ETV Bharat / sports

Last Rites of Bishan Singh Bedi: 'ক্রিকেট তো সবাই খেলে এমন চরিত্র কমজনেরই হয়', বেদীর শেষকৃত্যে আবেগী কপিল

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 6:16 PM IST

দিল্লির লোধি রোড শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষণ সিং বেদীর ৷ উপস্থিত ছিলেন কপিল দেব, বীরেন্দ্রে সেহওয়াগ, জহির খান, মহম্মদ আজহারউদ্দিন, কীর্তি আজাদদের মতো একাধিক প্রাক্তন ক্রিকেটাররা ৷

Last Rites of Bishan Singh Bedi
সর্দার অফ স্পিনের শেষকৃ্ত্যে হাজির কপিল-বীরুরা

বিষণ সিং বেদীর শেষ কৃত্যে হাজির প্রাক্তন ক্রিকেটাররা

নয়াদিল্লি, 24 অক্টোবর: 77 বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের কিংবদন্তি প্রাক্তন স্পিনার বিষণ সিং বেদী ৷ বাঁ-হাতি এই ক্রিকেটার পরিচিত ছিলেন 'সর্দার অফ স্পিন' নামেই ৷ টেস্টে 266টি উইকেট শিকারী এই স্পিনার বাঁ-হাতি স্পিন বোলিংকে শিল্পের রূপ দিয়েছিলেন ৷ মঙ্গলবার দিল্লির লোধি রোড শ্মশানে ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়কের শেষকৃত্য সম্পন্ন হয় ।

শেষকৃত্যে উপস্থিত ছিলেন একাধিক ক্রিকেটার ৷ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব, ক্রিকেটার বীরেন্দ্রে সেহওয়াগ, জহির খান, মহম্মদ আজহারউদ্দিন, কীর্তি আজাদদের ৷ ছিলেন রোহন জেটলি, সাংসদ রমেশ বিধুরি এবং বীরেন্দ্র সচদেবাও ৷ কপিল বলেন, "আমরা সবাই ক্রিকেট খেলেছি আর আমরা সবাই একদিন না একদিন চলে যাব ৷ কিন্তু খুব কম মানুষ এমন চরিত্রের অধিকারী হতে পারেন ৷ যা মনে ভাবতেন, সেটাই বলতেন ৷ এটাই আমি পাজির কাছে শিখতে চেয়েছিলাম ৷ ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট বড় ক্ষতি ৷ উনি একজন দারুণ মানুষ ছিলেন ৷ আমার অধিনায়ক ৷ আমার পরামর্শদাতা ৷"

প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের দাবি, "মাঠে ও মাঠের বাইরে সেরা বন্ধুদের একজন ছিলেন বিষেণ পাজি ৷" ভারতীয় দলের জার্সিতে 1967-79 সাল পর্যন্ত মোট 67টি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ এছাড়া ক্রিকেটজীবনে 10টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি ৷ 1970 সালে বিষণ সিং বেদীকে সম্মানিত করা হয় পদ্মশ্রী পুরস্কারে ৷ ভারতের হয়ে 22টি টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার ৷

আরও পড়ুন: 'আমার পৃথিবী আরেকটু বেশি খালি হয়ে গেল', বেদীর প্রয়াণে শোকাহত তাঁর প্রিয় 'সাশু'

তাঁর প্রয়াণে ব্যথিত গোটা দেশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁর প্রয়াণের পর শোকবার্তা জ্ঞাপন করেছেন ৷ সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটাররা ছাড়াও বলিউডের তরফে শাহরুখ খান, সলমন খান, করণ জোহররাও শোক জ্ঞাপন করেছিলেন তাঁর প্রতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.