ETV Bharat / sports

বিভিন্ন দিশায় বল মারার দক্ষতায় সচিনের থেকে লারাকে এগিয়ে রাখলেন ব্রেট লি

author img

By

Published : Jun 5, 2021, 6:42 PM IST

সচিনের থেকে এগিয়ে লারা, বলছেন ব্রেট লি
সচিনের থেকে এগিয়ে লারা, বলছেন ব্রেট লি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে একটি সাক্ষাৎকারে লি বলেন, ‘‘আমার প্রিয় ক্রিকেটার, যাঁদের বিরুদ্ধে আমি খেলেছি, অবশ্যই সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ৷ তবে লারা অসাধারণ ৷ একই জায়গায় লারাকে 6টি বল করা হলে ও 6 দিকে বল মারতে পারে ৷’’

সিডনি, 5 জুন : ব্রায়ান লারা (Brian Lara) না সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) ৷ সেরা কে ? এই প্রশ্নটা বহুদিন ধরে চলে আসছে ৷ তবে ক্রিকেট দুনিয়া এখনও এর উত্তর খুঁজে পেতে ব্যর্থ ৷ তবে অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি মনে করেন সচিনকে বোলিং করা তুলনামূলক সহজ ৷ লারা ও সচিন দু’জনকেই বোলিং করেছেন লি ৷ তাঁর অভিজ্ঞতা থেকে বলছেন, শট খেলার দিক থেকে বোঝা যেত না লারা কখন কোন শটটি খেলতে চলেছেন ৷ সচিনের ক্ষেত্রে তিনি তা আগে থেকে আন্দাজ করতে পারতেন বলে জানান ব্রেট লি (Brett Lee) ৷

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে একটি সাক্ষাৎকারে লি বলেন, ‘‘আমার প্রিয় ক্রিকেটার, যাঁদের বিরুদ্ধে আমি খেলেছি, অবশ্যই সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ৷ তবে লারা অসাধারণ ৷ একই জায়গায় লারাকে 6টি বল করা হলে ও 6 দিকে বল মারতে পারে ৷ যেমন ধরে নেওয়া যাক আমি যদি অফ স্টাম্প টার্গেট করে পরপর 6টি বল একই জায়গায় রাখি, তাহলে লারা সোজাসুজি মারতে পারেন ৷ স্কোয়ারের পিছন দিকে মারতে পারেন ৷ পয়েন্টর পাশ দিয়ে কাট শট খেলতে পারেন ৷ কভার দিয়ে ড্রাইভ করতে পারেন ৷ অথবা অফ সাইড বরাবর খেলতে পারেন ৷ তিনি এতটাই ভার্সাটাইল ৷’’

380টি ওয়ানডে উইকেট ও 310টি টেস্ট উইকেট নেওয়া লি বলছেন, ‘‘ক্রিকেটীয় প্রযুক্তিগতভাবে তেন্ডুলকর অসাধারণ ৷ তবে কোন দিশায় সচিন খেলবেন, তা আগে থেকে বোঝা যেত ৷’’

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

ব্রেট লি বলেন, ‘‘কিন্তু তুমি যদি সচিনকে দেখ, আমি যদি অফস্টাম্পের বাইরে বল করি, তাহলে আমি জানি ও আমাকে এক্সট্রা কভার দিয়ে খেলবে ৷ যদি আমি অফ স্টাম্প বরাবর বোলিং করি, তাহলে সচিন মিড অফ দিয়ে কাট শট খেলতে পারেন ৷ আমি যদি শট বোলিং করি, তাহলে সচিন হয় কাট শট অথবা পুল শট খেলবে ৷ তাই প্রযুক্তিগত দিক থেকে দু’জনেই বড় মাপের ক্রিকেটার, যাঁদের বিরুদ্ধে আমি খেলেছি ৷ সচিনের ক্ষেত্রে তুমি জান কোথায় বল যাবে, তোমাকে সেটা আটকাতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.