ETV Bharat / sports

KKR Win : কোহলিদের পর্যুদস্ত করে 'বিরাট' জয় নাইটদের

author img

By

Published : Sep 20, 2021, 10:28 PM IST

2021 আইপিএলে ঘরের মাঠে স্বপ্নের শুরু করেছিল আরসিবি ৷ প্রথমবার আইপিএলের ইতিহাসে শুরুতেই টানা দুইয়ের বেশি ম্যাচ জিতেছিল কোহলি অ্যান্ড কোং ৷ কেকেআর-এর বিরুদ্ধে প্রথম সাক্ষাতে 38 রানে জয় পেয়েছিল আরসিবি ৷ কিন্তু দ্বিতীয় সাক্ষাতে নাইটদের সামনে নাস্তানাবুদ বিরাটবাহিনী ৷

KKR Win
কোহলিদের পর্যুদস্ত করে 'বিরাট' জয় নাইটদের

আবুধাবি, 20 সেপ্টেম্বর : এভাবেও ফিরে আসা যায় ! মরু শহরে নাইটদের স্বপ্নের প্রত্য়াবর্তনের ক্যাচলাইনে এই শব্দগুলি 'বিরাট' জয়ের সঙ্গে সত্যিই মানানসই ৷ সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একতরফা ম্যাচে বিরাট কোহলির আরসিবি-কে 9 উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স ৷ মরু শহরে প্রথম ম্যাচেই কিং খানের দলের এই পারফরম্যান্স নি:সন্দেহে নাইট সমর্থকদের আশা জোগাবে ৷

লক্ষ্য মাত্র 92 ৷ সুতরাং ভয়ডর না-করেই শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন দুই নাইট ওপেনাররা শুভমন গিল ও ভেঙ্কটেশ আইয়ার ৷ গিল বেশি আক্রমণাত্ম হলেও তাঁকে সঙ্গ দেন এদিন নাইট জার্সিতে আইপিএল অভিষেক হওয়ায় আইয়ারের ৷ পাওয়ার প্লে-তে কোনও উইকেট না-হারিয়ে 56 রান যোগ করে কেকেআর-ক জয়ের পথে এগিয়ে দেন দুই ওপেনার ৷ পাওয়ার প্লে-র পরও নাইট ওপেনারদের আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত থাকে ৷ দশম ওভারে প্রথম উইকেট হারায় কেকেআর ৷ তুলে মারতে গিয়ে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসেন গিল ৷ 34 বলে একটি ছয় ও হাফ-ডজন বাউন্ডারির সাহায্যে 48 রান করে যুবেন্দ্র চাহালের শিকার হন তিনি ৷ তবে 27 বলে সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা-সহ 41 রানের অপরাজিত ইনিংস খেলে নাইটদের জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার ৷ সেই সঙ্গে অভিষেকেই নজর কাড়লেন এই নাইট ব্যাটসমান ৷

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে নাইট বোলারদের দাপুটে বোলিংয়ে বিরুদ্ধে মাত্র 92 রানে শেষ হয়ে যায় আরসিবি ইনিংস ৷ বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেলের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র 19 ওভারেই অল-আউট হয়ে যায় কোহলি অ্যান্ড কোং ৷ ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেনকে তুলে নিয়ে আরসিবি-কে বড় ধাক্কা দিয়েছিলেন বরুণ ৷ মাত্র 5 রান করে ডাগ-আউটে ফেরেন কোহলি ৷ এরপর দেবদূত পারিক্কল ও এস ভরত ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সফল হননি ৷ লকি ফার্গুসন ব্যক্তিগত 22 রানে পারিক্ককে তুলে নেন ৷

আরও পড়ুন : বিরাটদের 92 রানে শেষ করে দিল কেকেআর

এপ্রিলে 2021 আইপিএলে ঘরের মাঠে স্বপ্নের শুরু করেছিল কোহলির আরসিবি ৷ প্রথমবার আইপিএলের ইতিহাসে শুরুতেই টানা দুইয়ের বেশি ম্যাচ জিতেছিল কোহলি অ্যান্ড কোং ৷ কেকেআর-এর বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিল আরসিবি ৷ চেন্নাইয়ে প্রথম সাক্ষাতে নাইটদের বিরুদ্ধে 204 রান তুলেছিল বিরাটবাহিনী ৷ কিন্তু মরু শহরে নাইটদের বিরুদ্ধে প্রথম ব্যাটিং নিয়েও নিয়মিত উইকেট হারিয়ে একশো রানের গণ্ডিও ছুঁতে পারল না আরসিবি ৷ সৌজন্যে বরুণ ও রাসের দুরন্ত বোলিং ৷ 3 ওভারে মাত্র 9 রান খরচ করে তিন উইকেট তুলে নেন রাসেল ৷ আর 4 ওভারে হাত ঘুরিয়ে 13 রান দিয়ে তিনটি উইকেট নেন বরুণ ৷ এছাড়া লকি ফার্গুসন 2টি এবং প্রসিদ্ধ কৃষ্ণা একটি উইকেট নেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.