ETV Bharat / sports

জিতলেও মিডল ওভারের ব্যাটিং নিয়ে চিন্তিত রোহিত

author img

By

Published : Apr 18, 2021, 1:27 PM IST

ওপেনিং জুটি এবং পোলার্ড ছাড়া মিডল অর্ডার ব্যর্থ ৷ এবিষয়ে হিটম্যান বলেন, আমার বিশ্বাস আমরা মিডল ওভারে আরও ভালো ব্যাট করতে পারি ৷ আমাদের দলের খেলোয়াররা যথেষ্ট ক্রিকেট খেলেছেন এই ধরণের পিচে ৷ তাঁদের উচিত আরও ভালো ব্যাট করা ৷

রোহিত
রোহিত

চেন্নাই, 18 এপ্রিল : হায়দরাবাদের বিরুদ্ধে জয় এলেও মিডল ওভারের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক রোহিত ৷ এদিন জয়ের পর তিনি মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ভালো ব্যাট করতে বলেন ৷

শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিলেন রোহিত এবং ডি কক ৷ রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের জুটিতে ওঠে 55 রান ৷ পাওয়ার প্লে-র পর প্রথম উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স ৷ এরপর ডি কক 40 এবং রোহিত 32 রানে আউট হওয়ার পর, মিডল অর্ডার কার্যত ব্যর্থ ৷ একসময়ে ওপেনিং পার্টনারশিপ দেখে 180 রান বোর্ডে উঠবে মনে হলেও নির্ধারিত 20 ওভারে মাত্র 150 রান তুলতে সক্ষম হয় মুম্বই ৷ তাও সৌজন্যে পোলার্ডের ঝোড়ো ব্যাটিং ৷ ওপেনিং জুটি এবং পোলার্ড ছাড়া মিডল অর্ডার ব্যর্থ ৷ এবিষয়ে হিটম্যান বলেন, ‘‘আমার বিশ্বাস আমরা মিডল ওভারে আরও ভালো ব্যাট করতে পারি ৷ আমাদের দলের খেলোয়াররা যথেষ্ট ক্রিকেট খেলেছেন এই ধরণের পিচে ৷ তাঁদের উচিত আরও ভালো ব্যাট করা ৷ খেলার বিষয়ে কয়েকটা দিক আমাদের ঠিক করা দরকার ৷’’ তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, এই ধরণের পিচে এসে প্রথম বল থেকেই চালিয়ে খেলা কঠিন ৷ তাই একজন সেট ব্যাটসম্যানের উচিত এক প্রান্তে শেষ অবধি খেলা ৷

আরও পডু়ন : সামনে 'বিরাট' বাধা, জয়ের সরণীতে ফিরতে মরিয়া মরগ্যান বাহিনী

তবে এদিন পোলার্ডের প্রশংসা করেন অধিনায়ক ৷ বলেন, "পলি আমাদের জন্য ইনিংসের শেষদিকে এই কাজটা অনেক বছর ধরে করে আসছে ৷ পিচে যত সময় কাটাবে ওঁর আত্মবিশ্বাস বাড়বে ৷" বোলারদের প্রশংসা করতে ভোলেননি রোহিত ৷ বোলারদের প্রসংশায় হিটম্যান বলেন, ‘‘এই ধরণের পিচে ভালো বোলিং করা খুবই শক্ত ৷ তবুও আমাদের বোলিং বিভাগ খুবই ভালো বল করেছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.