ETV Bharat / sports

DC vs CSK in IPL 2022 : চেন্নাইয়ের কাছে হেরে প্লে-অফের রাস্তা কঠিন হল দিল্লির, নয়ে নামল কলকাতা

author img

By

Published : May 9, 2022, 7:23 AM IST

রুতুরাজ-কনওয়ে ঝড়ে 91 রানে ‘দিল্লি বধ’ করেছে ধোনিরা ৷ সিএসকের প্লে-অফ ভাগ্য না-বদলালেও হেরে শেষ চারের রাস্তা কঠিন করে ফেলল ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নাররা (Chennai Super Kings beat Delhi Capitals by 91 runs) ৷

IPL Match Result
প্লে-অফের রাস্তা কঠিন হল দিল্লির, নয়ে নামল কলকাতা

মুম্বই, 9 মে : ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ধরাশায়ী দিল্লি ৷ পঞ্চদশ আইপিএলে পারফরম্যান্সের বিচারে সবচেয়ে অধারাবাহিক 2020 সালের ফাইনালিস্টরা ৷ চলতি মরশুমে টানা দু'টি ম্যাচ জিততে পারেনি ঋষভ পন্থের দল ৷ সেই ধারা বজায় রেখেই সানরাইজার্সকে হারানোর পরেই ফের চেন্নাইয়ের কাছে হারল পন্টিংয়ের ছেলেরা ৷ একই সঙ্গে প্লে-অফে যাওয়ার রাস্তাও কার্যত কঠিন করে ফেলল ওয়ার্নার-পাওয়েলরা (Chennai Super Kings beat Delhi Capitals) ৷

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ৷ খুনে মেজাজে থাকা সিএসকে ব্যাটারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে বসেন শার্দুল ঠাকুর, কুলদীপ যাদবরা ৷ নির্ধারিত 20 ওভারে 208 রানের বিশাল ইনিংস গড়ে ইয়েলো-ব্রিগেড ৷ জ্বরে আক্রান্ত পৃথ্বী শ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ফলে শ্রীকর ভরতকে নিয়ে ওপেন করতে নেমেছিলেন ওয়ার্নার ৷ মাত্র 8 রান করেই ডাগ-আউটের রাস্তা দেখেন ভরত ৷ এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ ওয়ার্নারও ৷ অজি ব্যাটারের সংগ্রহ মাত্র 19 রান ৷

তৃতীয় উইকেটে মিচেল মার্শ-ঋষভ পন্থ ধরে খেলার চেষ্টা চালাচ্ছিলেন ৷ কিন্তু ব্যক্তিগত 25 রানের মাথায় মার্শকে ফেরান মইন আলি ৷ 11 বলে 21 করে ক্রিজ ছাড়েন অধিনায়কও ৷ চালিয়ে খেলতে গিয়ে ইংরেজ বোলারের বলেই বোল্ড হন ঋষভ ৷ দিল্লির একমাত্র ভরসা ছিল রোভম্যান পাওয়েল ৷ মাত্র 3 রান করে ক্যারিবিয়ান ব্যাটার ডাগ-আউটে ফিরতেই ‘পন্থ অ্যান্ড কোং’য়ের জয়ের আশা শেষ হয়ে যায় ৷ শেষ পর্যন্ত 91 রানের ‘বিরাট’ ব্যবধানে ম্যাচ জিতে নেয় চারবারের আইপিএল জয়ীরা ৷

আরও পড়ুন : কোহলির ব্যর্থতা সত্ত্বেও বিরাট জয়, প্লে-অফের সম্ভাবনা জোরাল হল আরসিবির

প্রথমে ব্যাট করতে নেমে এদিন চেন্নাইয়ের বড় রানের ভিত তৈরি করে দেন দুই ওপেনার ৷ রুতুরাজ গায়কোয়াড়-ডেভন কনওয়ে গড়েন 110 রানের পার্টনারশিপ ৷ 19 বলে 32 রানের ঝোড়ো ইনিংস খেলেন শিভম দুবে ৷ 8 বলে 21 রান করেন ধোনি ৷ ফলে চোটের জন্য রবীন্দ্র জাদেজা না খেলতে পারলেও ম্যাচ জিতে নিতে কোনও সমস্যা হয়নি চেন্নাইয়ের ৷

বড় ব্যবধানে জিতলেও চেন্নাইয়ের প্লে-অফ ভাগ্যে কোনও উন্নতি হল না ৷ বরং এই ম্যাচ জিতলে দিল্লির শেষ চারের ভাগ্য খানিক উজ্জ্বল হত ৷ সেই সম্ভাবনাও ফিকে হয়ে গেল চেন্নাই ঝড়ে ৷ অন্যদিকে, রানরেটে উন্নতি করে আটে উঠে এল চেন্নাই ৷ ফলে সমান পয়েন্ট নিয়েও নয়ে নেমে গেল কলকাতা ৷ শ্রেয়সদের প্লে-অফে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.