ETV Bharat / sports

Virat Kohli: আইপিএলে কড়া বায়ো-বাবলের হয়ে সওয়াল কোহলির

author img

By

Published : Sep 13, 2021, 10:31 PM IST

19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷ দ্বিতীয় দিনেই মাঠে নামছে কোহলি অ্যান্ড কোং ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিরাটদের প্রথম প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ৷

Virat Kohli
আইপিএলে কড়া বায়ো-বাবলের হয়ে সওয়াল কোহলির

দুবাই, 13 সেপ্টেম্বর : বায়ো-বাবলে করোনার হানায় দেশের মাটিতে মাঝপথেই স্থগিত করে দিতে হয়েছিল 2021 আইপিএল ৷ 19 সেপ্টম্বর থেকে মরু শহরে শুরু হচ্ছে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি ৷ চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে গিয়েছেন ক্রিকেটাররা ৷ মরু শহরে পৌঁছে কড়া বায়ো-বাবলের হয়ে সওয়াল করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি ৷

সম্প্রতি বায়ো-বাবলের নিয়ম লঙ্ঘনের ফল ভুগে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে ৷ সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে বায়ো-বাবল থেকে বেরিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন কোহলির বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দেওয়াকে ভালভাবে নেয়নি বিসিসিআই ৷ কারণ সিরিজের শেষ টেস্টের আগে শাস্ত্রী-সহ অনান্য সাপোর্ট স্টাফের করোনা আক্রান্ত হওয়ার জন্য স্থগিত হয়ে যায় ম্যাঞ্চেস্টার টেস্ট ৷

এখান থেকে শিক্ষা নিয়ে এবার আইপিএলে কড়া বায়ো-বাবলের কথা জানালেন কোহলি ৷ সোমবার আরসিবি-র ডিজিটাল মিডিয়ায় ক্যাপ্টেন কোহলি বলেন, " দুর্ভাগ্যজনক কারণে আমরা এখানে আগে চলে এসেছি ৷ কিন্তু কোভিডের কথা কেই বলতে পারে না ৷ যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে ৷ আশা করব, ভাল, শক্তিশালী এবং নিরাপদ বায়ো-সিকিউর পরিবেশের মধ্যে থেকে আইপিএল খেলব ৷"

আরও পড়ুন: দুবাই পৌঁছলেন কোহলি, থাকতে হবে ছ'দিনের কোয়ারেন্টাইনে

আইপিএলের পরই সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে হবে টি-20 বিশ্বকাপ ৷ তাই আরও বেশি ক্রিকেটারদের সতর্ক থাকা প্রয়োজন বলেন মনে করেন আরসিবি অধিনায়ক ৷ কোহলি বলেন, "এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সময় ৷ আইপিএলের পাশাপাশি বিশ্বকাপের জন্যও এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন সময় ৷"

2021 আইপিএলের দ্বিতীয় পর্ব খেলতে রবিবারই দুবাই পৌঁছেছেন আরসিবি ক্যাপ্টেন কোহলি ৷ চাটার্ড বিমানে ম্যাঞ্চেস্টার থেকে মরু শহরে পৌঁছন বিরাট ও তাঁর সতীর্থ মহম্মদ সিরাজ ৷ 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷ দ্বিতীয় দিনেই মাঠে নামছে কোহলি অ্যান্ড কোং ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিরাটদের প্রথম প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.