ETV Bharat / sports

Jhulan Goswami: পিঙ্ক বল টেস্টের পারফরম্যান্স অনুপ্রেরণা জোগাবে, জানালেন ঝুলন

author img

By

Published : Oct 4, 2021, 8:18 PM IST

কুইনসল্যান্ডে ভারতীয় বোলারদের দাপটে ত্রাহি-ত্রাহি রব উঠেছিল অজি শিবিরে ৷ এলিস পেরি এবং অ্যাশলে গার্ডনারের অর্ধশতরানে মুখরক্ষা হয় ব্যাগি গ্রিনদের ৷ তবে সকলকে ছাপিয়ে দেশের প্রথম পিঙ্ক বল টেস্টে শিরোনামে স্মৃতি মন্ধনা ৷

Jhulan Goswami
পিঙ্ক বল টেস্টের পারফরম্যান্স অনুপ্রেরণা জোগাবে, জানালেন ঝুলন

কুইন্সল্যান্ড, 4 অক্টোবর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র পিঙ্ক বল টেস্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়েও জয় অধরা থেকে গিয়েছে ৷ তাতে কী? কুইন্সল্যান্ডে প্রথম গোলাপি বল টেস্টে তাঁদের পারফরম্যান্স ব্যাপক অনুপ্রেরণা জোগাবে বলে জানালেন ঝুলন গোস্বামী ৷ গোলাপি বল টেস্টের সাফল্যকে সঙ্গী করেই আসন্ন টি-20 সিরিজের জন্য গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন ‘চাকদহ এক্সপ্রেস’ ৷

সোমবার এক টুইটে গ্রুপ ফটো পোস্ট করে বঙ্গতনয়া লেখেন, "পিঙ্ক বল টেস্টে দলের পারফরম্যান্স দারুণ অনুপ্রেরণামূলক ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের জন্য গোটা দলের প্রতি শুভেচ্ছা রইল ৷" উল্লেখ্য, কারার ওভালে সদ্য-সমাপ্ত পিঙ্ক বল টেস্টে ভারতীয় ব্যাটারদের পাশাপাশি উজ্জ্বল ছিলেন ভারতীয় বোলাররাও ৷ দুই ইনিংস মিলিয়ে 3 উইকেট ঝুলিতে নিয়ে নিজের জাত চিনিয়েছেন ঝুলনও ৷

পিঙ্ক বল টেস্টে একসময় ভারতীয় বোলারদের দাপটে ত্রাহি-ত্রাহি রব উঠেছিল অজি শিবিরে ৷ এলিস পেরি এবং অ্যাশলে গার্ডনারের অর্ধশতরানে মুখরক্ষা হয় ব্যাগি গ্রিনদের ৷ তবে সকলকে ছাপিয়ে দেশের প্রথম পিঙ্ক বল টেস্টে শিরোনামে স্মৃতি মন্ধনা ৷ প্রথম ইনিংসে ঝকঝকে শতরান হাঁকিয়ে দলকে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন ভারতের এই ওপেনিং ব্যাটার ৷ 216 বলে বাঁ-হাতি ব্যাটারের 127 রান, এছাড়া দীপ্তি শর্মার অর্ধশতরানে প্রথম ইনিংসে 8 উইকেটে 377 রান তুলে ডিক্লেয়ার করে ভারতীয় দল ৷

আরও পড়ুন: আইপিএল অভিষেকেই রেকর্ড গড়লেন উমরান

জবাবে 9 উইকেট হারিয়ে 241 রানে প্রথম ইনিংসে ইতি টানে অজিরা ৷ দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল 3 উইকেটে 135 রান সংগ্রহ করে ডিক্লেয়ার ঘোষণা করলে অস্ট্রেলিয়া 2 উইকেটে 36 রান তুলতেই ম্যাচের যবনিকা পতন হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.