ETV Bharat / sports

IPL Play-offs at Eden : প্লে-অফেও ইডেনে বৃষ্টির ভ্রুকুটি, ম্যাচ ভেস্তে গেলে কী বলছে আইপিএলের নিয়ম ?

author img

By

Published : May 22, 2022, 11:13 AM IST

শনিবারের ঝোড়ো হাওয়া সঙ্গে বিরাট বৃষ্টি, দুইয়ের দাপটে বিধ্বস্ত ইডেন গার্ডেন্স । প্রবল ঝড়-বৃষ্টিতে বারবার উড়ে যেতে থাকে মাঠের কভার । সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইডেনের প্রেসবক্সের । ভেঙে গিয়েছে প্রেসবক্সের কাঁচ । মঙ্গলবার বা বুধবারের ম্যাচে সেই পরিস্থিতি হলে কী হবে ? কী বলছে আইপিএলের নিয়ম (IPL Play-offs at Eden Gardens) ?

IPL News
ম্যাচ ভেস্তে গেলে কী বলছে আইপিএলের নিয়ম ?

কলকাতা, 22 মে : দু'বছর পরে ইডেনে ফিরছে আইপিএল । মঙ্গলবার, বুধবার কলকাতায় আইপিএলের প্লে-অফের ম্যাচ রয়েছে । প্রতিবারের মত আয়োজনে কোনও ত্রুটি রাখছে না সিএবি । প্রস্তুতি খতিয়ে দেখতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে শনিবার বিকেলে ইডেনে এসেছিলেন । এসেছিলেন নগরপাল বিনীত গোয়েলও ৷ তার মধ্যেই নেমে এসেছে বিপর্যয় ৷ ঝোড়ো হাওয়া সঙ্গে বিরাট বৃষ্টি, দুইয়ের দাপটে বিধ্বস্ত ইডেন গার্ডেন্স । প্রবল ঝড়-বৃষ্টিতে বারবার উড়ে যেতে থাকে মাঠের কভার । সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইডেনের প্রেসবক্সের । ভেঙে গিয়েছে প্রেসবক্সের কাঁচ (Glass of Eden Gardens Press box broke due to Kalbaisakhi) ।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনেও বৃষ্টির ভ্রুকুটি জারি রয়েছে বঙ্গে ৷ সেক্ষেত্রে আইপিএল মহারণের দিনেও ভাসতে পারে ক্রিকেটের নন্দনকানন ৷ সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, প্রেসবক্স সারিয়ে ফেলা হচ্ছে ৷ ইডেনের যা পরিকাঠামো, তাতে ম্যাচের দিন বৃষ্টি হলে তা থামার একঘণ্টার মধ্যে ফের ম্যাচ শুরু করে দেওয়া যাবে ৷

আরও পড়ুন : কালবৈশাখীতে বিধ্বস্ত ইডেন ! ভাঙল প্রেসবক্সের কাঁচ, উড়ল মাঠের কভার

শনিবারের কালবৈশাখীতে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন ৷ সাময়িকভাবে বন্ধ ছিল মোহনবাগান-বসুন্ধরার এএফসি কাপের ম্যাচ ৷ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় ফের তা চালু হয় ৷ মঙ্গলবার বা বুধবারের ইডেনে সেই পরিস্থিতি হলে কী হবে ?

IPL News
শনিবারের কালবৈশাখীতে বিপর্যস্ত ইডেন, ভেঙেছে প্রেসবক্সের কাঁচ
  • আইপিএলের নিয়ম কী বলছে ?

ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে দু'ঘণ্টা অপেক্ষা করা হবে । এর মধ্যে যদি খেলা শুরু করা যায়, তাহলে পুরো 20 ওভারই খেলা হবে । আইপিএলের নিয়ম বলছে, তা না হলেও দু’দলকে অন্তত 5 ওভার করে খেলতে হবে । সেক্ষেত্রে ওভার সংখ্যা কমিয়েও খেলা শুরুর চেষ্টা করা হবে ৷

  • বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে কী হবে ?

মঙ্গলবারের প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার জন্য গুজরাত পৌঁছে যাবে ফাইনালে । সেক্ষেত্রে সরাসরি রাজস্থানকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে । বুধবারের এলিমিনেটরের ক্ষেত্রেও একই নিয়ম । সেই ম্যাচ না হলে চতুর্থ স্থানে থাকা ব্যাঙ্গালোর ছিটকে যাবে ৷ রাজস্থানের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে লখনউ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.