ETV Bharat / sports

KKR vs DC : দুরন্ত বোলিংয়ে দিল্লিকে অল্প রানে বেঁধে রাখল কলকাতা

author img

By

Published : Sep 28, 2021, 5:25 PM IST

Updated : Sep 28, 2021, 6:29 PM IST

Sunil Narine
দুরন্ত বোলিংয়ে দিল্লিকে অল্প রানে বেঁধে রাখল কলকাতা

শারজার ছোট মাঠে দেখা গেল না পন্থ-স্মিথদের 'বিগ হিট' ৷ বল হাতে ভেলকি দেখালেন কেকেআর বোলাররা ৷ দিল্লির কোনও ব্যাটারই 40 রানের গণ্ডি ছুঁতে পারেননি ৷ মাত্র তিন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ৷

শারজা, 28 সেপ্টেম্বর : আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ডেথ ওভার বোলিংয়ের জন্য ম্যাচ হারতে হয়েছে নাইটদের ৷ কিন্তু পরের ম্যাচেই ইয়ন মরগ্যানদের স্বস্তি দিলেন তাঁর বোলাররা ৷ শারজার ছোট মাঠে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে অল্প রানে বেঁধে রাখল কলকাতা নাইট রাইডার্স ৷ সুনীল নারাইন ও লকি ফার্গুসনের দুরন্ত বোলিংয়ে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 127 রান তুলেছে ক্যাপিটালস ৷

শারজার ছোট মাঠেও ইনিংসে কোনও ছক্কা হাঁকাতে পারেননি দিল্লি ব্যাটাররা ৷ মরু শহরে প্রথম দুটি ম্যাচ জিতে দারুণ ছন্দে থাকা পন্থদের 130 রানের আগেই বেঁধে রাখেন নাইট বোলাররা ৷ স্লো পিচে প্রথম টস জিতে ক্যাপ্টেন মরগ্যানের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করেন নাইট বোলাররা ৷ এদিন পৃথ্বী শ'র পরিবর্তে শিখর ধাওয়ানের সঙ্গে দিল্লির ইনিংস শুরু করেছিলেন স্টিভ স্মিথ ৷ ক্যাপিটালসের হয়ে মরু শহরে প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুটা ভাল করলেও বড় ইনিংস করতে পারেননি স্মিথ ৷ ধাওয়ান-স্মিথ জুটি 35 রান যোগ করলেও শুরু থেকেই দিল্লি ওপেনারদের ছন্দে দেখা যায়নি ৷

আরও পড়ুন : ব়্যাঙ্কিংয়ে পিছলেন মিতালি, এগোলেন ঝুলন

ধাওয়ানকে ব্যক্তিগত 24 রানে ডাগ-আউটে ফিরিয়ে দিল্লিকে প্রথম ধাক্কা দিয়েছিলেন লকি ফার্গুসন ৷ তার পর নারাইনের দুরন্ত গুগলিতে ক্রিজে এসেই ফিরে যান প্রাক্তন দিল্লি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ৷ 5 বলে এক রান করেন তিনি ৷ এরপর স্মিথের সঙ্গে ক্যাপ্টেন পন্থ ইনিংসের হাল ধরেন ৷ কিন্তু ব্যক্তিগত 39 রানে স্মিথকে ফিরিয়ে ম্যাচের রাশ নাইটদের হাতে তুলে নেন ফার্গুসন ৷ ইনিংসের শেষ ওভারে 39 রানে রান-আউট হন পন্থ ৷ দিল্লির কোনও ব্যাটারই এদিন ছয় মারতে পারেননি ৷ ইনিংসে এদিন মাত্র 14টি বাউন্ডারি মারেন ক্যাপিটালস ব্যাটাররা ৷ ঘরের মাঠে প্রথম সাক্ষাতে কলকাতা হারলেও নাইটদের সামনে এদিন প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ ৷

Last Updated :Sep 28, 2021, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.