ETV Bharat / sports

IPL 2023: যশস্বী এবং বাটলারের ব্যাটে বড় রান রাজস্থানের, দিল্লির সামনে 200 রানের লক্ষ্য

author img

By

Published : Apr 8, 2023, 3:46 PM IST

Updated : Apr 8, 2023, 5:30 PM IST

IPL 2023 ETV BHARAT
IPL 2023

রাজস্থানের বিরুদ্ধে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম জয়ের খোঁজে দিল্লি ক্যাপিটালস ৷ টস জিতে প্রথমে বোলিং নিলেও, ব্যাট হাতে শুরুটা ভালো করেছেন রাজস্থানের ব্যাটাররা ৷

গুয়াহাটি, 8 এপ্রিল: বিধ্বংসী ব্যাটিং রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটির ৷ যশস্বী জয়সওয়াল (31 বলে 60 রান) এবং জস বাটলারের (51 বলে 79 রান) ব্যাটিং তাণ্ডবে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 199 রান তুলল রাজস্থান রয়্যালস ৷ শনিবার দিল্লি বোলারদের রীতিমতো তুলোধনা করেন দুই ওপেনার ৷ শুরু থেকেই পাওয়ার ব্যাটিংয়ে দিল্লির বোলাররা ছন্নছাড়া হয়ে যান ৷ দিল্লির বড় ভরসা এনরিক নর্ৎজে 4 ওভারে 44 রান দিয়েছেন ৷ কিন্তু, কোনও উইকেট পাননি তিনি ৷

আজকের ম্যাচে নিজেদের প্রথম জয় খুঁজছে দিল্লি ৷ সেই জয়ের আশায় দিল্লি ক্যাপিটালস 3টি পরিবর্তন করেছে প্রথম একাদশে ৷ কিন্তু, তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে ৷ দিল্লির সামনে দু’শো রানের লক্ষ্য দিয়েছে রাজস্থান ৷ সেই রান তাড়া করতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে দিল্লি ক্যাপিটালসকে ৷ আজ পৃথ্বী শ এবং সরফরাজ খানকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রিজার্ভে রেখেছে টিম ম্যানেজমেন্ট ৷ পৃথ্বীকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শুরুতেই নামাতে পারে তারা ৷

তবে, দিল্লির বোলিং বিভাগ এ দিনও তাদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ খলিল আহমেদ 2 ওভারে 31 রান দিয়েছেন ৷ এনরিক নর্ৎজে 4 ওভারে 44 রান দিয়েছেন ৷ মুকেশ কুমার 2 উইকেট নিলেও 36 রান দিয়েছেন ৷ অক্ষরও ব্যর্থ ৷ একমাত্র কুলদীপকে আজ নিয়ন্ত্রিত বোলিং করতে দেখা গিয়েছে ৷ রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়াল শুরুটা বিধ্বংসী মেজাজে করেন ৷ পাওয়ার প্লে-র পরেও তাঁর সেই ঝাঁঝ জারি ছিল ৷ আউট হওয়ার আগে 31 বলে 60 রানের ইনিংস খেলেন তিনি ৷ বাটলার (79) এ দিন কিছুটা নিয়ন্ত্রিত ব্যাটিং করেন ৷ তবে, প্রায় শেষ পর্যন্ত টিকে ছিলেন ৷ ব্যাটে রান পেয়েছেন সিমরন হেটমায়ার ৷ তিনি 21 বলে 39 রানে অপরাজিত ছিলেন ৷

আরও পড়ুন: আইপিএল ক্লাসিকোয় বোলিং বিভাগই নিয়ে চিন্তায় দুই অধিনায়ক

আগামী কয়েকটি ম্যাচে দিল্লি ডাগ-আউটে থাকবেন না মিচেল মার্শ ৷ তিনি অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন বিয়ে করার জন্য ৷ আজ দিল্লি প্রথম একাদশে সুযোগ পেয়েছেন মণীশ পাণ্ডে ৷ রাজস্থান রয়্যালসে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন সন্দীপ শর্মা ৷ তারা একটি বদলই করেছে ৷ উল্লেখ্য, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থানের এটাই শেষ ম্যাচ ৷ এরপর ফের সোওয়াই মান সিং স্টেডিয়ামে ফিরে যাবে রাজস্থান রয়্যালসের ক্যাম্প ৷ সেখানে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছে রয়্যালস ৷

Last Updated :Apr 8, 2023, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.