ETV Bharat / sports

IPL 2023: জাতীয় রাজধানীতে প্রথম জয়ের খোঁজে সৌরভের দিল্লি, সচিনের মুম্বই

author img

By

Published : Apr 11, 2023, 2:30 PM IST

IPL 2023 ETV BHARAT
IPL 2023

আজ ঘরের মাঠে চতুর্থ ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস ৷ এই ম্যাচ জিতে পয়েন্টের খাতাও খুলতে চাইবে টানা তিন ম্যাচ হারা দিল্লি ৷ একই অবস্থা তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সেরও ৷ মুম্বই তাদের প্রথম 2 ম্যাচ হেরে আজ দিল্লির বিরুদ্ধে নামছে ৷

নয়াদিল্লি, 11 এপ্রিল: আইপিএল সিজন 16-র প্রথম জয় খুঁজছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ এই দুই শিবিরের দায়িত্বে রয়েছে বিশ্ব ক্রিকেটের প্রাক্তন তাবড় অধিনায়করা ৷ দিল্লিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিং ৷ মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন, সচিন তেন্ডুলকর এবং মাহেলা জয়বর্ধনে ৷ বিশ্ব ক্রিকেটে একসময় যাঁরা দাবিয়ে বেড়িয়েছে ৷ আইপিএল-এ তাঁদের দল এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ৷ ঘরের মাঠে দিল্লি আজ তাদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ৷ ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনবিভাগেই এই মরশুমে নড়বড়ে ৷

মুম্বইয়ের অবস্থাও শোচনীয় ৷ রোহিত শর্মার দলের সমস্যা আবার অন্যত্র ৷ যেদিন ব্যাটিং ক্লিক করে, সেদিন বোলাররা রান দিচ্ছেন ৷ আর বোলাররা ঠিকঠাক পারফর্ম করলে, ব্যাটে রান পাচ্ছেন না প্লেয়াররা ৷ রোহিতের মুম্বই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ৷ গতবারের রেকর্ড বলছে রোহিত শর্মার দল টানা 9 ম্যাচ হেরেছিল ৷ আইপিএল-এর হারের রেকর্ডে এখনও সর্বোচ্চ ৷ কিন্তু, সেই রেকর্ডের ধারে কাছেও যেতে চাইবেন না রোহিতরা ৷

অন্যদিকে, দিল্লি শিবির তাদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে মুখ থুবড়ে পড়েছে দিল্লি ক্যাপিটালস ৷ বোলাররা যেমন ব্যর্থ হয়েছেন ৷ তেমনি ফিল্ডিং ও ব্যাটিংয়েও নজরে এসেছে জঘন্য পারফর্ম্যান্স ৷ আর দিল্লির ডাগ আউটে বসে সেটাই চাক্ষুস করতে হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ যিনি দিল্লির মেন্টর তথা ক্রিকেট ডিরেক্টর ৷ সঙ্গে রয়েছেন হেড কোচ রিকি পন্টিং ৷ বিশ্ব ক্রিকেটের স্ট্র্যাটেজি তৈরির ক্ষেত্রে সেরা দুই মাথা দিল্লি ক্যাপিটালসে রয়েছে ৷ তা সত্ত্বেও পরপর 3 ম্যাচে হার দিল্লির সমস্যা বাড়িয়েছে ৷

আরও পড়ুন: রবিবারের রাত বিভীষিকা ছিল দয়াল পরিবারের কাছে

দিল্লি ক্রিকেটাররা যখন মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণের জবাব খুঁজতে গিয়ে নাজেহাল ৷ সেই সময় ডাগ আউটে নির্বিকার থাকতে দেখা গিয়েছে বিশ্ব ক্রিকেটের সেরা দুই ক্রিকেট মস্তিষ্ককে ৷ আজকের এই দ্বৈরথ আবার মহারথীদের একদিকে সৌরভ অন্যদিকে সচিন ৷ তবে, কাদের স্ট্র্যাটেজি ক্লিক করবে ? মাঠে প্লেয়ারদের উপর নির্ভর করছে ৷ দিল্লির সবচেয়ে বড় সমস্যা তাঁদের ব্যাটিং ৷ একমাত্র ওয়ার্নার ছাড়া আর কেউ ধারাবাহিক নয় ব্যাট হাতে ৷ তাই পৃথ্বী শ, সারফরাজ খান, রাইলি রসৌউ, রভম্যান পাওয়েলদের ব্যাটে রান চাইবে ম্যানেজমেন্ট ৷

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স তাদের মিডল-অর্ডারের থেকে প্রত্যাশা রাখবে ৷ বিশেষত, সূর্যকুমার যাদবদের থেকে ৷ এ বছর সূর্যকুমার ৷ যাদবের ব্যাটে রান সেভাবে আসেনি ৷ পাশাপাশি, বিদেশি ব্যাটারদের থেকেও রান চাইছে মুম্বই শিবির ৷ বিশেষত, ক্রিস গ্রিন, টিম ডেভিডের ব্যাটে ৷ মুম্বই আজকের ম্যাচে বদল আনলেও আনতে পারে ৷ দক্ষিণ আফ্রিকার বেবি এবি, ডেওয়াল্ড ব্রেভিসকে খেলাতে পারে মুম্বই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.