ETV Bharat / sports

ICC World Cup 2023: শান্ত স্বভাবের রোহিত বিশ্বকাপে ভারতের নেতৃত্বের একমাত্র যোগ্য ব্যক্তি, মত পন্টিংয়ের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 1:27 PM IST

Ricky Ponting on Rohit Sharma's Leadership ICC Cricket World Cup: রোহিত শর্মার ভূয়সী প্রশংসা প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের ৷ তৃতীয়বার বিশ্বকাপ জয়ের নিরিখে নেতৃত্ব প্রদানে রোহিত শর্মা একেবারে সঠিক ব্যক্তি বলে মনে করেন তিনি ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X

দুবাই, 17 অক্টোবর: ভারতের তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে শান্ত মাথার রোহিত শর্মাই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একেবারে আদর্শ ব্যক্তি ৷ এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৷ উল্লেখ্য, 2023 ক্রিকেট বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে লিগের প্রথম তিনটি ম্যাচ দাপুটে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ বিশেষত, শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই একছত্র দাপট দেখিয়েছিল ‘রোহিত অ্যান্ড কোম্পানি’ ৷

বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচেই 6 উইকেটে হারিয়েছে ভারত ৷ এর পর দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তান এবং আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে 7 উইকেটে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা ৷ এই মুহূর্তে ভারত পয়েন্ট তালিকায় 3 ম্যাচ খেলে 6 পয়েন্ট ও 1.82 নেট রানরেটে এক নম্বরে রয়েছে ৷ আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘‘রোহিত খুবই শান্ত স্বভাবের ৷ এমনকি ও মাঠে যে সিদ্ধান্ত নেয়, তাও শান্ত মাথায় ৷ এমনকী আপনি ওর খেলার ভঙ্গিমাতেও সেই শান্ত স্বভাব দেখতে পাবেন ৷’’

প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে, ‘‘এমনকী ব্যাটার হিসেবেও খুব একটা আবেগ প্রকাশ করেন না ৷ তাঁর এই স্বভাবটা মাঠের মধ্যে এবং মাঠের বাইরেও দেখা যায় ৷’’ আর সেই কারণেই রোহিতকে ভারতের বিশ্বকাপ অভিযানে একেবারে আদর্শ অধিনায়ক হিসেবে মনে করেন রিকি ৷ আর সেই কারণেই বিরাট কোহলি তাঁর ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারছেন বলে মন্তব্য করেন তিনি ৷

আরও পড়ুন: জোড়া হারের পর প্রথম জয়! শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে 'অক্সিজেন' পেল অস্ট্রেলিয়া

রিকি পন্টিং বলেন, ‘‘বিরাটের মতো ক্রিকেটার, যিনি একটু বেশি হার্ট অন দ্য স্লিভ ও অনুরাগীদের কথা শোনেন ৷ ফলে রোহিতের মতো একজন সেখানে থাকাটা জরুরি ৷’’ তবে, এই মুহূর্তে ভারত জয়ের মধ্যে থাকায় তাদের আত্মবিশ্বাস তুঙ্গে ৷ সেই কারণ, চাপের মধ্যে পড়লেও ভারত সেখান থেকে সহজে বেরিয়ে আসতে পারছে বলে মনে করেন রিকি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.