ETV Bharat / sports

Mithali Raj : ফের ওয়ান-ডে ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে মিতালী রাজ

author img

By

Published : Jul 6, 2021, 9:14 PM IST

Updated : Jul 6, 2021, 10:14 PM IST

মিতালী রাজ
মিতালী রাজ

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় 2-1 ব্যবধানে হারে ভারত ৷ তবে তিনটি ম্যাচেই অর্ধশতরান করেন মিতালী ৷ প্রথম ম্যাচে মিতালী করেন 72 রান ৷ দ্বিতীয় ম্যাচে করেন 59 রান ৷ তৃতীয় ম্যাচে ভারতের জয়ের কাণ্ডারী তিনি ৷ অপরাজিত 75 রান করে ভারতের জয় নিশ্চিত করেন ৷ শেষবার 2018 সালে এক নম্বর স্থানে ছিলেন তিনি ৷

দুবাই, 6 জুলাই : মহিলাদের ওয়ান-ডে ব়্যাঙ্কিংয়ে ফের এক নম্বরে উঠে এলেন ভারতীয় দলের অধিনায়ক মিতালী রাজ ৷ মঙ্গলবার প্রকাশিত ব়্যাঙ্কিং অনুযায়ী ওয়ান-ডেতে তিন বছর পর আবার একনম্বরে এলেন মিতালী ৷ সম্প্রতি ইংল্যান্ড সিরিজ়ে দুরন্ত পারফর্ম করার পুরস্কার পেলেন ভারত অধিনায়ক ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ় 2-1 ব্যবধানে হারে ভারত ৷ তবে তিনটি ম্যাচেই অর্ধশতরান করেন মিতালী ৷ প্রথম ম্যাচে মিতালী করেন 72 রান ৷ দ্বিতীয় ম্যাচে করেন 59 রান ৷ তৃতীয় ম্যাচে ভারতের জয়ের কাণ্ডারী তিনি ৷ অপরাজিত 75 রান করে ভারতের জয় নিশ্চিত করেন ৷ শেষবার 2018 সালে এক নম্বর স্থানে ছিলেন তিনি ৷

প্রথমবার 2005 সালের এপ্রিল মাসে ব়্যাঙ্কিংয়ে একনম্বরে আসেন মিতালী ৷ বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত 91 রানের ইনিংস খেলেন তিনি ৷ তারপর থেকে দীর্ঘ 16 বছর ধরে এক নম্বর স্থান ধরে রাখেন মিতালী ৷ যা কোনও মহিলা ব্যাটসম্যানের রেকর্ড ৷

আরও পড়ুন : মুম্বই, পুণে-তে হবে 2022 মহিলা ফুটবলের এশিয়ান কাপ

হার্ড হিটার ব্যাটসম্যান শেফালী বর্মা শেষ দুটি ওয়ান-ডে তে করেন 44 ও 19 রান ৷ 71 নম্বর স্থান থেকে তাঁর ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ৷ বর্তমানে তিনি আছেন 49 তম স্থানে ৷ ব্যাটসম্যানদের তালিকায় ঝুলন গোস্বামী আছেন 53 তম স্থানে ৷ বোলারদের তালিকায় এক স্থান উন্নতি হয়েছে দীপ্তি শর্মার ৷ বর্তমানে তিনি আছেন 12 নম্বর স্থানে ৷

Last Updated :Jul 6, 2021, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.