ETV Bharat / sports

Jasprit Bumrah on Fitness: আরও বেশি ম্যাচ প্র্যাকটিস প্রয়োজন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফেরার আগে মত বুমরার

author img

By

Published : Aug 18, 2023, 11:46 AM IST

Jasprit Bumrah on Fitness ETV BHARAT
Jasprit Bumrah on Fitness

Jasprit Bumrah Looking Forward on His Come Back: প্রত্যাবর্তনের ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছেন জসপ্রীত বুমরা ৷ তিনি জানিয়েছেন, আরও অনেক বেশি ম্যাচ খেলতে চান ৷ অর্থাৎ, বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ছন্দে ফেরাতে চাইছেন ভারতীয় পেসার ৷

ডাবলিন, 18 অগস্ট: আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছেন জসপ্রীত বুমরা ৷ তেরো মাস পর পুরোপুরি ফিট হয়ে ক্রিকেট মাঠে ফিরছেন ৷ তাঁর লক্ষ্য ঘরের মাঠে আইসিসি বিশ্বকাপের আগে একশো শতাংশ ম্যাচ ফিট হওয়া ৷ আর তার জন্য যত বেশি সম্ভব ম্যাচ প্র্যাকটিস চান ভারতীয় পেসার ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে এমনটাই জানালেন এই সিরিজে ভারতের অধিনায়ক বুমরা ৷ তাঁর নেতৃত্ব তরুণ ভারতীয় দল 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামবে আজ ৷

গত বছর 14 জুলাই লর্ডসের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন বুমরা ৷ সেই চোট সারিয়ে 2022 সালের 25 সেপ্টেম্বর অজিদের বিরুদ্ধে মাঠে অবশ্য ফিরেছিলেন ৷ কিন্তু, মাত্র একটি ম্যাচে সেই প্রত্যাবর্তনের ইতি হয়ে যায় ৷ এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে ভারতীয় স্পিডস্টারকে ৷ নিউজিল্যান্ডে অস্ত্রোপচারের পর প্রায় 4 মাস এনসিএ-তে রিহ্যাব করে মাঠে ফিরছেন জসপ্রীত বুমরা ৷ এর আগে এনসিএ-তে একটি ছোট ম্যাচের আয়োজন করা হয়েছিল, বুমরার ম্যাচ ফিটনেস পরীক্ষা করার জন্য ৷

আজ থেকে শুরু হওয়া আয়ারল্যান্ড সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার প্রত্যাবর্তন ঘটছে ৷ সেই ম্যাচের আগে ভারত অধিনায়ক জানালেন, তিনি অনেক বেশি ম্যাচ খেলতে চান ৷ তাহলেই তিনি দ্রুত ছন্দে আসতে পারবেন ৷ সাংবাদিকদের প্রশ্নে বুমরা বলেন, "সব ঠিক আছে ৷ ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে ৷ এনসিএ-তে ফিটনেসের উপর কাজ করেছি ৷ অনেক বেশি ম্যাচ খেললে আরও সুবিধা হবে ৷ ভালোও লাগবে।"

আরও পড়ুন: বিনোদনমূলক ম্যাচে স্টেপ-আউট করে শট, ঋষভের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা

আর এই দীর্ঘ সময় ক্রিকেট থেকে বাইরে থাকা নিয়ে বুমরা বলেন, "এত দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলে স্বাভাবিকভাবেই একটা নেতিবাচক চিন্তা চলে আসে ৷ কিন্তু দ্রুত ফিট হতে যা যা করা দরকার আমি সবই করছি ৷ একটা চোট থেকে পুরোপুরি সুস্থ হতে শরীরের যতটা সময় দরকার আমি সেটা দিয়েছি ৷"

উল্লেখ্য, বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি-20 সিরিজ ছাড়াও, এশিয়া কাপ রয়েছে ৷ সেখানে বুমরা অন্ততপক্ষে 5টি ম্যাচ পাবেন ৷ আর বিশ্বকাপের আগে এ বারের এশিয়া কাপ 50 ওভারের হচ্ছে ৷ ভারত ফাইনালে উঠতে পারলে 6টি ম্যাচ পাবেন বুমরা ৷ এরপর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবেন ভারতীয় পেসার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.