ সময়ের সমালোচকদের জবাবও দিলেন বিরাট ৷ আর শুরুটা করলেন টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত থেকে ৷

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান, কোহলির ব্যাটে বাবরদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের

এ দিন সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, ‘‘যখন আমি টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, তখন এম এস ধোনি একমাত্র ব্যক্তি যাঁর থেকে আমি একটা মেসেজ পেয়েছিলাম, যাঁদের সঙ্গে আমি আগে ক্রিকেট খেলেছি ৷ অনেকের কাছে আমার ফোন নম্বর রয়েছে ৷ তাঁদর মধ্যে অনেকে টিভিতে অনবরত পরামর্শ দিয়ে গিয়েছেন ৷ কিন্তু, আমি তাঁদের কারও থেকে একটা মেসেজও পাইনি ৷ তাই কোনও ব্যক্তির সঙ্গে সত্যিই কোনও সম্পর্ক থাকলে, তা এভাবেই সমানে আসে ৷’’

আরও পড়ুন: পাকিস্তানের কাছে হার তবু কোন অঙ্কে ফাইনালে যেতে পারে ভারত ?

এরপরেই ধোনির সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে মন্তব্য করেন বিরাট ৷ বলেন,‘‘না আমি তাঁর থেকে কিছু চাই না তিনি আমার থেকে কিছু চান ৷ আর আমি তাঁকে নিয়ে কখনও নিরাপত্তাহীনতায় ভুগিনি ৷ আর তিনিও আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেননি ৷’’ তাই কোহলির মতে, যদি সত্যিই কেউ কাউকে সাহায্য করতে চান, তাহলে সেই ব্যক্তি তা নিজের থেকেই করবেন বলে মনে করেন বিরাট ৷

Last Updated : Sep 5, 2022, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.