ETV Bharat / sports

Harshal Patel: বুমরাকে টপকে আইপিএলে নয়া নজির হর্ষলের

author img

By

Published : Oct 6, 2021, 11:01 PM IST

সানরাইজার্সের বিরুদ্ধে লিগের 13 তম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ ওই ম্যাচে সানরাইজার্সে ইনিংসের 18 তম ওভারে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন হর্ষল ৷ গত মরশুমে জসপ্রীত বুমরার 27টি উইকেটের নজির ভেঙে চলতি মরশুমে 28 উইকেট ঝুলিতে ভরে নেন তিনি ৷

Harshal Patel
বুমরাকে টপকে আইপিএলে নয়া নজির হর্ষলের

আবু ধাবি: 2021 আইপিএল কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে হর্ষল প্যাটেলের ৷ দেশের মাটিতে আইপিএলের প্রথম পর্বে ছিলেন দারুণ ছন্দে ৷ তুলে নিয়েছিলেন একটি হ্যাটট্রিক ৷ দ্বিতীয় পর্বে মরু শহরে এসেও সমান বিধ্বংসী তিনি ৷ আর এই ধারাবাহিক ফর্মই নয়া পালক যুক্ত করল হর্ষলের মুকুটে ৷ জসপ্রীত বুমরাকে টপকে আইপিএলে নয়া নজির হর্ষল প্যাটেলের ৷ মুম্বই স্পিডস্টারকে টপকে আইপিএলে একই মরশুমে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হলেন কোহলির দলের এই বোলার ৷

বুধবার সানরাইজার্সের বিরুদ্ধে লিগের 13 তম ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ ওই ম্যাচে সানরাইজার্সে ইনিংসের 18 তম ওভারে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন হর্ষল ৷ গত মরশুমে জসপ্রীত বুমরার 27টি উইকেটের নজির ভেঙে চলতি মরশুমে 28 উইকেট ঝুলিতে ভরে নেন তিনি ৷ এদিন ম্যাচে 3টি উইকেট সংগ্রহ করেন হর্ষল ৷ গুজরাত পেসারের ঝুলিতে কেন উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা এবং জেসন হোল্ডারের উইকেট ৷

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় সানরাইজার্সকে 141 রানে বেঁধে রাখে আরসিবি ৷ দ্বিতীয় উইকেটে রয়-কেন জুটি ভরসা জোগালেও তার ফায়দা তুলতে ব্যর্থ হয় সানরাইজার্স ৷ 5টি বাউন্ডারির সাহায্যে 38 বলে 44 রান করে ডাগ-আউটে ফেরেন জেসন রয় ৷

আরসিবি বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারানো লিগের 'লাস্ট বয়' হায়দরাবাদ কোনক্রমে ভদ্রস্থ স্কোর খাড়া করে ৷ ঋদ্ধিমান করেন 8 বলে 10 রান, হোল্ডার করেন 13 বলে 16 ৷ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 7 উইকাট হারিয়ে 141 রান তোলে অরেঞ্জব্রিগেড ৷ আরসিবি-র হয়ে বল হাতে সবচেয়ে সফল হর্ষল প্যাটেল ৷ 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.