ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়া পাঁচ ক্রিকেটার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 7:20 PM IST

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

Most Sixes by Five Batter in Cricket World Cup 2023: বিশ্বকাপের মঞ্চে ছক্কা মারায় নিজেদের হাতজশ দেখিয়েছেন অনেকে ৷ তবে, তাঁদের মধ্যে সেরা পাঁচ হলেন, ক্রিস গেইল, এবিডি, বাজ, রিকি পন্টিং এবং গিবস ৷

হায়দরাবাদ, 2 অক্টোবর: ক্রিকেট বিশ্বকাপ মানেই অনুরাগীদের মধ্যে এক আলাদা উত্তেজনা ৷ আর তার উপর সেই উত্তেজনা বাড়িয়ে দেন বিশ্বের তাবড় হাতে গোনা কয়েকজন ক্রিকেটার এবং তাঁদের আক্রমণাত্মক ভঙ্গি ৷ তেমনি এই টুর্নামেন্টে সর্বাধিক ছয় মারার রেকর্ড রয়েছে এমন 5 জন ক্রিকেটারকে নিয়ে এই বিশেষ প্রতিবেদন ৷

ক্রিস গেইল:

ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারা কৃতিত্ব এখন ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিয়ান জায়ান্ট বাঁ-হাতি ব্যাটার ক্রিস গেইল ৷ তিনি এই টুর্নামেন্টে মোট 49টি ছয় মেরেছেন । আর গেইলের খেলা যাঁরা দেখেছেন তাঁরা জানেন, যখন গেইলের ব্যাট কথা বলে, তখন বাকিদের কিছুই করার থাকে না ৷ শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া ৷ তাঁর জন্য ইংরেজিতে একটি প্রবাদই চালু করে দিয়েছেন ক্রিকেট ধারাভাষ্যকাররা, ‘‘হোয়েন গেইল হিটস সিক্সেস, দ্য স্পেকটেটর বিকাম ফিল্ডার ৷’’ 2003 বিশ্বকাপ থেকে 2019 পর্যন্ত, গেইল 35টি ম্যাচ খেলেছেন ৷ যেখানে 34 ইনিংসে 90.53 স্ট্রাইক রেটে 1 হাজার 186 রান করেছেন ক্রিস গেইল ৷

এবি ডি’ভিলিয়ার্স:

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিলিয়ার্স ৷ এই টুর্নামেন্টে 37টি ছয় মেরেছেন তিনি ৷ মাঠের চারদিকে ছয় মারার দক্ষতার জন্য তাঁকে ‘মিস্টার 360 ডিগ্রি’ হিসাবে পরিচিত ছিলেন ৷ তিনি 2007 থেকে 2015 বিশ্বকাপ পর্যন্ত 23টি ম্যাচ খেলেছেন ৷ তিনি 117’র দুর্দান্ত স্ট্রাইক রেটে 1 হাজার 207 রান করেছেন বিশ্বকাপে ৷

আরও পড়ুন: দু’বার খুব কাছে গিয়েও ব্যর্থ, ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে মরিয়া কিউয়ি-ব্রিগেড

রিকি পন্টিং:

বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৷ তিনি 31টি ছয় মেরেছেন বিশ্বকাপে ৷ পন্টিং 1996 থেকে 2011 পর্যন্ত মোট পাঁচটি বিশ্বকাপে 46 ম্যাচে 42 ইনিংসে 79.95 স্ট্রাইক রেটে 1 হাজার 743 রান করেছেন ৷

ব্রেন্ডন ম্যাককালাম:

নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম মার্কি টুর্নামেন্টে 29টি ছয় মেরেছেন ৷ তিনি 2003 থেকে 2015 পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন ৷ যেখানে তিনি 34 ম্যাচে 27 ইনিংসে 120.84 স্ট্রাইক রেটে 742 রান রয়েছে ৷

আরও পড়ুন: বয়সের নিরিখে সবচেয়ে অভিজ্ঞ 5 ক্রিকেটার, 2023 বিশ্বকাপে চোখ থাকবে যাঁদের দিকে

হার্শেল গিবস:

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্শেল গিবস বিশ্বকাপের ম্যাচে 28টি ছয় মেরেছে ৷ গিবসকে তাঁর সময়ের সবচেয়ে বিপজ্জনক ব্যাটারদের মধ্যে ধরা হয় ৷ তিনি 1999 থেকে 2007 সালের মধ্যে 24টি বিশ্বকাপ ম্যাচে 23 ইনিংসে 87.39 স্ট্রাইক রেটে 1 হাজার 67 রান করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.