ETV Bharat / sports

IPL Updates : চোটের জন্য আইপিএল থেকে আউট চাহার, দিল্লির দলে করোনার সংক্রমণ

author img

By

Published : Apr 15, 2022, 6:12 PM IST

csk-all-rounder-deepak-chahar-ruled-out-of-the-ipl-for-injury
IPL Updates : চোটের জন্য আইপিএল থেকে আউট চাহার, দিল্লির দলে করোনার সংক্রমণ

আইপিএল কর্তৃপক্ষের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, দু’জন বোলার চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ৷ একজন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) দীপক চাহার ৷ আর দ্বিতীয়জন কলকাতার রাশিখ সালাম ৷ এছাড়া দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ফিজিও প্যাট্রিক ফারহার্ট কোভিড পজিটিভ ৷

মুম্বই, 15 এপ্রিল : শুক্রবার চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের বোলার দীপক চাহার (CSK all-rounder Deepak Chahar ruled out of the IPL for injury) ৷ এবার চাহারের কোমরে চোট লেগেছে ৷ এর আগে তিনি হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছিলেন ৷ সেই ঘটনাটি ঘটে গত ফেব্রুয়ারিতে ৷ সেই সময় চাহার দেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছিলেন ৷

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্টের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে (Delhi Capitals physio Patrick Farhart tested positive for COVID-19) ৷ এছাড়া চোটের জন্য আইপিএল (Indian Premier League) থেকে ছিটকে গেলেন আরও এক পেসার ৷ তিনি রাশিখ সালাম ৷ তিনি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলছিলেন ৷ তাঁর বদলে দিল্লির পেসার হারসিত রানাকে দলে অন্তর্ভুক্ত করেছে শ্রেয়স আইয়ারের দল ৷ আইপিএল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এর জন্য হরসিতকে কেকেআর 20 লক্ষ টাকা দেবে ৷ এবারের আইপিএলে ওটাই ছিল হরসিতের বেস প্রাইজ ৷

তবে খেলোয়াড়দের চোটের চেয়েও আইপিএল কর্তৃপক্ষকে বেশি ভাবাচ্ছে করোনার সংক্রমণ (Covid Infection) ৷ কারণ, করোনার সংক্রমণ আবার একটু একটু করে বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ তার মধ্যে প্যাট্রিকের কোভিড পজিটিভ হওয়া আরও চিন্তা বৃদ্ধি করল ৷ দিল্লি ক্যাপিটালসের তরফে জানা গিয়েছে যে, প্যাট্রিককে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে ৷ অন্য খেলোয়াড়দেরও কোভিড সংক্রান্ত সতর্কতা মেনে চলতে বলা হয়েছে ৷

গতবার করোনার জেরে ধাক্কা খেয়েছিল আইপিএল ৷ প্রতিযোগিতা শুরু হওয়ার পরও বন্ধ করে দেওয়া হয় করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ৷ পরে সংযুক্ত আরব আমিরশাহীতে সেই প্রতিযোগিতার শেষ অংশ অনুষ্ঠিত হয় ৷ এবারও কি তাই হবে ? উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন : KKR Celebrate Bengali New Year : নববর্ষে রসগোল্লায় মজে কামিন্স, ভাঙা বাংলায় অনুরাগীদের জানালেন শুভেচ্ছাও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.